Site icon Grand learning School

বিসিএস প্রস্তুতি মডেল টেস্ট-০২

BCS Model test 02

BCS Preparation Model Test -02

                          মডেল টেস্ট  ০২

সময়ঃ ৩০ মিনিট                                                                                                                 পূর্ণমানঃ 5০

১। NATO stands for–?

 ক। North American Treaty Organizagion খ। North American Trade Organization গ। North Atlantic Treaty Organizagion@ ঘ। North Atlantic Trade Organizagion

২। NAM-এর প্রথম সম্মেলন ১ম কোথায় অনুষ্ঠিত হয় ? ক। Belgrade@ খ। Havana গ। Jakarta  ঘ। Cairo

৩। ‘স্টার্ট-২’চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ? ক। যুক্তরাষ্ট্র-জার্মানী খ। যুক্তরাষ্ট্র-রাশিয়া@ গ। যুক্তরাষ্ট্র-ফ্রান্স ঘ। রাশিয়া-চীন

৪। জাতিসংঘ মোট কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত ? ক। ৬টি @  খ। ১০ টি গ। ৯ টি   ঘ। ১১ টি (General assembly,security council,Economic & Social Council,Secretariat,Trusteeship council,International Court Of justice)

৫। The term of non-permanent member of the UN Security council  ? ক। 1 year খ। 2 year@ গ। 9 months   ঘ। 3 years  

৬। International Criminal Court (ICC) কত সালে প্রতিষ্ঠিত ? ক। ১৯98@   খ। ১৯৬৪    গ।  ১৯99    ঘ। ১৯৭৪

৭। She quickly became accustomed—her right ways? ক। in  খ। with  গ। of  ঘ। to@(অভ্যস্ত)

৮। The doctor were astonished—the speed of her recovery ? ক। in খ। at @ বিস্মিত গ। to ঘ। into

৯। There is a bridge—the river ? ক। on  খ। in গ। above  ঘ। over@(সেতু)

১০। He was charge — theft ? ক। with@ (অভিযুক্ত করা) খ। in  গ। at  ঘ। None

১১। Is there anything you are concealing— me? ক। at  খ। in  গ। out  ঘ। from (গোপন করা)@

১২। I certify— his honesty? ক। at  খ। to(প্রত্যয়ন করা)@ গ। out  ঘ। from 

১৩। প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কী বলে? ক। ফটোশপ  খ। ডোমেইন@   গ। লুপ   ঘ। HTML

১৪। ‘ব্লাক সেপ্টেম্বর’ কি ? ক। একটি গোয়েন্দা সংস্থা খ। গেরিলা সংগঠন@  গ।রাজনৈতিক সংগঠন  ঘ। সন্ত্রাসী সংগঠন

১৫। ‘ভিটামিন-ই’এর সবচেয়ে ভাল উৎস ? ক। ডাব খ। শস্যদানা গ। ভোজ্যতেল @ঘ। দুধ

১৬। ‘সারমেয়’-শব্দের অর্থ কী ? ক। খোশমেজাজ খ। কুকুর@গ। সারস  ঘ। খরগোশ

১৭। CIRDAP –এর সদর দপ্তর কোথায় ? ক। বর্ধমান হাউজ  খ। চামেলী হাউজ@   গ। রাজশাহী  ঘ। চট্টগ্রাম

১৮। পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরণের ক্ষয় হয় ? ক। পার্শ্বক্ষয় খ। নিম্নক্ষয় @ গ। নদীর মোহনায়  ঘ। তীর ভাংগন

১৯। বড়দের সম্মান করা,দানশীলতা,শ্রমের মর্যাদা কোন ধরণের মূল্যবোধ ?ক। সামাজিক @খ। ব্যক্তিগত গ। পারিবারিক ঘ। পেশাগত

২০। ‘মনপুরা-৭০’ কোন ধরণের চিত্রকর্ম ? ক। শফি উদ্দিন আহমেদ খ। কামরুল হাসান গ। এস এম সুলতান ঘ। জয়নুল আবেদীন@

২১। কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি ? ক। পৃথিবীর কেন্দ্রে খ। নিরক্ষীয় অঞ্চলে গ। মরু অঞ্চলে ঘ। মেরু অঞ্চলে@

22। “চা”এর আদিবাস? ক। বাংলাদেশ খ। ভারত গ। চীন @ ঘ।ব্রাজিল

23। সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ? ক। বহুব্রীহি খ। কর্মধারয় গ। তৎপুরুষ ঘ। অব্যয়ীভাব@(ঈষৎ নত)

২৪। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কী বলে ? ক। ধ্বনি@ খ। যতি  গ। মাত্রা ঘ। ছেদ

25। Who wrote the  poem ‘the excursion’?

ক। William Wordsworth@ খ। Ben johnson  গ। shakespeare ঘ। Tennyson

26। ‘Elegy written in a country churchard’ is written by–?

ক। Thomas gray@  খ। John keats  গ। wordsworth ঘ। shakespeare

27। ‘Edmund Burke’ belongs to–?

ক। 16th century খ। 17th century গ। 18th century@ ঘ। 19th century

2৮। ‘A preface to shakespeare’ is written by?

