bcs preparation: Computer Operating System – part 04

100 computer questions and answers
computer operating system । computer question and answer pdf

*কম্পিউটার অপারেটিং সিস্টেম(Computer Operating System)

১.যদি একটি হার্ড ডিস্কের জন্য একাধিক রিসাইকেল বিন(Recycle bin)থাকে তবে-

ক.পুনরায় ব্যবহারযোগ্য রিসাইকেল বিন (Recycle bin) এর জন্য বিভিন্ন আকার নির্ধারণ করতে পারবেন

খ.আপনার মুছে ফেলা ফাইলটি জমা করতে কোন রিসাইকেল বিন(Recycle bin) টি ব্যাবহার করতে হবে তা বেছে নিতে পারবেন

গ.আপনি তাদের যেকোনোটিকে পুনরায় ব্যবহারযোগ্য ডিফল্ট (Default)  বিন হিসেবে তৈরি করতে পারবেন

ঘ.উপরের কোনোটিই নয়

উত্তরঃ ক.পুনরায় ব্যবহারযোগ্য রিসাইকেল বিন (Recycle bin) এর জন্য বিভিন্ন আকার নির্ধারণ করতে পারবেন

২.নিচের কোন উক্তিটি সত্য নয়?

ক.মুছে ফেলা ফাইল গুলো রিসাইকেল বিনে খুঁজে পাবেন

খ.প্রয়োজনে যেকোনো ফাইল রিসাইকেল বিন হতে পুনরায় পেতে পারেন।

গ.ডিস্কের ফাঁকা স্থান বাড়াতে রিসাইকেল বিনে ফাইল প্রেরণ করতে পারেন

ঘ.একবারে রিসাইকেল বিন পরিষ্কার করতে মাউসের ডান বাটন ক্লিক করতে পারেন এবং খালি রিসাইকেল বিনটি বেছে নিতে পারেন।

উত্তরঃ গ.ডিস্কের ফাঁকা স্থান বাড়াতে রিসাইকেল বিনে ফাইল প্রেরণ করতে পারেন

৩.যদি দেখানো সিস্টেমের সময় ও তারিখ ভুল হয় তবে পুনরায় সেট করতে ব্যবহার করতে হবে

ক.Write

খ.Calendar

গ.Write file

ঘ.Control panel

উত্তরঃ ঘ.Control panel

৪.Which one of the following is not a function of an operating system (OS)

ক.Manage hardware devices

খ.provide a user interface

গ.Run Program

ঘ. Copy files from the network automatically

উত্তরঃঘ. Copy files from the network automatically

৫.নিচের কোনটির মাধ্যমে “WWW” (World Wide Web) আদর্শায়িত হচ্ছে?

ক.Worldwide Corporation

খ.W3C

গ.World Wide Consortium

ঘ.World Wide Web Standard

উত্তরঃ খ.W3C

৬.Co-processor  is…..

ক.Relatively easy to support in software

খ.Working for all processors to function equally

গ.Can works with any application

ঘ.quite common in modern computer

উত্তরঃ ক.Relatively easy to support in software

৭.মাইক্রোসফট উইন্ডোজ হলো-

ক.একটি অপারেটিং সিস্টেম

খ.গ্রাফিক প্রোগ্রাম

গ.ওয়ার্ড প্রসেসিং

ঘ.ডাটাবেজ প্রোগ্রাম

উত্তরঃ ক.একটি অপারেটিং সিস্টেম

৮.নিচের কোনটি “প্রোগ্রাম গ্রুপ”?

ক.Accessories

খ.paint

গ.Word

ঘ.All of them

উত্তরঃ ক.Accessories

৯.নিচের কোনটি অ্যাপ্লিকেশন (Application Software) সফটওয়্যার নয়?

ক.Windows NT

খ.Page Maker

গ.WinWord XP

ঘ.Photoshop

উত্তরঃ ক.Windows NT

১০.নিচের কোন ফাইলটি বড় ধরনের ফাইলকে ছোট ফাইলে সংকুচিত করে?

ক.Win zip

খ.win shrink

গ.Win style

ঘ.All of them

উত্তরঃ ক.Win zip

১১.নিচের কোনটি “Real time operating system” এর উদাহরণ?

ক.Lynx

খ.MS DOS

গ.Windows XP

ঘ.Process Control

উত্তরঃ ঘ.Process Control

১২.নিচের কোন অপারেটিং সিস্টেমটি সত্যিকার অর্থে মাল্টিটাস্কিং(ইন্টারনেট ব্রাউজার ও ওয়ার্ড প্রসেসর সচল রাখে) বাস্তবায়ন করেনা?

ক.Windows 98

খ.Windows NT

গ.Windows XP

ঘ.MS Dos

উত্তরঃ ঘ.MS Dos

১৩.নিম্নলিখিত উইন্ডোজ গুলোর মধ্যে কোনটি ৬৪ বিট প্রসেসসিং করতে সাহায্য করে?

