কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানুন।চাকুরীপ্রত্যাশীরা

 আজ আমরা আলোচনা করব এমন একজন সাহিত্যিক সম্পর্কে যিনি না থাকলে বাংলা সাহিত্য হয়ত একযুগ পিছিয়ে যেত।তিনি বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, সব্যসাচী লেখক, কবি,নাট্যকার, উপন্যাসিক, ছোটগল্পকার, সংগীত রচয়িতা, প্রাবন্ধিক,সুরস্রষ্টা , গায়ক,শিল্পী,অভিনেতা, সমাজসেবী ও শিক্ষাবিদ ।

তিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 

জন্মঃ তার জন্ম 1861 সালের 27 মে বাংলা 1268 বঙ্গাব্দের 25 শে বৈশাখ

 কলকাতার জোড়াসাকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন

 তিনি ৮ বছর বয়স থেকেই প্রথম কবিতা রচনা শুরু করেন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 

 13 বছর বয়সে প্রথম কবিতা প্রকাশিত হয় কবিতার নাম ছিল হিন্দু মেলার উপহার 1874

 প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ – ‘কবি কাহিনী’ 1878

  দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বনফুল’ ১৮৮০

প্রথম প্রকাশিত নাটক ‘বাল্মিকী প্রতিভা’

 প্রথম প্রকাশিত উপন্যাস ‘বউ ঠাকুরানীর হাট’

 প্রথম প্রকাশিত ছোটগল্প ‘ভিখারিনী’ 

 প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ  ‘বিবিধ প্রসঙ্গ’

বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে

আর্জেন্টিনার কোন মহিলাকবিকে  রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিজয়া’ উপাধিতে ভূষিত করেন = ভিক্টোরিয়া ওকাম্পো

রবীন্দ্রনাথ ঠাকুর ভিক্টোরিয়া ওকাম্পো কে কোন কাব্যগ্রন্থ উৎসর্গ করেন  – পূরবী ( ১925)

 প্রথম জীবনে রবীন্দ্রনাথের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কবিতা- নির্ঝরের স্বপ্নভঙ্গ

( বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে।)  আজি এ প্রভাতে রবির কর/ কেমনে পশিল প্রাণের পর

 রবীন্দ্রনাথ ঠাকুরের “নিঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির
উপলদ্ধি কি ছিল ? =ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় ।

 রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি কোথায় বাংলাদেশের খুলনায়

রবীন্দ্রনাথ ঠাকুর এর ছদ্মনাম ? = ভানুসিংহ

 রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরা উপন্যাস ‘রাজষি’ কোন পত্রিকায় প্রকাশিত হত – বলাকা

 কত সালে ব্রহ্মচর্যাশ্রম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় ১921 সালে

রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন কে কে যথাক্রমে – রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনির চৌধুরী ।

    কত সালে গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে ( এ রচনার জন্য তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে)

 গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ- Songs Offerings

Songs Offerings  প্রকাশিত হয় 1912 সালে

Songs Offerings এর ইংরেজি অনুবাদ করেন-

 W.B. Yeats

 মৃন্ময়ী রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের
নায়িকা ?
= সমাপ্তি  ।

রবীন্দ্রনাথে ‘ঘরে বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য
কি
=ব্রিটিশ ভারতের রাজনীতির প্রসঙ্গ  ।(এটি একটি রাজনৈতিক উপন্যাস)

‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি
বাঁকা’এটি কোন কাব্যের কবিতা ? = বলাকা(রবীন্দ্রনাথ)

শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি যায় কবে -২০০৪

  ব্রিটিশ সরকার কত সালে নাইট উপাধি প্রদান করেন- ১৯১৫ সালে

  তিনি নাইট উপাধি ত্যাগ করেন- 1919 সালে(মূলত ব্রিটিশ সরকার কর্তৃক ভারতীয়দের উপর পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকান্ড চালানো হয় তার প্রতিবাদ স্বরূপ  তিনি নাইট উপাধি বর্জন করেন)

 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি-লিট উপাধি দেওয়া হয় 193৬ সালে

‘সঞ্চয়িতা’ কোন ধরনের গ্রন্থ-কবিতার সংকলন

 ‘সঞ্চিতা’ কে রচনা করেন- কাজী নজরুল ইসলাম (কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে এই গ্রন্থ উৎসর্গ করেন)

 ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা -ইন্দিরা দেবীকে

রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী মূলক গ্রন্থ-  জীবনস্মৃতি ১912

 রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে কোন গ্রন্থ উৎসর্গ করেন= বসন্ত

বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি- চোখের বালি

চোখের বালি উপন্যাসের প্রধান প্রধান চরিত্র হলো-

ছন্দঃ মহেন্দ্র এখন বিনোদিনী’র চোখের বালি (আশালতা ,বিহারী)

রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন পত্রিকা সম্পাদনা করেন-  সাধনা,ভারতী, তত্ত্ববোধিনী , বঙ্গদর্শন।

 রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায়

তাঁর কাব্য,উপন্যাস,ছোটগল্পগুলো মনে রাখার জন্য গল্প আকারে পরবর্তী ক্লাসে শিখব…।।

এ উক্তিটি কার ‘সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না’ = রবীন্দ্রনাথ ।

বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকা ও রবীন্দ্রনাথের স্থান ২য়(২০০৪)

বাংলাদেশের প্রথম বাঙালি হিসেবে কে গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর

 ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’ –উক্তিটি কার = রবীন্দ্রনাথের

 তার মৃত্যুর পর প্রকাশিত হয় কোন গ্রন্থ-  শেষ লেখা

 রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালের  7 আগস্ট