সুফিয়া কামালের জীবন বৃত্তান্তঃ
সুফিয়া কামাল কবে জন্মগ্রহণ করেন?
১৯১১ সালের ২০শে জুন
কবি সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
বরিশালের শায়েস্তাবাদে
তার পৈতৃক নিবাস কোথায়?
কুমিল্লায়
কবি সুফিয়া কামাল কে কি বলা হয়?
জননী সাহসিকা
তিনি মূলত কী হিসেবে পরিচিত?
কবি
সুফিয়া কামালের রচিত প্রথম গল্পের নাম কি?
সৈনিক বধূ (১৯২৩)
সুফিয়া কামালের রচিত প্রথম গল্প ‘সৈনিক বধূ’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
বরিশালের “তরুণ” পত্রিকায়
কার অনুপ্রেরণায় তিনি অভিজাত পোশাকের পরিবর্তে চরকায় কাটা সুতোর শাড়ি পরিধান আরম্ভ করেন?
মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায়
সুফিয়া কামালের প্রথম কাব্য ‘ সাঁঝের মায়া’র (১৯৩৮) মুখবন্ধ লিখেন কে?
কবি কাজী নজরুল ইসলাম
সুফিয়া কামাল কোন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন?
বেগম পত্রিকা (১৯৪৭)
সুফিয়া কামাল ১৯৫৬ সালে কী নামে শিশুদের সংগঠন প্রতিষ্ঠা করেন?
কচিকাঁচার মেলা
কোন মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন ও নেতৃত্বদেন?
মহিলা সংগ্রাম পরিষদ (১৯৬৯)
মহিলা সংগ্রাম পরিষদ এর বর্তমান নাম কি?
বাংলাদেশ মহিলা পরিষদ
তার রচিত ও প্রকাশিত কবিতা গুলির নাম–
সাঁঝের মায়া
মায়া কাজল
উদাত্ত পৃথিবী
মন ও জীবন
অভিযাত্রিক
মোর যাদুদের সমাধি পরে
সুফিয়া কামালের একমাত্র গল্প —
কেয়ার কাঁটা
সুফিয়া কামালের শিশুতোষমূলক গ্রন্থ–
ইতল বিতল
নওল কিশোরের দরবারে
সুফিয়া কামালের আত্মজীবনীমূলক গ্রন্থ–
একালে আমাদের কাল (১৯৮৮)
সুফিয়া কামালের রচিত একমাত্র ডায়েরি–
একাত্তরের ডায়েরি (১৯৮৯)
তিনি কোন ধরনের কবি?
রবীন্দ্রকাব্য ধারার গীতিকবিতা রচয়িতা
সুফিয়া কামাল কি কি পুরস্কার লাভ করেন?
বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, বেগম রোকেয়া পদক (১৯৯৬) ,স্বাধীনতা পুরস্কার (১৯৯৭)
সুফিয়া কামাল কবে মৃত্যুবরণ করেন?
১৯৯৯ সালের ২০শে নভেম্বর (ঢাকায়)
সুকান্ত ভট্টাচার্যের জীবন বৃত্তান্ত
সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন?
১৯২৬ সালে
সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন?
কালীঘাট, কলকাতা
তার পৈতৃক নিবাস কোথায়?
কোটালীপাড়া গোপালগঞ্জ
সুকান্ত ভট্টাচার্য কে কি বলা হয়?
কিশোর কবি
তার কবিতায় কোন দিকটি বলিষ্ঠভাবে প্রকাশ পায়?
শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের হুঙ্কার
সুকান্ত ভট্টাচার্য কী উপলক্ষ্য করে ‘আকাল’ সাহিত্য
সংকলন সম্পাদনা করেন?
পঞ্চাশের মন্বন্তর
“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার” –এ উক্তিটি কে বলেছেন?
কবি সুকান্ত ভট্টাচার্য
সুকান্ত ভট্টাচার্যের রচিত গ্রন্থের নাম—
ছাড়পত্র (১৯৪৭)
ঘুম নেই
পূর্বাভাস
অভিযান
হরতাল
গীতিগুচ্ছ
কবি সুকান্তের জীবিতাবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থের নাম কি?
আকাল (১৯৪৩)
সুকান্ত কত বছর বয়সে ও কিভাবে মারা যান?
২০ বছর ৯ মাস বয়সে, যক্ষ্মারোগে
সুকান্ত ভট্টাচার্য কত তারিখে মৃত্যুবরণ করেন?
১৯৪৭ সালে