মহামারী করোনা ভাইরাসের (Covid-19) প্রাদুর্ভাবের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
নভেল করোনাভাইরাসের (Covid-19)প্রাদুর্ভাবের জন্য বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে,শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে, এছাড়াও স্কুল পর্যায়ের পরীক্ষা ও সরাসরি হচ্ছে না। করোনা ভাইরাসের প্রভাবে স্রারা বিশ্বের মানুষই আজ ঝুঁকি মধ্যে রয়েছে।ইউরোপের অনেক দেশেই আবার নতুন করে লক ডাউন দিচ্ছে এই করোনা ভাইরাসের বিস্তারিত ঠেকানোর জন্য।
বাংলাদেশে গত ৮ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এ ভাইরাসের বিস্তার রোধে ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।সর্বশেষ এই স্কুল কলেজ ছুটির মেয়াদ ১৪ ই নভেম্বর পর্যন্ত ছিল। এই ছুটিকে আবার বর্ধিত করে ডিসেম্বরের ১৯ তারিখ করা হয়েছে।