বাংলাদেশ বিষয়াবলী বিসিএস – পার্ট ০২ (ব্রিটিশ শাসন আমলে বাংলা)

বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন
বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী pdf

বাংলাদেশ বিষয়াবলী বিসিএস – পার্ট ০১ (বাঙালি জাতির ইতিহাস)

বাংলাদেশ বিষয়াবলীর ধারাবাহিক গুরুত্বপূর্ণ প্রশ্নের আজ ২য় পর্ব -বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন

১. প্রশ্নইংরেজরা কোন সালে বাংলা আক্রমন করে?

উত্তর :- ১৬৮৬ ইং সালে।

২. প্রশ্ন- ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে ইংরেজরা ১৯০৫ সালে কী করার সিদ্ধান্ত নেয়?

উত্তর :- বাংলা প্রদেশকে ভাগ করার।

৩. প্রশ্ন-  বাংলা প্রদেশকে ভাগ করা এটি কী নামে পরিচিত ছিল?

উত্তর :- বঙ্গভঙ্গ নামে।

৪. প্রশ্ন- কত সালে দুই বাংলাকে একত্র করে দেওয়া হয়?

উত্তর : ১৯১১ সালে।

5. প্রশ্ন- ব্রিটিশবিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রামের নাম কী?

উত্তর : ব্রিটিশ এর বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রাম নাম ছিল সিপাহি বিদ্রোহ।

ব্যাখ্যা : ১৮৫৭ সালে ইংরেজদের বিরুদ্ধে এই সিপাহি বিদ্রোহ ঘটে।

6. প্রশ্ন- ভারতবর্ষ ভাঙার ফলে কী হয়েছে?

উত্তর : দুটি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।                                            

* ব্যাখ্যা: ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাঙার ফলে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।

7. প্রশ্ন- বাংলার শেষ স্বাধীন নবাবের সময় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল?

উত্তর : ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি।

8. প্রশ্ন- পলাশীর যুদ্ধের পরে কী হয়েছিল?

উত্তর : পলাশীর যুদ্ধের পরবর্তী সময়ে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়েছিল।

9. প্রশ্ন- পলাশীর যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়?

উত্তর : পলাশীর যুদ্ধ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ও ইংরেজদের মধ্যে সংঘটিত হয়।

10. প্রশ্ন- ইংরেজরা ছাড়া আর কারা বাংলায় বাণিজ্য করতে আসেন?

উত্তর : ইংরেজরা ছাড়া ডাচ, পর্তুগিজ ও ফরাসিরা বাংলায় বাণিজ্য করতে আসেন।

11. প্রশ্ন- ১৭৫৭ থেকে ১৮৫৭ পর্যন্ত কারা বাংলা শাসন করেন?

উত্তর : ১৭৫৭ থেকে ১৮৫৭ পর্যন্ত ইস্ট-ইন্ডিয়া কোম্পানি বাংলায় শাসন করে।

12. প্রশ্ন- ব্রিটিশদের ‘ভাগ কর, শাসন কর’ নীতির ফলে কী হয়েছিল?

উত্তর : ব্রিটিশদের নিজেদের প্রণয়নকৃত ভাগ কর, শাসন কর আইনের ফলে জাতি, ধর্ম, বর্ণ, এবং অঞ্চলভেদে মানুষের সাথে মানুষের বৈষম্য সৃষ্টি হয়েছিল যার ফলে ইংরেজদের সকল ধরণের স্বার্থ হাসিল হয়।

13. প্রশ্ন- ‘ভাগ কর, শাসন কর’ নীতি বলতে কী বোঝো?বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন

উত্তর : ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ‘ভাগ কর, শাসন কর’ নীতি। এ নীতির ফলে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চলভেদে মানুষের মধ্যে জাতিগত বৈষম্য সৃষ্টি হয়।

14. প্রশ্ন- বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল?

উত্তর : ভারতীয় উপমহাদেশ এ ছিল ধন – সম্পদে ভরপুর এবং এই ধন – সম্পদ ভোগ করার জন্য বাংলার প্রতি ইংরেজদের প্রচুর আগ্রহ ছিল।

15. প্রশ্ন- বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় কবে?

উত্তর : ১৭৫৭ সালের ২৩ ই জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজ – উদ – দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়।

16. প্রশ্ন- ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠা করা হয়?

উত্তর : ইংরেজরা বাংলায় ১৬০০ সালে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়।

17. প্রশ্ন- ইংরেজরা কেন ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল?

