Site icon Grand learning School

bgb job circular 2020 বিজিবি তে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি

bgb job circular

bgb job circular

Are you looking for bgb job circular 2020, Border Guard Bangladesh or bgb.gov.bd apply, bgb admit card or bgb.teletalk.com.bd application form and bgb online apply 2020 ,yes you will get this information from here.

সীমান্তের অতন্দ্র প্রহরী bgb job circular

বর্ডার গার্ড বাংলাদেশ যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হোন

বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে ৯৬ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি

১। শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়সঃ-bgb job circular

ক্রমিক বিবরণ শর্তাবলী
শিক্ষাগত যোগ্যতা এসএসসি / সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কম পক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)। * ৯৬ তম রিক্রুট ব্যাচে বিজিবিতে সিপাহী (জিডি) পদে ভর্তির জন্য ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীগণও এসএমএস  এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে ভর্তি পরীক্ষাযে যে সকল প্রার্থী যোগ্য বিবেচিত হবে তাদের এইসএসসি / সমমান পরীক্ষারসনদে জিপিএ ২.৫০ এর নীচে হলে নিয়োগ আদেশ বাতিল করা হবে।
বেতন স্কেল জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০ – ২১,৮০০/- টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।
বয়স ০৩ – ০১ – ২০২১ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছর (জন্ম তারিখ ০৪ – ০১ – ১৯৯৮ হতে ০৩ – ০১ – ২০০৩ এর মধ্যে হতে হবে) । বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ যোগ্য নয় (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)

২। শারীরিক যোগ্যতাঃ-bgb job circular

ক্রমিক বিবরণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে
উচ্চতা ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) উপজাতীয়দের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) উপজাতীয়দের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)
ওজন ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) উপজাতীয়দের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) উপজাতীয়দের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)
বুকের মাপ স্বাভাবিক ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি) স্ফীত ৮৬.৩৪ সেঃ মিঃ (৩৪ ইঞ্চি) উপজাতীয়দের ক্ষেত্রে স্বাভাবিক ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) স্ফীত ৮৬.৩৪ সেঃ মিঃ (৩৪ ইঞ্চি) স্বাভাবিক ৭১.১২ সেঃ মিঃ (২৮ ইঞ্চি) স্ফীত ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি)
দৃষ্টিশক্তি ৬ / ৬ ৬ / ৬

৩। বৈবাহিক অবস্থাঃ- (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে) ।

অত্র বাহিনীর জনবল হ্রাস / বৃদ্ধির উপর ভিত্তি করে মহা – পরিচালক মহোদয় (নিয়োগকারী কর্তৃপক্ষ) জেলা কোটা কম বা বেশী করার ক্ষমতা সংরক্ষণ করেন।

ভর্তির তারিখ স্থানঃ এসএমএস (SMS) এর মাধ্যমে জানানো হবে।

৬। জেলা কোটাঃ- সকল জেলাসমূহ হতে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। ভর্তি কোটার সংখ্যা সীমিত।

রেজিষ্ট্রেশনঃ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ১ ও ২ অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী ১৬ ই জুন ২০২০ তারিখ ১০.০০ ঘটিকা হতে ২৭ জুন ২০২০ তারিখ ২৪.০০ ঘটিকা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোনথেকে ইংরেজিতে এসএমএস (SMS) প্রেরণ এর মাধ্যমে আগ্রহী প্রার্থীগণ রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

. এসএমএস (SMS) এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করার নিয়ম কানুনঃ

* বর্ডার গার্ড বাংলাদেশ ও সিপাহী (জিডি) পদে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি ইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীগণ টেলিটকের প্রিপেইড মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে প্রেরণ করুনঃ-

BGB  <space> HSC PASS YEAR <space> HSC BOARD KEYWOARD <space> HSC ROLL  <space> SSC PASS YEAR  <space> SSC BOARD KEYWORD <space> SSC ROLL <space> HOME DISTRICT CODE <space> UPAZILLA NAME  SEND TO 16222

