ইউরোপ মহাদেশ- ইউরোপের দেশসমূহ কি কি

ইউরোপের সেনজেন ভুক্ত দেশের নাম
ইউরোপ মহাদেশের মানচিত্র

ইউরোপ মহাদেশঃ ইউরোপের দেশসমূহ কি কি

আমরা এশিয়া মহাদেশে বাস করলেও বাকি মহাদেশগুলো সম্পর্কে জানার আমাদের প্রবল আগ্রহ রয়েছে। তাই এই পর্যায়ে ইউরোপ মহাদেশ ও ইউরোপের দেশসমূহ কি কি এ নিয়ে আলোচনা করে জেনে নিবো।

ইউরোপ মহাদেশের আয়তন ২,২৮,২৫,৯০৫ বর্গ কিলোমিটার। এটি এশিয়া মহাদেশের ৫ভাগের ১ভাগ। আয়তনের দিক থেকে ইউরোপ ৩য় এবং জনসংখ্যার দিক থেকে ২য় মহাদেশ। বৃহৎ ইউরেশিয়া মহাদেশীয় ভূখণ্ডের পশ্চিম উপদীপটি নিয়ে ইউরোপ মহাদেশ গঠিত।

ইউরোপ পৃথীবির উত্তর গোলার্ধে অবস্থিত।ইউরোপের পূর্ব দিকে ক্যাম্পিয়ান সাগর, উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভূমধ্যসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর দক্ষিণপূর্বে কৃষ্ণ সাগর রয়েছে। পৃথীবির মোট আয়তনের ১৫.৭% অংশ জুড়ে আছে এই মহাদেশ।

ইউরোপ মহাদেশের দেশসমূহ কি কি এবং তাদের বিশেষত্ব

ইউরোপের দেশ নিয়ে জানার আগে আমাদের এটা জানতে হবে যে, ইউরোপ মহাদেশের দেশসমূহ কয়টি ও কি কি? ইউরোপে ৫০টি দেশ রয়েছে।এবার এই ৫০টি দেশ ও তাদের বিশেষত্ব জেনে নেবার পালা।

১। আলবেনিয়া

দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র আলবেনিয়া। বল্কান উপদীপের উত্তর পশ্চিম প্রান্তে এটি অবস্থিত।

ক। আলবেনীয় জাতির পিতা কে?

উঃ ইস্কান্দর বে।

খ। আলবেনিয়া ন্যাটোর সাথে কাজ শুরু করে কবে থেকে?

উঃ ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে।

গ। দেশটির প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?

উঃ তিরানার ইউনিভার্সিটি অব আলবেনিয়া (১৯৫৭ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত)।

ঘ। ফুটবল অ্যাসোসিয়েশন অব আলবেনিয়া কত সালে গঠিত হয়?

উঃ ১৯৩০ সালে।

২। অ্যান্ডোরা

দক্ষিণ পশ্চিম ইউরোপ মহাদেশের একটি ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা । এমনকি বিশ্বের ক্ষুদ্র দেশপগুলোর মধ্যে একটি। আবহাওয়ার দিক থেকে এটি মূলত একটি রুক্ষ রাষ্ট্র।

ক। অ্যান্ডোরা কখন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়?

উঃ ১৯৫০ এর দশকে।

খ। এদেশে দেখার মত কি কি আছে?

উঃ পিরিনীয় পর্বত মালার সেরা স্কি, স্নোবোরডিং, হাইকিং, বাইকিং, আল্পস পর্বত মালার অসাধারণ দৃশ্য।

গ। অ্যান্ডোরার আয়ের প্রধান উৎস কি?

উঃ পর্যটন ।

ঘ। দেশটি কত বছর একসাথে ২শাসকের অধীনে ছিল?

উঃ ৭০০ বছর।

৫। “অ্যান্ডোরার যুবরাজগণ” কারা ছিলেন?

উঃ ফ্রান্সের নেতা ও উত্তর পশ্চিম স্পেনের উর্গেল অঞ্চলের বিশপ একসাথে অ্যান্ডোরা শাসন করতো তাই তাদের অ্যান্ডোরার যুবরাজগণ বলা হয়।

৩। আর্মেনিয়া

ক। আর্মেনিয়ার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিলো কবে?

