Site icon Grand learning School

উড়ন্ত গাড়ির স্বপ্ন এবার সত্যি হবে।কোন দেশে উড়ন্ত গাড়ি তৈরি হচ্ছে?

যাত্রীসহ উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা জাপানে

সিনেমায় আমরা উড়ন্ত গাড়ি দেখে থাকি,কিন্তু সেগুলোর কোনটিই বাস্তব নয়।শুধু দর্শকদের আনন্দ দেয়ার উদ্দেশ্যেই সিনেমাতে এগুলো ব্যবহার করা হয়। কিন্তু এবার সত্যি হতে চলেছে সেই উড়ন্ত গাড়ির স্বপ্ন। সম্প্রতি জাপান এই ফ্লাইং কারের সফল পরীক্ষা চালিয়েছে।

জাপানের স্কাইড্রাইভ কোম্পানি ৩ বছর আগের এক পরীক্ষায় তারা ব্যর্থ হয় এই প্রকল্পে, তবে এবার তারা দেখেছে সফলতার মুখ,একইভাবে সারা বিশ্ববাসী আশাবাদী এই ফ্লাইং কার করে বাণিজ্যিক ভাবে বাজারে আনবে জাপান।

সম্প্রতি স্কাইড্রাইভ একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা গেছে মোটরবাইকের মত দেখতে উড়ন্ত গাড়িটি মাটির কয়েক ফুট উচুতে উড়ছে। আর চালকের আসনে ছিলেন এক ব্যক্তি। এ গাড়িটি আকাশে ৪ মিনিট পর্যন্ত উড়েছিল।এটি প্রায় ১০ ফুট পর্যন্ত উড়ে যায়।

স্কাইড্রাইভ সংস্থা জানায়, ফ্লাইং কারটি পণ্য হিসেবে দ্রুত বাজারে আনা যায় চেষ্টা চলছে। ২০২৩ সালের মধ্যে বাজারে আনার জন্য পরীক্ষা চলছে। ২০২৩ সাল নাগাদ বাজারে বাণিজ্যিক ভাবে এ পণ্যটি সবার জন্য বাজারে আসবে বলে তারা আশাবাদী।
এ প্রকল্পের জন্য জাপান ডেভেলপমেন্ট ব্যাংক যাবতীয় আর্থিক সহায়তা করে আসছে স্কাইড্রাইভ কোম্পানিটিকে।

Exit mobile version