নির্বাহী আদেশে ৬০ শতাংশ বাড়িভাড়া কমানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন
করোভাইরাস ছড়িয়ে পড়ার কারনে সরকার নিয়মিত ছুটি ঘোষণা করেছে , এ সময়ে বাড়ি ভাড়া ৬০ শতাংশ কম নেওয়ার জন্য বাড়ির মালিকদের প্রতি নির্বাহী আদেশ জারি করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী এস এম জুলফিকর আলী জুনু। আজ ১৭ই মে ২০২০ রোজ রবিবার তিনি আবেদনে উল্লেখ করেন যে ,মানবিক বিবেচনার ভিত্তিতে আপনার নির্বাহী আদেশে মাসিক বাড়ি ভাড়া 60% কমিয়ে দেয়ার আবেদন জানাচ্ছি ।
আইনজীবী তার আবেদনে উল্লেখ করেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনিই বাংলাদেশের প্রধান অভিভাবক । দেশের মানুষ আজ মারাত্মক সঙ্কটে । করোনা পরিস্থিতিতে দীর্ঘ সরকারি ছুটির কারণে মধ্যবিত্তের দৈনন্দিন জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। কুষ্টিয়ায় বাড়ি ভাড়া না দেওয়ায় বাড়িওয়ালার ছেলে এক মহিলাকে আগুন ধরিয়ে দেয় । এদিকে ঢাকায় বাড়ির মালিক আবার তার ভাড়াটেকে রাতে রাস্তায় বের করে দেন । এছাড়া সমাজের অনেক ভদ্র পেশাজীবীরাও বাড়ির মালিকদের নিকট থেকে আপমানিত হচ্ছেন। আমরা মধ্যবিত্ত পেশাদাররা নিজেদের অভাব-অভিযোগ সম্পর্কে মানুষকে বলতেও পারি না, কষ্টকেও সহ্য করতে পারি না ।
তাই সরকার প্রধান হিসাবে এই দুর্যোগ মুহূর্তে এপ্রিল মাস থেকে বাড়ি ভাড়া ৬০ শতাংশ মওকুফ করার জন্য আপনার নির্বাহী আদেশ প্রার্থনা করছি।