উঃ ৮০০ অব্দে। উরার্তু বা ভান রাজ্যের অংশ হিসেবে।

খ। আর্মেনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি?

উঃ গিয়ুমরি।

গ। এ দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি?

উঃ আরাগাৎস পর্বত (৪৪৩০ মিটার উঁচু)

ঘ। আর্মেনিয়ার বিতর্কিত অঞ্চল কোনটি এবং তা নিয়ে কবে থেকে সংঘর্ষ চলছে?

উঃ “নাগার্নো কারাবাগ”। ২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে তা নিয়ে আজারবাইজানের সাথে সংঘর্ষ চলছে।

৪। অস্ট্রিয়া

পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র অস্ট্রিয়া। এই দেশটি মূলত আল্পস পর্বতমালার উপরে অবস্থিত।

ক। অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গে্র নাম কি?

উঃ গ্রোসগ্লকনার (৩৭৯৭ মিটার উঁচু)

খ। গ্রানাইট মাল্ভূমির অবস্থান কোথায়?

উঃ দানিউব উপত্যকার উত্তরে অস্ট্রিয়ার প্রায় ১০% এলাকা নিয়ে এই মাল্ভূমি অবস্থিত।

গ। এখানে প্রধান শহর কয়টি ও কি কি ?

উঃ প্রধান শহর ৫টি। ভিয়েনা, গ্রাৎস, লিনৎ্স, জালৎসবুর্গ এবং ইন্সব্রুক।

৫। আজারবাইজান

আজারবাইজান ইউরেশিয়ার ককেশাস অঞ্চলে অবস্থিত হলেও এটি এশিয়া মহাদেশের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র। আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি ককেশিয় রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তম।

ক। বিশ্বের অন্যতম তেলক্ষেত্র কোনগুলো?

উঃ আজারবাইজানের বাকু তেলক্ষেত্রগুলো। কিন্তু দুর্বল সরকার ও অন্যান্য কারনে দেশটি খণিজ সম্পদ থেকে সম্ভাব্য মুনাফা অর্জনে বাধাগ্রস্ত হয়েছে।

খ । বাংলাদেশ-আজারবাইজান ফ্রেন্ড শিপ সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে?

উঃ রশিদ আহমেদ ফাহিম।

গ । এ দেশের প্রশাসনিক অঞ্চলসমূহ কয়টি?

উঃ ১০টি অর্থনৈ্তিকত,৬৬ টি রেয়ন এবং ৭৭টি শহরে বিভক্ত রয়েছে।

৬। বেলারুশ

বেলারুশ মধ্য পূর্ব ইউরোপের এমন আকটি সমতল প্রজাতন্ত্র যার কোন প্রাকৃতিক সীমানা নেই। দেশটির ৩ভাগের ১ভাগ শুধু অরণ্য যেখানে কোন জনমানব নেই। এদেশে ৩হাজার নদী ও ৪হাজার হ্রদ আছে।

৭। বেলজিয়াম

উত্তর পশ্চিম ইউরোপের একটি সাংবিধানিক রাজতন্ত্র দেশ বেলজিয়াম। ইউরোপের সবচেয়ে ঘনবসতিপূর্ণ  এবং ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা সদস্যের মধ্য একটি বেলজিয়াম।

ক।বেলজিয়ামের মুদ্রা ইউরো এর পূর্ব নাম কি ছিল?

উঃ বেলজিয়াম ফ্রাঁ।

খ। ইউরোপীয় পার্লামেন্টের নতুন ভবন কোথায় অবস্থিত?

উঃ বেলজিয়াম।

গ। ইউরোপের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কোথায়?

উঃ বেলজিয়াম।

৮। বসনিয়া ও হার্জেগোভিনা

ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের বলকান দ্বীপে বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। ক্রোয়েশিয়ার মাঝ দিয়ে আড্রিয়াটিক সাগরে বসনিয়ার প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ তটরেখা আছে।১৯৯৫ সালে এখানে গনহত্যা হয় আর সেই হত্যার শিকার হয় ৮৩৭২ জন শিশু।

৯। বুলগেরিয়া

ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব দেকে এবং ইউরোপ ও এশিয়ার ঐতিহাসিক সঙ্গমস্থলে বুলগেরিয়ার অবস্থান। ২০০৪ সালের মার্চে নেটো এবং ২০০৭ সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়।

১০। ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র যার সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া। এর রাজধানী নাম জাগ্রেব।

১১। সাইপ্রাস.

