নোবেল পুরস্কার ২০২০ তালিকা|২০২০ সালের নোবেল বিজয়ীদের নামের তালিকা

নোবেল পুরস্কার ২০২০
নোবেল পুরস্কার ২০২০

নোবেল পুরস্কার ২০২০ তালিকা। নোবেল বিজয়ীদের তালিকা ২০২০

  প্রথমে নোবেল পুরস্কার সম্পর্কে বেসিক কিছু আইডিয়া জানব

  • নোবেল পুরস্কার প্রবর্তিত হয়-সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ দিয়ে
  • প্রথম নোবেল পুরস্কার দেয়া হয়-১৯০১ সালে
  • অর্থনীতিতে নোবেল দেয়া শুরু হয়- ১৯৬৯ সালে
  • শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় – নরওয়ের অসলো শহর থেকে
  • বাকী নোবেল পুরস্কারগুলো প্রদান করা হয়- সুইডেনের স্টকহোম কনসার্ট হল থেকে।

সর্বমোট ৬ টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয় | নোবেল পুরস্কার ২০২০ তালিকা

  • পদার্থ বিজ্ঞান (Physics)
    • রসায়ন বিজ্ঞান (Chemistry)
    • চিকিৎসা বিজ্ঞান (Medicine)
    • অর্থনীতি    (Economics)
    • সাহিত্য     (Literature)
    • শান্তি        (Peace))

২০২০ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নামের তালিকা বাংলা

নোবেল পুরস্কার ২০২০ শান্তিতে

২০২০ সালে শান্তিতে নোবেল পেল -বিশ্ব খাদ্য কর্মসূচী বা WFP- World Food Programme

অবদান- সংঘাত ও যুদ্ধ কবলিত এলাকাগুলোতে ক্ষুধা নিরসন এবং যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনার অক্লান্ত চেষ্টা এবং এই ক্ষুধার জ্বালাকে হিংসা ও যুদ্ধ ছড়ানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করতে না দেওয়ার অবদানের স্বীকৃতিস্বরুপ United Nations এর অঙ্গ প্রতিষ্ঠান WFP এ পুরস্কার পেল।

নরওয়েজিয়ান নোবেল কমিটি বলছে, ক্ষুধার বিরুদ্ধে লড়াই, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে পরিস্থিতির উন্নয়ন এবং ক্ষুধাকে যুদ্ধ-সহিংসতার অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধের চালিকাশক্তি হিসেবে অবদান রাখায় সম্মানজনক এ পুরস্কার দেয়া হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচিকে WFP- World Food Programme ।

নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসন বলেছেন, খাদ্য নিরাপত্তাকে শান্তির উপকরণ হিসেবে গড়ে তুলতে বহুজাতিক সহযোগিতায় মূল ভূমিকা পালন করে ডব্লিউএফপি।

এখানে বলে রাখি WFP- World Food Programme প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে। এর সদর দপ্তর- রোম,ইতালী

নোবেল পুরস্কার ২০২০ অর্থনীতিতে

১। পল আর মিল্গ্রোম

২। রবার্ট বি উইলসন

অবদান- এই অর্থনীতিবিদগণ নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলামের পদ্ধতি আবিষ্কার করার জন্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস থেকে ২০২০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন।

নিলাম কীভাবে কাজ করে এবং দরদাতারা কেন একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করেন এই দুই অর্থনীতিবিদ শুধু তাই সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করেনি তারা পণ্য-সেবা বিক্রির জন্য সম্পূর্ণ নতুন নিলাম পদ্ধতিও আবিষ্কার করেছেন।

নোবেল পুরস্কার ২০২০ সাহিত্য

২০২০ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন- মার্কিন কবি লুইস গ্লুক

