Article কাকে বলে? কত প্রকার ও কি কি?
Article বা পদাশ্রিত নির্দেশক সাধারণ Noun এর পূর্বে বসে এবং কিছু ক্ষেত্রে Adjective বা Adverb এর পূর্বে বসে। A, An, The হচ্ছে Article. Part of speech হিসাবে এগুলো Adjective এ অন্তর্ভুক্ত।
There are two types of Articles । Article এর ব্যবহার
1. Definite Article – The
2. Indefinite Article – a, an.
★Noun কে নির্দিষ্ট করে বুঝালে Definite Article ‘ The ‘ ব্যবহৃত হয়।
The doctor came here.
The girl is beautiful.
আর Noun কে অনির্দিষ্ট করে বুঝালে Indefinite Article a, an ব্যবহৃত হয়।
He is a teacher.
My father is an engineer.
সাধারণত শব্দের এর শুরুতে consonant থাকলে তাদের পূর্বে a বসে আর শব্দের শুরুতে vowel থাকলে তাদের পূর্বে an বসে।
uses of indefinite article with examples
a an এর ব্যবহার
Rule – 1
শব্দের শুরুতে যদি U থাকে এবং U এর উচ্চারণ যদি ‘ইউ ‘ হয় তাহলে vowel হওয়া স্বত্বেও শব্দের পূর্বে an এর পরিবর্তে a বসে।
Example:
Tasin is an unfortunate boy.
The basket has an egg.
Rule – 2
সাধারণত O দ্বারা গঠিত শব্দের পূর্বে an বসে কিন্তু O এর উচ্চারণ যদি ‘ ওয়া ‘ হয় তাহলে an এর পরিবর্তে a বসে।
Example:
A one-dollar note.
Rule- 3
কোন শব্দের প্রথম অক্ষর h হলে এবং এর উচ্চারণ ‘ হ ‘ না হয়ে ‘ ও ‘ হয় তাহলে শব্দটির পূর্বে an বসে।
Example:
She is an honest girl.
An hour ago.
Rule- 4
Abbreviated word বা শব্দ সংক্ষেপ শব্দের উচ্চারণ যদি consonant হয় তাহলে a বসে আর vowel হলে an বসে।
★নিম্নে যেসকল শব্দ সংক্ষেপ শেষে an বসে।
an M.A
an M.P
an M.B.B.S
an S.P
an L.L.B
an F.C.P.S
an F.R.C.S
★ নিম্নের যেসকল শব্দ সংক্ষেপ শেষ a বসে।
a D.C
a B.A
a B.sc
a P. hd
Example:
My father is an M.B.B.S doctor in Zila hospital.
Rule- 5
প্রথমবার উল্লেখিত ব্যক্তি বা বস্তু পূর্বে a, an বসে।
Example:
I saw a car at my house.
Rule- 6
সংখ্যাবাচক one এর পরিবর্তে a/an বসে।
One year – a year
One orange – an orange
Rule- 7
Couple, dozen, hundred, thousand, million, score ইত্যাদি সংখ্যাবাচক শব্দের পূর্বে a বসে।
Example:
A thousand people protest government rule.
I have a/one thousand tk.
Rule- 8
Each এবং per অর্থে a/an বসে।
Example:
He earns one thousand tk per/each day.
Rule- 9
Abstract noun যখন Common noun হিসাবে ব্যবহৃত হয়। তখন তার পূর্বে a/an বসে।
Example:
Daina was a beauty.
Rule- 10
Superlative sentence এ যখন most বলতে খুব বেশি বুঝায় তখন the এর পরিবর্তে a বসে।
Example:
He is a most wonderful girl.
The car is a most expensive car.
Rule- 11
এক জাতি বা একই জাতীয় সকলকে বুঝাতে singular noun এর পূর্বে a/an বসে।
A rose is red.
A child needs milk.
Rule- 12
Few, little, great, lot of, good deal এগুলো পূর্বে পরে a/an বসে।
Example:
He has a few books about psychological.
Kazi Nazrul Islam was a great writer.