ক.Windows 98

খ.Windows 2000

গ.Windows XP

ঘ.Windows 95

উত্তরঃ গ.Windows XP

১৪.কম্পিউটার বুট হওয়ার পরে এবং“GUI” (Graphical User Interface) লোড করার পরে কোন প্রোগ্রামটি প্রথমে চলে?

ক.Desktop Manager

খ.File Manager

গ.Windows explorer

ঘ.Authentication

উত্তরঃ ঘ.Authentication

১৫. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে রুপ দিতে নিচের কোন অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যেতে পারে?

ক.MS DOS

খ.Windows

গ.Windows 98

ঘ.Windows 2000

উত্তরঃ ঘ.Windows 2000

১৬.”My Computer” টি চালু হয়েছিলো-

ক.Windows 3.1

খ.Windows 3.11

গ.Windows 95

ঘ.windows 98

উত্তরঃ গ.Windows 95

১৭.নিচের কোন উইন্ডোজটির কোন স্টার্ট বাটন নেই?

ক.Windows Vista

খ.Windows 7

গ.Windows 8

ঘ.None of them

উত্তরঃ গ.Windows 8

১৮.The latest version of Ms Windows-

ক.windows 2007

খ.Windows 8.1

গ.windows 2008

ঘ.Windows 10

উত্তরঃ ঘ.Windows 10

১৯.কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কিং সমর্থন করে না কোন অপারেটিং সিস্টেমটি?

ক.Windows 3.1

খ.Windows 95

গ.Windows 2000

ঘ.Windows NT

উত্তরঃ ক.Windows 3.1

২০.নিচের কোনটি একই সময়ে একটির বেশি প্রোগ্রাম সরবরাহ করেনা?

ক.DOS

খ.Linux

গ.Windows

ঘ.Unix

উত্তরঃ ক.DOS

২১.নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?

ক.DOS

খ.Linux

গ.Windows

ঘ.Oracle

উত্তরঃ ঘ.Oracle

২২.”Linux” is a/an operating system-

ক.Open Source

খ.Microsoft

গ.Windows

ঘ.Mac

উত্তরঃক.Open Source

২৩.নিচের কোন অপারেটিং সিস্টেমটিকে “সবচেয়ে ছোট ফাইল” হিসেবে নাম দেওয়া যায়?

ক.Ps/2

খ.Dos

গ.Windows

ঘ.Windows NT

উত্তরঃ খ.Dos

২৪.নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?

ক.P11

খ.OS/2

গ.Windows

ঘ.Unix

উত্তরঃক.P11

২৫. “Sleep” অপশনটি ব্যাবহার করতে হয় যখন-

ক.সারাদিন কাজ করার পর যখন কম্পিউটার ক্লান্ত হয়ে যায়

খ.কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে শীঘ্রই আবার কাজটি শুরু করতে

গ.ঘন ঘন হ্যাং হয়ে যায় এবং কিছু সময়ের জন্য বিশ্রাম দিতে হয়

ঘ.কাজ শেষে উঠে যেতে

উত্তরঃ খ.কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে শীঘ্রই আবার কাজটি শুরু করতে

২৬.কোনটি কম্পিউটারে প্রতিটি ব্যবহারকারীর নাম প্রদর্শন করে?

ক.Wish List Screen

খ.Command Screen

গ.Welcome Screen

ঘ.None of them

উত্তরঃ গ.Welcome Screen

২৭.এদের মধ্যে কোনটি সিস্টেম টুল নয়?

ক.Backup

খ.Disk defragment

গ.virus scanning

ঘ.All of them

উত্তরঃ গ.virus scanning

২৮.DOS(Disk Operating System) এবং এপ্লিকেশনের জন্য বরাদ্দ করা মেমোরিটিকে বলা হয়-

ক.Expanded memory

খ.Cache memory

গ.Virtual Memory

ঘ.Conventional Memory

উত্তরঃঘ.Conventional Memory

২৯.Operating System creates __ from the physical computer

ক.Virtual Space

খ.Virtual Computers

গ.virtual Device

ঘ.None of them

উত্তরঃ খ.Virtual Computers

৩০.একটি ফাইলে প্রবেশ করতে কোন মেনু বারটি ব্যাবহার করা হয়?

ক.Option

খ.help

গ.view

ঘ.none of them

উত্তরঃ ঘ.none of them

৩১.উইন্ডোজ শুরু করার সময় কোন মোড ড্রাইভারের সর্বনিম্ন সেট লোড করে?

ক.Safe mode

খ.Normal Mode

গ.VGA Mode

ঘ.Network Support Mode

উত্তরঃ ক.Safe mode

৩২.নিচের কোনটি “Safe Mode” এ লোড করা হয়?

ক.Keyboard driver

খ.Mouse Driver

গ.VGA Drive

ঘ.All of them

উত্তরঃ ঘ.All of them

৩৩.যেখানে ফাইলগুলি শর্ট করা হয় সেই ডিস্কটির অবস্থান কোথায়?

ক.Folder

খ.Pod

গ.version

ঘ.none of them

উত্তরঃ ক.Folder

৩৪.নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কোন কমান্ডের অতিরিক্ত ফাইল প্রয়োজন?

