modal auxiliary verb with bangla meaning

modal auxiliary verbs exercises
modal auxiliary verbs exercises
Modal Auxiliary verbs: modal verb in english grammar

modal auxiliary verb with bangla meaning

Modal Auxiliary verb কার্য সম্পাদন করার জন্য subject এর সক্ষমতা, প্রয়োজনীয়তা, সম্ভাবনা বা ইচ্ছুকতা প্রদর্শন করতে ব্যবহৃত হয়। তারা কিছুটা উপায়ে মূল ক্রিয়াটির অর্থ পরিবর্তন করতে পারে।

অন্যভাবে বলা যায়, সামর্থ্য, সম্ভাবনা, ইচ্ছা এবং প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে  Modal auxiliary verb ব্যবহার করা হয় এবং  এর কাজ হচ্ছে বাক্যের মূল verb কে তার অর্থ প্রকাশে সাহায্য করা। Modal auxiliary verb কে helping verb বা সাহায্যকারী ক্রিয়া হিসেবেও সম্বোধন করা হয়।

modal auxuliary verb bangla

Modal auxiliary verb গুলো হলো Shall, should, can, could, may, might, ought, ought to, used to, need, will, would, must etc.

Example:
Rakib may come home tomorrow.
You should not tell a lie.
You can take the book now.

Modal Auxiliary verb এর বৈশিষ্ট্যঃ

1.Modal auxiliary verb কখনো তাদের form পরিবর্তন করে না। Tense অনুযায়ী s, es বা ies যোগ করে না।

যেমন: He can swim. (Not he cans swim)

2. Not/n’t ব্যবহার করে modal auxiliary verb গুলো sentence-কে সরাসরি না-বোধক করতে পারে।

যেমনঃ I can’t come. (Not I don’t can come)

3. Modal Auxiliary verb অন্যান্য auxiliary verb এর মতই subject-এর আগে বসে inversion এর মাধ্যমই interrogative sentence  তৈরী করে।

যেমনঃ Should he run?


4. Modal Auxiliary verb অন্যান্য কোন verb form ব্যবহার না করে verb-এর মূল form ব্যবহার করে।

যেমনঃ He can walk in the dark. (Not he can to walk in the dark)

5. যা অবশ্যই ঘটবে তার জন্য কখনও Modal ব্যবহৃত হতে পারেনা। তবে God যখন subject হিসেবে বসবে, তখন এই rule প্রযোজ্য হবে না।

যেমনঃ The earth revolves around the sun. (The earth must revolve around the sun-এমনটি হবেনা )

God can make the sun rise in the north. (This kind of sentence applicable when the Almighty is the subject of the sentence)

modal auxiliary verbs exercises Modal verb এর ব্যবহার:

Can এর ব্যবহার


১. যখন সামর্থ্য বুঝায় অর্থাৎ কোন ব্যক্তি বা বস্তু বা প্রানী কতটুকু করতে পারে এরূপ বুঝাতে can ব্যবহার করা হয়।

যেমন:
He can walk ten miles at a time.  সে একবারে দশ মাইল হাঁটতে পারে

২. যখন অনুমতি বুঝায় অর্থাৎ কাউকে কোন কিছু বলতে কিংবা কোন কাজ করতে জিজ্ঞেস করে নেয়া বুঝায়।

Can I sing a song? আমি কি একটি গান গাইতে পারি?
Can I come with you? আমি কি তোমার সাথে আসতে পারি?
৩. যখন সম্ভাবনা বুঝায় বা কোন কাজ করার সম্ভাবনা আছে বুঝায়।
I can go to the museum. আমি যাদুঘরে যেতে পারি।

Can be এর ব্যবহার –

১. যখন কোন ব্যক্তি, বস্তু বা প্রাণী কোন কিছু হতে পারে বুঝায় তখন এটি ব্যবহার করা হয়।
এখানে অবশ্য লক্ষণীয় যে , যা হতে পারে তার গুণাগুণ ঐ ব্যক্তি বা বস্তু বা প্রাণীর মাঝে আছে।

যেমন-

He can be a doctor. সে একজন চিকিৎসক হতে পারে।

You can be modest. তুমি বিনয়ী হতে পার।

২. যখন কেউ কোথাও থাকতে পারে বুঝায়। অর্থাৎ এখানে Can be অর্থ থাকতে পারে বুঝায়।
Manik can be in the college. মানিক কলেজে থাকতে পারে।

আমার বাবা বাজারে থাকতে পারেন। My father can be in the market.


Could Have এর ব্যবহার –

১. যখন কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর কোন কিছু থাকতে পারে এমনটি বুঝায়।
He can have a bicycle. তার একটি বাইসাইকেল থাকতে পারে।
Can he have a bicycle? তার কি একটি বাইসাইকেল থাকতে পারে?

‘may’ এর ব্যবহার:

1. সম্ভাবনা প্রকাশ করতে

যেমনঃ He may come tomorrow. সে আগামীকাল আসতে পারে।

2.  বিনয়ী মতামত প্রকাশ করতে
যেমনঃ May I help you ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি?