কবি লুইস গ্লিকে এই পুরস্কার দেয়া হয়েছে তাঁর সরল ও সৌন্দর্যমন্ডিত ক্লান্তিহীন কাব্যিক কন্ঠস্বরের জন্য বা , যা ব্যক্তির অস্বিত্বকে সার্বজনীন করে তোলে।আবার বলা যায় তাঁর অসাধারণ কাব্যকন্ঠ ও নিভারণ সৌন্দর্যবোধের মাধ্যমে ব্যক্তিসত্ত্বাকে সার্বজনীন করে তোলার জন্য।

কবি লুইস গ্লুক এর

সর্বপ্রথম কাব্যগ্রন্থ- “ফার্স্টবর্ন” -এটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়

সর্বশেষ কাব্যগ্রন্থ- “ফেথফুল অ্যান্ড ভার্চুয়াস নাইট” (Faithful and virtual Night)- এটি প্রকাশিত হয় ২০১৪ সালে

সর্বাধিক জনপ্রিয় ও প্রশংসিত কাব্যগ্রন্থ-  ‘দ্য ওয়াইল্ড আইরিস’ এটি প্রকাশ পায় ১৯৯২ সালে।এই কাব্যের জন্যই কবি লুইস গ্লুক পুলিৎজার পুরস্কার পান।

নোবেল পুরস্কার ২০২০ রসায়ন

২০২০ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন

১। এমানুয়েল শারপন্টিয়ের (ফ্রান্স)

২। জেনিফার দোদনা (যুক্তরাষ্ট্র)

অবদান- জিনম এডিটিং এর পদ্ধতি আবিষ্কারের জন্য

জিনম বলতে জীবের সামগ্রিক ডিএনএ কেই বোঝায় এবং জিনম থেকে ডিএনএ আলাদা করার উপায়কেই জিনোম এডিটিং বলে।

নোবেল পুরস্কার ২০২০ চিকিৎসা বিজ্ঞান

২০২০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন জন চিকিৎসা বিজ্ঞানী ।

১। হার্ভে জে অল্টার (যুক্তরাষ্ট্র)

২। চার্লস এম রাইস (যুক্তরাষ্ট্র)

৩। মাইকেল হিউটন (ব্রিটিশ)

অবদান- হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়।

নোবেল পুরস্কার ২০২০ পদার্থবিজ্ঞান

২০২০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন-

১। রজার পেনরোজ (যুক্তরাজ্য)

২। রেইনহার্ড গেনজেল (জার্মান)

৩। আন্দ্রেয়া গেজ (যুক্তরাষ্ট্র)

রজার পেনরোজ গবেষণা করেছেন কৃষ্ণ গহ্বর নিয়ে ,তিনি দেখিয়েছেন আপেক্ষিকতার সাধারণ তত্ত্বই কৃষ্ণ গহ্বর গঠনে ভূমিকা রেখে চলেছে।  

রেইনহার্ড গেনজেল ও আন্দ্রেয়া গেজ আমাদের গ্যালাক্সির কেন্দ্রে অদৃশ্য এবং ভারী এক ধরণের বস্তু (Supermassive Compact Object )অবিষ্কার করেছেন

(মূলতঃ মহাবিশ্ব সম্পর্কে আরও জ্ঞানের পরিধি বিস্তার ও ব্লাক হোল সম্পর্কে গবেষণা )

প্রথম বাঙালি হিসাবে প্রথম নোবেল পুরস্কার পান কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।তিনি ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করে।এ পুরস্কার ছিল বাংলা সাহিত্যের জন্য বিরাট এক গর্বের বিষয়।

নোবেল পুরস্কার ২০২০ তালিকা সম্পর্কে আশা করি আপনাদের পরিপূর্ণ ধারণা দিতে সক্ষম হয়েছি। ২০২০ সালের নোবেল বিজয়ীদের নামের তালিকা সম্পর্কে উপরিউক্ত লেখায় বিস্তারিত আলোচনা করা হয়েছে।নোবেল পুরস্কার ২০২০ তালিকা সম্পর্কে আমাদের এই পোস্টে কোন মতামত বা নতুন কিছু সংযোজন বা বিয়োজনের পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।