* উদাহরণঃ BGB 2018 DHA 236098 2016 DHA 405698 40 MIRPUR  SEND TO 16222

* বর্ডার গার্ড বাংলাদেশ ও সিপাহী (জিডি) পদে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২০ এইচএসসি বা সমমান পরীক্ষার্থী ভর্তি ইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীগণ টেলিটকের প্রিপেইড মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে প্রেরণ করুনঃ-

* উদাহরণঃ BGB <space> HSC EXAMINATION YEAR <space> HSC BOARD KEYWORD  <space> SSC PASS YEAR <space> SSC BOARD KEYWORD <space> SSC ROLL  <space> HOME DISTRICT CODE <space> UPAZILLA NAME  SEND TO 16222

* প্রার্থীদের এসএমএস (SMS) প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাইকরেযোগ্য প্রার্থীদেরকে একটি পিন (PIN) নম্বর সম্বলিত এসএমএস (SMS) টেলিটক নম্বরে প্রেরণ করা হবে। অযোগ্য প্রার্থীদের অযোগ্যতার কারণ এসএমএস (SMS) এ উল্লেখ থাকবে।

* যোগ্য প্রার্থীদের পিন (PIN) নম্বর প্রাপ্তির পর ১৫০.০০ টাকা আবেদন ফি প্রদান করতে ইচ্ছুক হলে পুনরায় টেলিটক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নবর্ণিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে ঃ

BGB <space> YES <space> PIN NUMBER <space> CONTACT MOBILE NUMBER (any mobile operator)  SEND TO 16222

উদাহরণঃ BGB YES 96409812 01XXXXXXXXX  SEND TO 16222

* ভর্তি কার্যক্রম এর ফি বাবদ ১৫০.০০ টাকা আবেদন ফি কর্তন করা হবে বিধায় দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে টেলিটকের প্রিপেইড মোবাইলের ব্যালেন্স এসএমএস (SMS) প্রেরণ চার্জসহ নূন্যতম ১৬০.০০ টাকা থাকা আবশ্যক। দ্বিতীয়বার এসএমএস (SMS) প্রাপ্তির পর প্রার্থীদেরকে রেজিষ্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন এসএমএস (SMS) টেলিটক ও প্রার্থীর নিজস্ব মোবাইলে প্রেরণ করা হবে।

* ভর্তি পরীক্ষায় রেজিষ্টেশন নম্বর হারিয়ে / ভূলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে টেলিটক প্রিপেইড মোবইল হতে ১৬২২২ নম্বরে প্রেরণ করুনঃ-

BGB <space> SOLDIER <space> HELP <space> SSC BOARD KEYWORD <space> SSC ROLL  <space> PASSING YEAR <space> HOME DISTRICT CODE <space> UPAZILLA NAME  SEND TO 16222

* উদাহরণঃBGB SOLDIER HELP DHA 405698 2012 40 MIRPUR  SEND TO 16222

* শুধুমাত্র কনফার্মেশন মেসেজ প্রাপ্ত প্রার্থীগণের এসএমএস (SMS) এ সরবরাহকৃত নিজস্ব মোবাইল নম্বরে পরবর্তীতে BGB এর গ্রামীণ, রবি অথবা টেলিটক নম্বর (০১৭২৯-০২৪৮৪৮, ০১৮৪৭-১৬৯৭৭৭ অথবা ০১৫৫২-১৪৬১৫০) এর মাধ্যমে পরীক্ষার স্থান, তারিখ ও অন্যান্য তথ্যাদি জানিয়ে এসএমএস (SMS) করা হবে।

* পরীক্ষায় উপস্থিত হওয়ার তারিখ ও সময় সম্বলিত মেসেজ মুছে / ভূলে গেলে যে কোনটেলিটক নাম্বার থেকে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে প্রেরণ করুনঃ-

BGB <space> SOLDIER <space> HELP <space> ROLL <space> 96GD – 010001  SEND TO 16222

উদাহরণঃ BGB SOLDIER HELP ROLL 96GD-010001  SEND TO 16222

* ফি জমা দেওয়ার পর আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে। একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না।

bgb job circular Application Time – 16th june to 27 june

Apply here- www.bgb.gov.bd

Download full bgb job circular 2020

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন বিস্তারিত

Exit mobile version