১২। চেক প্রজাতন্ত্র,

১৩। ডেনমার্ক

ডেনমার্ক উত্তর পশ্চিম ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্বগুলোর একটি রাষ্ট্র। ১১০০ বছর আগে ভাইকিংয়েরা ডেনীয় রাজ্য প্রতিষ্ঠা করে।

ক। ডেনমার্কের রাজধানির বয়স কত?

উঃ ডেনমার্কের রাজধানি কোপেনহেগেন এর বয়স ৬০০ বছর।

খ। ডেনমার্কের বিখ্যাত লেখক ও বিখ্যাত দার্শনিকের নাম কি?

উঃ ডেনমার্কের বিখ্যাত লেখকের নাম হান্স ক্রিস্টিয়ান আণ্ডারসন যিনি রূপকথার জন্য বিশ্ব বিখ্যাত  এবং বিখ্যাত দার্শনিকের নাম সরেন কিয়ে্র্কেগর।

১৪। ইস্তোনিয়া

১৫। ফিনল্যান্ড

১৬। ফ্রান্স

পশ্চিমা বিশ্বের প্রাচীনতম রাষ্ট্রগুলোর মধ্যে ফ্রান্স একটি।

ক। জাতিসংঘে ফ্রান্সের অবস্থান কেমন?

উঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশের মধ্যে একটি এবং ভেটো প্রদানের অধিকারী।

খ। সাংস্কৃতিক অঙ্গনে পরিচিতি কেমন?

উঃ মধ্যযুগ থেকেই ফ্রান্সের রাজধানী প্যারিস পাশ্চাত্যের সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু।

গ। রাজনীতিতে ফ্রান্সের অবদান কি?

উঃ ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে প্রথম বিশ্বকে গণতন্ত্র উপহার দিয়েছিল।

ঘ। ফ্রান্সের বিশেষত্ব কী?

উঃ ফ্রান্সের পাসপোর্ট দিয়ে বিশ্বের ১২৫ টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়।

ঙ। অর্থনীতিতে ফ্রান্সের স্থান কততম?

উঃ ইউরোপ মহাদেশে ৩য় বৃহত্তম এবং বিশ্বে ৬ষ্ঠ বৃহত্তম স্থানের অধিকারী।

চ। ইউরোপের অন্যতম বৃহত্তম বিমানবন্দরের নাম কী ও কোথায় অবস্থিত?

উঃ শার্ল দ্য গোল বিমানবন্দর, ফ্রান্স।

এছাড়াও এখানে রয়েছে আইফেল টাওয়ার, মোঁসোরো প্রাসাদ, নোতর দাম দ্য পারি, ল্যুভর যাদুঘর, নিম-এর রণক্ষেত্র, মারতিনিক সৈ্কত, বোরা বোরা দ্বীপসহ আরও অনেক দেখার মত স্থান।

১৭। জর্জিয়া

১৮। জার্মানি )

জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। মধ্য ও পশ্চিম ইউরোপ নিয়ে এই দেশ। আয়তনের দিক দিয়ে জার্মানি ইউরোপের ৭ম বৃহত্তম রাষ্ট্র।  নগরায়নের হার এখানে অত্যন্ত উঁচু। পশ্চিমা সংস্কৃতিতে এর বহু অবদান রয়েছে। অর্থনীতিতে জার্মানি বিশ্বে ৩য় স্থানে আছে।

ক। জার্মানের বড় শহরগুলো কি কি?

উঃ বার্লিন , হামবুর্গ এবং মিউনিখ।

খ। জার্মানের জাতীয় পাখির নাম কি?

উঃ ঈগল।

ঘ। জার্মানির সর্বোচ্চ পর্বত শৃঙ্গে্র নাম কী?

উঃ  স্যুগ্সপিৎস 

ঙ। বার্লিন প্রচীরের পতন হয় কবে?