ক.অভ্যন্তরীণ কমান্ড (Internal Command)

খ.বাহ্যিক কমান্ড (External Command)

গ.মূল্যবান কমান্ড (Valuable Command)

ঘ.প্রাইমারি কমান্ড (প্রাইমারি কমান্ড)

উত্তরঃ খ.বাহ্যিক কমান্ড (External Command)

৩৫.নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার(System Software)?

ক.অপারেটিং সিস্টেম (Operating System)

খ.কম্পাইলার (Complier)

গ.ইউটিলিটি (Utility)

ঘ.উপরের সব (All of avove)

উত্তরঃ ঘ.উপরের সব

৩৬.ব্যবহারকারীর ইন্টারফেস (Interface) যা ব্যবহার করা সহজ তা হচ্ছে-

ক.User-happy

খ.User-simple

গ.User-friendly

ঘ.None of them

উত্তরঃগ.User-friendly

৩৭.এটি একটি ফ্ল্যাশ মেমোরি যা ইউএসবি(USB) পোর্টে প্লাগইন করা হয়।কোনটি?

ক.USB snap drive

খ.USB flash drive

গ.USB memory maker drive

ঘ.None of them

উত্তরঃখ.USB flash drive

৩৮.উইন্ডোজে স্টার্ট বাটন কোন কাজে ব্যবহার করা হয়?

ক.অ্যাপ্লিকেশন রান করতে

খ.ডিভাইস সেট করতে

গ.সিস্টেম বন্ধ করতে

ঘ.উপরের সব

উত্তরঃ ঘ.উপরের সব

৩৯.রেডিও বাটনের ফাংশন কোনটি?

ক.একাধিক অপশন বাছাই করতে

খ.যেকোনো একটি অপশন বাছাই করতে

গ.সবগুলো অপশন বাছাই করতে

ঘ.উপরের সব

উত্তরঃ খ.যেকোনো একটি অপশন বাছাই করতে

৪০.Banker’s algorithm used for-

ক.rectifying deadlock

খ.detecting deadlock

গ.preventing deadlock

ঘ.solving deadlock

উত্তরঃগ.preventing deadlock

৪১.Page faults occurs when

ক.deadlock happens

খ.segmentation starts

গ.page is found in the memory

ঘ. Page can’t found in the memory

উত্তরঃ ঘ. Page can’t found in the memory

৪২.”BIOS” (Basic Input Output System) কোথায় থাকে?

ক.Ram

খ.Rom

গ. The CPU

ঘ.Memory cache

উত্তরঃ খ.Rom

৪৩.নিচের কোনটি ড্রপ ডাউন লিস্ট?

ক.list

খ.combo box

গ.text area

ঘ.None of them

উত্তরঃখ.combo box

৪৪.এইমাত্র মুছে ফেলা ফাইলগুলো কোথায় জমা হয়?

ক.রিসাইকেল বিনে

খ.ডেস্কটপে

গ.টাস্কবারে

ঘ.মাই কম্পিউটারে

উত্তরঃক.রিসাইকেল বিনে

৪৫.কম্পিউটারের তারিখ ও সময় কোথায় থাকে?

ক.টাস্কবারে

খ.স্ট্যাটাস বারে

গ.সিস্টেম ট্রে তে (System tray)

ঘ.প্রবর্তন প্যাডে (launch Pad)

উত্তরঃ গ.সিস্টেম ট্রে তে (System tray)

৪৬.নিচের কোনটি এক্সটার্নাল কমান্ড(external command)?

ক.Edit

খ.Label

গ.Sys

ঘ.All of them

উত্তরঃ ঘ.All of them

৪৭.এক্সটার্নাল কমান্ড নয় কোনটি?

ক.Edit

খ.XCOPY

গ.Sys

ঘ. None of them

উত্তরঃ ঘ. None of them

৪৮.একসাথে অনেকগুলো প্রোগ্রাম চলতে থাকলে তাকে কি বলে?

ক.মাল্টিটাস্কিং

খ.অগ্রভাগ টাস্কিং (foreground tasking)

গ. সিংগেল টাস্কিং

ঘ.ভারসাম্য সংক্রান্ত (Symmetric)

উত্তরঃ ক.মাল্টিটাস্কিং (Multi tasking)

৪৯.”Dial Up connection“ allow

ক.connect ISP(Internet Service Provider)

খ.Internet

গ.server

ঘ.All of them

উত্তরঃ ক.connect ISP(Internet Service Provider)

৫০.নিচের কোনটি সিস্টেম টুল নয়?

ক.Folder

খ.Backup

গ.Scandisk

ঘ.Format

উত্তরঃক.Folder

bcs preparation and for bank exam preparation see part -01

Computer MCQ Questions and Answers in Bangla part 01

bcs preparation and for bank exam preparation see part- 02

Computer MCQ Questions and Answers in Bangla part-02

bcs preparation and for bank exam preparation see part -03

computer number system questions and answers pdf – part-03

4 COMMENTS

Comments are closed.