3.  বর্তমানে কোনকিছু করার অনুমতি নেয়া বোঝাতে

যেমনঃ May I come in ? আমি কি ভেতরে আসতে পারি?

‘Might’ এর ব্যবহার:

1.সম্ভাবনা (may থেকে কম সম্ভব) প্রকাশ করতে

যেমনঃ He might come today. সে আজকে আসতে পারে

2.  May-এর অতীত রূপ বোঝাতে

যেমনঃ If I finished all the homework, might I go to play earlier?

3.  ইতস্ততভাবে কোনকিছুতে আমন্ত্রণ জানানো

যেমনঃ Might I help the poor men?

‘Must’ এর ব্যবহার:

Must ব্যবহৃত হয়:

1.  জোর এবং প্রয়োজনীয়তা

যেমনঃ You must do the homework.

2. সম্ভাবনা বোঝাতে

যেমনঃ Rehena must be ill.

3.  পরামর্শ, সুপারিশ বোঝাতে

যেমনঃ You must watch science fiction movies.

4. নিষেধ বোঝাতে

যেমনঃ You must not sleep now.

‘Ought to’ এর ব্যবহার:

Ought to ব্যবহৃত হয়:

1. ‘ Ought to ’ হলো should-থেকে অধিক জোরালো এবং must-থেকে অধিক দূর্বল। এটি প্রয়োজনীয়তা, দায়িত্ব ও মানবিক কর্তব্য বোঝাতে ব্যবহৃত হয়

Example:

You ought to sleep every day. (necessity)

You ought to help the poor man. (duty)

You ought to switch off the light when you leave the room. (obligation)

2. পরামর্শ বোঝাতেও ought to ব্যবহৃত হয়
যেমনঃ You ought to be careful while driving .

‘Need’ এর ব্যবহার:

1.  যেসব বক্তব্যে need না বোধক, সেখানে need কে negative করার জন্যে কোন auxiliary verb আনতে হয় না

Example:

He need not hurry.

There need never come today.

2.  প্রশ্ন যা না-বোধক উত্তর আশা করে

যেমনঃ Need they show arrogance?

3. যা প্রয়োজনীয় না

যেমনঃ We needn’t go to the super market.

‘Shall’ এর ব্যবহার:

1.  (I, we)-এর সাথে ব্যবহৃত হয় এবং ভবিষ্যতে কোনকিছু হওয়ার দৃঢ় বা নিকট সম্ভাবনা বোঝাতে

Example:

I shall discuss the topic with my Father.

We shall leave tomorrow.

2.  second and third person pronoun-এর সাথে ব্যবহৃত হয় আদেশ বোঝাতে)

Example:

He shall obey my orders.

You shall not lie.

3. কখনও কখনও এটি second এবং third person-এর সাথে ব্যবহৃত হয় হুমকি বোঝাতে)

যেমনঃ You shall regret of this.

4.  দৃঢ় প্রতিজ্ঞ বোঝাতে

যেমনঃ Mina shall apologize.

5. মতামত বোঝাতে পারে

যেমনঃ Shall I carry your bag?

‘Should’ এর ব্যবহার:

1.  একটি মতামত, ধারণা, পছন্দ বোঝাতে

Example:

You should stay at home.

You should be more careful.

2.  আশা করেছিলেন কিছু ঘটবে কিন্তু ঘটেনি

যেমনঃ We should have visited National Museum on the way.

3.  Should কারও মতামত জানতে ব্যবহৃত হয়

যেমনঃ Should we do the class?

4.  এটি আকাঙ্খিত কোনকিছু বলতে ব্যবহৃত হয়

যেমনঃ There should be an old house.

‘Will’ এর ব্যবহার:

1.  ইচ্ছা, আদেশ, দাবি, অনুরোধ বোঝাতে

যেমনঃ Will you please stop lying?

2.  ভবিষ্যদ্বানী এবং অনুমান বোঝাতে

যেমনঃ I think he will come tomorrow.

3. দৃঢ় প্রতিশ্রুতি বোঝাতে

যেমনঃ I will say my prayer.

4.  অভ্যাস বোঝাতে

যেমনঃ He will watch tv for hours .

‘Would’ এর ব্যবহার:

1.  পছন্দ বোঝাতে

যেমনঃ I would rather go to the market today.

2.  এটা ইচ্ছা প্রকাশ করতে

যেমনঃ I would like to have enough tea.

3.  অনুরোধ এবং বিনয়ী প্রশ্ন বোঝাতে

যেমনঃ Would you please show me the way to the hospital?

4.  আকাঙ্খা বোঝাতে

যেমনঃ If I were you, I would never do that.

5. কখনও কখনও এটা অতীত অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়

যেমনঃ Sometimes she would bring some chocolates for me.

‘Used to’ এর ব্যবহার:

Used to’ অতীতের কোন সময়ে কোনকিছু প্রায়সই ঘটতো এমন বোঝাতে ব্যবহৃত হয়

Example:

I used to walk for an hour in the dawn.

I used to live in Chittagong.

Above these are the modal verbs in bangla language. modal auxiliary verbs exercises

আরও জানুন- gender-পরিবর্তনের-নিয়ম

Conditional sentences rules in bangla

subject-verb-agreement-এর-নিয়ম