উঃ ১৯৮৯ সালের ৯ নভেম্বর

চ। পৃথিবীর সবচেয়ে বেশি চিড়িয়াখানা ও এ্যানিমেল পার্ক কোথায় অবস্থিত?

উঃ জার্মানিতে। যার সংখ্যা ৪০০টি।

ছ। বিশ্বের একক বৃহত্তম প্রাণী সংগ্রহশালার নাম কী?

উঃ বার্লিনের জুওলজিশার গার্ডেন, জার্মানি।

১৯। গ্রিস

গ্রিসের রাজধানী এথেন্সে প্রথম সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল। এখানে ১৩টি প্রশাসনিক অঞ্চল রয়েছে। গ্রিস অর্থনীতিতে সেবাখাত নির্ভর একটি ধনী দেশ।

২০। হাঙ্গেরি

২১। আইসল্যান্ড

২২। আয়ারল্যান্ড

২৩। ইতালি

ইতালি একটি একিভূত প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র যা  ইউরোপীয় ইউনিয়নভুক্ত, পশ্চিম ইউরোপের একটি দেশ। এদেশের ঋতুময় জলবায়ু নাতিষিতোষ্ণ। জনসংখ্যা দিক থেকে ইতালি ইউরোপে ৫ম আর বিশ্বে ২৩তম ঘনবসতিপূর্ণ দেশ। এদেশের জনপ্রিয় খেলা ফুটবল।

ক। “ইল রিসরজিমান্ট এর অর্থ কী?

উঃ পুনরুত্থান।

খ। ইতালির অংশিদারিত্ব আছে কোথায়?

উঃ ন্যাটো নিউক্লিয়ার সরঞ্জাম ও বিশ্বের নবম বৃহত্তম ডিফেন্স বাজেট এর অংশিদারিত্ব।

গ। অর্থনীতিতে ইতালির স্থান কী?

উঃ অর্থনীতিতে ইতালি ইউরোপে ৪র্থ এবং বিশ্বে ৮ম স্থানে আছে।

ঘ। ফুটবল খেলায় ইতালি কতবার ফিফা বিশ্বকাপ জিতেছে?

উঃ ৪ বার।

এছাড়া ইতালির কয়েকটি ভ্রমণ জায়গা—বায়ু প্রবাহ দ্বারা চালিত দ্বীপপুঞ্জ, পম্পেই, ট্রোপিয়া, আলবেরোবেল্লো, নেপলস, পেস্টাম, মারাটিয়া, সরেন্টো, আমালফি কোস্ট সহ আরো অনেক দেখার মত জায়গা রয়েছে।

২৪। কাজাখস্তান

২৫। লাতভিয়া

২৬। লিশটেন্সটাইন

২৭। লিথুয়ানিয়া

২৮। লুক্সেমবুর্গ

২৯। ম্যাসেডোনিয়া

৩০। মাল্টা

৩১। মলদোভা

৩২। মোনাকো

৩৩। মন্টিনিগ্রো

৩৪। নেদারল্যান্ডস

৩৫। নরওয়ে

৩৬। পোল্যান্ড

৩৭। পর্তুগাল

৩৮। রোমানিয়া

৩৯। রাশিয়া

৪০। সান মারিনো

৪১। সার্বিয়া

৪২। স্লোভেনিয়া

৪৩। স্লোভাকিয়া

৪৪। স্পেন

৪৫। সুইডেন

৪৬। সুইজারল্যান্ড

৪৭। তুরস্ক

৪৮। ইউক্রেন

৪৯। যুক্তরাজ্য

৫০) ভ্যার্টিকান সিটি )

ইতালির রোম শহরে অবস্থিত একটি রাষ্ট্র  যা একটি পাহাড়ের উপর অবস্থিত। অর্থাৎ একটি শহর রাষ্ট্র। এই পাহাড়টির নাম ভার্টিকান পাহাড়। ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি ইতালির সাথে লাটেরান চুক্তি হয়।

ইউরোপ সম্পর্কিত কিছু তথ্য—

*।ইউরোপের পূর্ব দিকে কোন সাগর অবস্থিত?

উঃ ক্যাম্পিয়ান সাগর।

*। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?