Rule- 13
Half পূর্ণ সংখ্যা পরে বসলে এর পূর্বে a বসে।
Example:
They want one and a half share.
Rule- 14
Price, ratio, speed ইত্যাদি প্রকাশে a/an ব্যবহার করা হয়।
Example:
The driver drives the bus 70 kilometres an hour.
Rule- 15
Headache, cough, cold, temper, raze, hurry, interest ইত্যাদি পূর্বে গঠন গত ভাবে a/ an বসে।
It was an interesting movie.
He had a headache.
Rule- 16
একাধিক Adjective একই ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ প্রকাশ করলে প্রথম Adjective এর সাথে a/an ব্যবহৃত হয়।
Example:
He had a red and blue car.
Neha buys a pink and yellow color Shari.
★যদি বিভিন্ন ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে উভয় Adjective সাথে Article a/an বসবে।
Rule- 17
Adjective এর পূর্বে so অথবা too থাকলে তখন Adjective পরে a/an বসে।
Example:
A bus is so useful a vehicle in high road.
Rule- 18
Many, What, Half, Rather, But, How, Quiet, এবং Such এর পর Singular common noun ব্যবহৃত হলে তার পূর্বে a/an বসে।
Example:
It is rather a beautiful task.
Rule- 19
তুলনা বুঝাতে দুইটি Noun যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে প্রথম Noun টি পর্বে a/an বসবে।
Example:
He is a writer and teacher.
★ যদি বিভিন্ন ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে উভয় Noun সাথে Article a/an বসবে।
Rule – 20
কারো সৃষ্টি বা তৈরি কোন কিছুর নামের আগে Article a/an ব্যবহৃত হয়।
Example:
He is reading a Nazrul poetry book.
uses of definite article with examples
the এর ব্যবহার
Rule-1
নিদিষ্ট করে এক বা একাধিক বস্তুকে বুঝাতে Article এ the ব্যবহৃত হয়।
Example:
The man goes to Dhaka.
The girl is beautiful.
Rule-2
Nationality প্রকাশে the ব্যবহৃত হয়।
Example:
The Bangladeshi people have patriotism.
Rule- 3
সমগ্র জাতিকে বুঝাতে singular noun এর পূর্বে the বসে।
Example:
The poor are happy.
The rich are not always happy.
The dog is a beneficial animal.
Rule-4
পর্বতশ্রেণী, মহাকাব্য, দ্বীপপুজ্ঞ, ঝতু, বিখ্যাত অট্টালিকা, র্ধমগ্রন্থ, সংবাদপত্র, ট্রেন, বিমান, জাহাজ, সাগর, মহাসাগর, নদী নামের পূর্বে the ব্যবহৃত হয়।
The Taj Mahal is a famous place.
The winter morning is beautiful.
The Bay of Bangla is the world largest sea beach.
Rule- 5
সূর্য, তারা, আকাশ, চন্দ্র, দিক, ঐতিহাসিক ঘটনা, তারিখ ইত্যাদি আগে the বসে।
Example:
The 16th of December is Victory day.
The sun is bright in the sunshine day.
Rule- 6
Superlative শব্দের পূর্ব the বসে।
Example:
Bangladesh is the most famous country in South Asia.
India is the biggest country in South Asia.
Rule- 7
Mumps, measles, gout ইত্যাদি রোগের নামের পূর্বে the ব্যবহৃত হয়।
Example:
The measles is not a dangerous disease.
Rule- 8
যেসকল Noun প্রকৃতিতে একটি মাত্র বিরাজ করে।সে-সকল Noun এর আগে the ব্যবহৃত হয়।
Example:
The moon is always fascinated by all.
The mars are saliva planet
Rule- 9
Material আর Abstract noun নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে the ব্যবহৃত হয়।
Example:
The book of library is a store of knowledge.
The gold of South Africa is pure.
Rule- 10
Numerical word পূর্বে the ব্যবহৃত হয়।
Example:
I am the second boy in the class.