ক। John dryden  খ। shakespeare  গ। Geothe  ঘ। dr.samuel johnson@

29। ‘Fools rush in where angels fear to tread’এটি কার উক্তি

 ক। John wycliff খ। Geoffrey Chaucer গ। Shakespeare ঘ। Alexander pope@ 

30। Which one is the nobel of Samuel Richardson? ক। Pamela@ খ। An essay on man  গ। A grammar of politics ঘ। Ivanhoe(sir walter scott)

3১। ‘Reimburse’ শব্দের সঠিক বাংলা অর্থ কী? ক। অনিচ্ছুক খ। ফেরত দেয়া@  গ। বিদ্রোহ করা ঘ। বিরত থাকা

32। ‘Rigorous’শব্দের সঠিক বাংলা অর্থ কী? ক। দুর্দশাগ্রস্থ  খ। গ্রাম্য গ।  সম্মান করা  ঘ। অত্যন্ত কঠোর@

৩৩।‘একগুঁয়ে’শব্দের সঠিক ইংরেজি কোনটি ? ক।  Suspicious খ। Swear  গ।  Stubborn@  ঘ।  stripe

৩৪। ‘Shield’ এর সঠিক বাংলা অর্থ কোনটি? ক। রক্ষা করা খ। নিরাপদ রাখা  গ। নিঃশব্দ  ঘ। ক+খ@

৩৫। ‘Trip’ শব্দের সঠিক ইংরেজি কোনটি? ক। চমৎকার খ। প্রধানত গ। ভ্রমন@ ঘ। প্রশংসা

৩৬। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাস কে কী বলে? ক। আকাঙ্ক্ষা  খ। আসত্তি@  গ। যোগ্যতা ঘ। বাহুল্যতা

৩৭। ‘তাজা মাছ’ এখানে ‘তাজা’ কী অর্থে বিশেষণ? ক। অংশবাচক খ। অবস্থাবাচক@  গ। গুনবাচকঘ। প্রশ্নবাচক

৩৮। ‘ঐ’কোন ধরণের সর্বনাম? ক। সামীপ্যবাচক খ। দূরত্ববাচক@ গ। সাকুল্যবাচক ঘ। অন্যাদিবাচক

৩৯। ‘ওগো’আজ তোরা যাস নে ঘরের বাহিরে? ক।  সম্বোধন@খ। সম্ভাবনা  গ।সমর্থনসূচক  ঘ। উচ্ছাস

৪০। বেশ এক ঘুম ঘুমিয়েছি। এখানে ‘ঘুম’ কোন ধরণের কর্ম? ক। দ্বিকর্মক ক্রিয়া খ। সমধাতুজ কর্ম@ গ। সকর্মক ঘ। অকর্মক

৪১। তিনটি কোণ দেয়া থাকলে যে ত্রিভুজ আঁকা যায়,তাদের কি ত্রিভুজ বলে?

ক। সর্বসম খ। সমান গ। সদৃশ@ ঘ। সবগুলো

৪২। ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে ?

ক। ৩: 1  খ। ২:1@  গ। 1:2  ঘ। 3:2

৪৩। একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের 80 ডিগ্রি হলে, বহিঃস্থ কোণের পরিমাণ কত?

ক।  50 খ। 120  গ। 130@  ঘ। 80

৪৪।  কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান হলে ত্রিভুজটি হবে–? ক।সমকোণী@ খ।সূক্ষকোণী  গ। সমবাহু ত্রিভুজ ঘ। স্থূলকোণী ত্রিভুজ   

৪৫। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার ঐ দুটি বাহুর দৈর্ঘ্য কত? ক। ৬ ও ৮ খ। ৮ ও ৯  গ। ৯ ও ১১  ঘ। ৯ ও ১২@

https://youtu.be/qsJ1K28NP6g

৪৬। . দুইটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কত? ক। ১০ ও ১৬@ খ। ১০ ও ১৮   গ। ১২ ও ১৬ ঘ।  ১০ ও ২০

৪৭। লাল, হলুদ ও সাদা রং এর তিনটি বলের মধ্যে লাল ও হলুদ বলের ওজনের অনুপাত ৫ : ৬। হলুদ ও সাদা বলের ওজনের অনুপাত ৫ : ৪ হলুদ বলের ওজন ১৮০ গ্রাম হলে সাদা ও লাল বলের ওজনের অনুপাত নির্ণয় কর?

ক।২৪:২৬ খ। ২৪:২৫@  গ। ২০:২৫ ঘ। ২৫:৩০

৪৮ । কোন অনুপাতের উভয় পদের সাথে ১ যোগ করলে অনুপাতটি ৩:৪ এবং উভয় পদ থেকে ১ বিয়োগ করলে অনুপাতটি ২:৩ হবে? ক। ২:৫  খ। ৪:৯  গ। ৫:৭@  ঘ। ৬:১১ 

৪৯। ৬৪ কি.গ্রা. বালি ও পাথরের টুকরার মিশ্রনে বালি পরিমান ২৫% । কত কি.গ্রা. বালি মেশালে নতুন মিশ্রনে পাথরের টুকরার পরিমান ৪০% হবে ? ক। ৪৪ খ। ৪৮ গ। ৬৬ ঘ। ৫৬@  

৫০। চারটি সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুনফল ৪৮ হলে মধ্য রাশিদ্বয়ের গুনফল কত? ক। ৪৪ খ। ৪৬  গ। ৪৮@  ঘ। ৮৪ (A*D=B*C)

Exit mobile version