উঃ ভলগা।

*। ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিড়ি কি কি?

উঃ ভিসুভিয়াস (ইতালি) ও ইটনা (সিসিলি)।

*। পৃথীবির সবচেয়ে বড় মৎসচারণ ক্ষেত্র কোনটি?

উঃ ডগার্স ব্যাংক।

*। দানিউব নদীর উৎপত্তি স্থল কথায়?

উঃ ব্ল্যাক ফরেস্ট।

শেষের কথা

এশিয়া মহাদেশের পর আমাদের পার্শ্ব মহাদেশ ইউরোপ সম্পর্কেই জানার আগ্রহ আমাদের বেশি। ইউরোপ মহাদেশ ও ইউরোপ মহাদেশের দেশসমূহ কয়টি আর কি কি এবং সেই দেশগুলোরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়তুলে ধরেছি।

আমরা বারেবারে পড়ে মুখস্ত করার একবারে পড়েই মনে রাখার চেষ্টা করি এবং তা যদি হয় ইন্টারনেটে তাহলে তো কথাই নেই, সেই পড়া মনে থাকেই। তাই আশা করছি পুরোটা পড়ার পর আপনার এখন ইউরোপ মহাদেশ এবং এর দেশসমূহ নিয়ে অনেকটা ধারণা এসেছে।চেষ্টা করেছি সবার সাধারণ জ্ঞানের স্তরকে গভীর করতে।

নিশ্চই লিখাটি সবার জন্য উপকারি হবে।সবার সর্বাঙ্গীণ ভালো কামনা করি।ধৈর্য্য নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনি কি “ইউরোপ মহাদেশ ও ইউরোপ মহাদেশের দেশসমূহ কি কি”—এ বিষয়ে জানতে চাচ্ছেন? ইউরোপ মহাদেশ নিয়ে আপনার সকল প্রশ্নের উত্তর পেতে লিখার ভিতরে প্রবেশ করুন এবং পুরোটা পড়ুন।

নিজেকে যাচাই করুন-

১.’ডেটন চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল কোন শহরে?

ক.আলাক্সা খ.নিউইয়র্ক গ.প্যারিস ঘ.মিউনিখ

২.ইউরোপীয় পার্লামেন্টের নতুন ভবন কোথায় অবস্তিত? ক.স্পেনে খ.ইতালিতে গ.পর্তুগালে ঘ.বেলজিয়াম

৩.’হোয়াইট হল’ কি? ক.প্রশাসনিক ভবন খ. মার্কিন প্রেসিডন্টের বাসভবন গ. ব্রিটিশ সরকারের কার্যালয়@ ঘ.পুলিশের কার্যালয়

৪. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়? ক.১২১৫ সালের ৭জুন খ.১৭৮৮সালের ১৫জুন গ.১৭৮৮সালের ৭ জুন ঘ.১২১৫ সালের ১৫ জুন

৫. ইংল্যান্ডের আইনের শাসক বলা হয় কাকে? ক.গ্লাভস্টোনকে খ.মার্গারেট থ্যাচারকে গ.আলফ্রেড দ্য গ্রেটকে  ঘ.রাজা অষ্টম এডওয়ার্ডকে

৬.স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? ক.কোপেনহেগন খ.স্কটল্যান্ডে গ.ডাবলিনে ঘ. লন্ডনে

৭.আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধ কত সালো হয়? ক.১৮৯১ খ.১৯৯১ গ.১৮৯৪ ঘ.১৯৯৪

৮.ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কী ? ক. ভানুয়াতু খ. দুশানবে গ. জাগ্রেভ ঘ. নমপেন  

৯.Common senes is not common উক্তিটি কার?

ক.রুশো খ.ভলতেয়ার গ.নেপোলিয়ান ঘ. চালরস ডিগনে

১০.Ability is nothing without opportunity উক্তি করেছেন কে?

ক.নেপোলিয়ান খ.রুশো গ.ভলতেয়ার ঘ. লেলিন

উত্তর- Ans:- ১। গ ২। ঘ ৩। গ ৪। ঘ ৫। গ ৬। ঘ ৭। ঘ ৮। গ ৯। খ ১০। ক