উত্তর : ভারতবর্ষ ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ইংরেজরা ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল।

18. প্রশ্ন- সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য কী ছিল?বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন

উত্তর : সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করা।

19. প্রশ্ন- কোন শাসন আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের জন্য আসে?

উত্তর : মুঘল আমলে।

20. প্রশ্ন- পর্তুগিজ,ডাচ, ইংরেজ,ফরাসিসহ অন্যান্য ইউরোপীয় বণিক গোষ্ঠী কেন ভারতীয় উপমহাদেশে আসে?

উত্তর : ব্যবসা করতে।

21. প্রশ্ন- বাংলায় ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কারা টিকে থাকে?

উত্তর : ইংরেজরা।

2২. প্রশ্ন- ভারতবর্ষে প্রথম কে কাগজের মুদ্রা প্রবর্তন করেন?

উত্তর : ইংরেজ শাসক লর্ড ক্যানিং

2৩. প্রশ্ন- কে ‘Bengal Tenacy Act’ প্রবর্তন করেন?

উত্তর : লর্ড রিপন (১৮৭৮)

2৪. প্রশ্ন- কে ‘Vernacular Press Act’ রহিত করেন?

উত্তর : লর্ড রিপন

2৫. প্রশ্ন- বঙ্গভঙ্গ প্রস্তাব করেন কে?

উত্তর : লর্ড কার্জন

2৬. প্রশ্ন- বঙ্গভঙ্গের ফলে যে আন্দোলন গড়ে ওঠে?

উত্তর : স্বদেশি ও বয়কট আন্দোলন

2৭. প্রশ্ন- বঙ্গভঙ্গ বাতিল ঘোষণা করেন কে?

উত্তর : লর্ড হার্ডিঞ্জ

২৮. কত টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানী বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি লাভ করেছিল?

উত্তর : তিন হাজার টাকার বিনিময়ে ।

ব্যাখ্যা:- ১৬৯০ সালে সম্রাট আওরেঙ্গজেবের কাছ থেকে “ইষ্ট ইন্ডিয়া কোম্পানী” বাৎসরিক তিন হাজার টাকার বিনিময়ে সমগ্র ভারতে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি লাভ করেছিল এবং ১৭১৭ সালে সম্রাট ফররুখ শিয়ার এই তিন হাজার টাকার শিলিং উঠিয়ে দিয়ে কোম্পানীকে অবাধে সমগ্র ভারতে বাণিজ্য করার অনুমতি প্রদান করেছিলেন। ভারতীয় শাসকদের অদূরদর্শিতার সুযোগে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী মাদ্রাজ, বোম্বে ও কলকাতাকে কেন্দ্র করে খুব দ্রুত সমগ্র ভারতে তাদের বাণিজ্যিক সম্প্রসারণ ঘটায়।

29. প্রশ্ন: কোন সময় ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত?
উত্তর: ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত।

* ব্যাখ্যা: কোম্পানী শাসন ১০০ বছর স্থায়ী থাকে এ দেশে। এই ১০০  বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, যা ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত।

৩০. প্রশ্ন: কার নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
উত্তর: সিপাহি মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়।

৩১.প্রশ্ন: ইংরেজদের শাসনের পক্ষ না নিয়ে তাদের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার কারণে কাদের ফাঁসি দেওয়া হয়?
উত্তর: ক্ষুদিরাম ও মাস্টারদাকে।

৩২. প্রশ্ন: ইংরেজদের ‘ভাগ কর শাসন কর’ নীতি কোন কারণে প্রণয়ন করা হয়?
উত্তর: এ দেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চলভেদে যেসব পার্থক্য ছিল, তার ভিত্তিতে বিভেদ সৃষ্টি করতো এবং একজনকে অন্যের বিরুদ্ধে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে ‘ভাগ কর শাসন কর’ নীতি প্রণয়ন করে।

33. প্রশ্ন: ইংরেজ আমলে মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে কারা ভূমিকা রাখেন?
উত্তর: ইংরেজ আমলে স্যার সৈয়দ আহমেদ খান, নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী প্রমুখ মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা পালন করেন।

৩৪. প্রশ্ন: বাংলায় ইংরেজদের শাসনকাল কত বছর স্থায়ী ছিল?

উত্তর: ২০০ বছর।

* ব্যাখ্যা: ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছর ব্রিটিশরা বাংলায় শাসনকার্য চালায়।