Rule- 11
Road এর পূর্বে the বসে কিন্তু street আর Avenue পূর্বে কোন Article বসে না।।
Example:
I am waiting for you on the Chittagong road.
He brought the picture from Bangabandhu Avenue.
Rule- 12
দেশের শব্দ সংক্ষেপ এর আগে the বসে।
Example:
The UK (United Kingdom)
omission of articles bangla
Rule- 1
Material Noun ও Proper Noun নিদিষ্ট করে না বুঝালে তাদের পূর্বে Article বসে না।
Example:
Chittagong is a big city in Bangladesh.
Gold is an expensive metal.
Rule- 2
Abstract noun এর পূর্বে Article ব্যবহার হয় না।
Example:
Kindness is a merciful thing.
Rule- 3
যদি সমগ্র জাতি বুঝাতে plural noun এর ব্যবহার হয় তাহলে এর পূর্বে Article হয় না।
Dogs is a beneficial animal.
Rule-4
Noun কোন পদবি দ্বারা বিবেচিত হলে তার পূর্ব Article বসে না।
Example:
Princess Diana was a beautiful lady.
Rule- 5
সাধারণত কিছু রোগের পূর্বে Article ব্যবহার হলেও মূলত রোগের পূর্বে Article এর ব্যবহার হবে না। Fever, Cholera, Aids.
Example:
He has suffered from fever.
Rule- 6
পর্বতমালা ও দীপপুঞ্জ আগে the বসলেও একটি মাত্র পর্বত, দ্বীপ ও হ্রদের নামে the বসে না।
Example:
Hakaluki Haor is bounded by the Kushiara river.
Rule- 7
Select, elect, nominate, make, choose, appoint, crown এসকল verb এর complement এর পূর্বে Article বসে না।
Example:
Md. Hossain was selected, captain.
Rule- 8
কোন ভাষার নামের পূর্বে Article বসে না।
Example:
He spoke in English language.
Rule- 9
লেখকের নাম দ্বারা বই বুঝালে তার আগে Article বসে না।
Example:
I have read Al Mahmud’s Sonali Kabin.
Rule- 10
খেলার নামের পূর্বে Article বসে না।
Example:
He is playing football.
I like to play cricket.
Rule – 11
খবার সংক্রান্ত নাম পূর্বে Article বসে না।
Incorrect: The launch is ready.
Correct: Launch is ready.
Rule – 12
মাসের এবং দিনের নামের আগে Article বসে না।
Incorrect: The Friday is a holiday.
Correct: Friday is a hoilday.
Exercise
★ He made __ few mistakes.
a. an b. the c. a. d. no article
Answer: a
★ ___ Aids virus infection in is incurable.
a. an b. one c. no article d. the
Answer: c
★ He is _____ European.
a. the b. a c. an d. none of them.
Answer: b
★ He is M.A in English.
a. a b. an c. the d. no article
Answer: b
★ I see you are ___ Wordsworth.
a. a b. an c. the d. noun.
Answer: a
Judge Yourself- Model Test
1. I don’t have………. spare time these days.
a.many b.much c.some d.more
2. I still have………money in my pocket. a. a little b.many c.few d.a few
3.There’s….. dust on these books. Fetch me a duster.
a) a lot of b.lots of c.a good deal of d.plenty of
4……….Lake chilka is in orissa. a)the b)a c)an d)x
5.people all over the world are starving………
a.greater in number b.more numerously c.in more number d.in greater number
6.At last the beast in him got……upper hand. a.the b.a c.an d.none
7………Mount everest is the highest peak in the Himalayas.
a.a b.an c.the d. none
8.The dress was designed by……famous Italian artist. a. a b.an c.the d.one
9.You are…….. Nazrul,I see. a.no article b. a c.an d.the
10.The newspaper reports inform that women drivers have………accidents than men.
a.less b.lower c.least d.fewer
Ans- ১। খ ২। ক ৩। ক ৪।ঘ ৫। ঘ ৬। ক ৭। ঘ ৮। ক ৯। খ ১০। ঘ