শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন বৃত্তান্তঃ
1। জন্মঃ ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর
২। জন্মস্থানঃ হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে
৩। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি নামে পরিচিত?
অপরাজেয় কথাসাহিত্যিক
৪। তিনি কত সালে রেঙ্গুনে গমন করেন?
১৯০৩ সালে
৫। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি?
মন্দির
৬। তিনি ‘মন্দির’ গল্পের জন্য কোন পুরস্কার লাভ করেন?
কুন্তলীন পুরস্কার.
৭। তাঁর প্রকাশিত উপন্যাসগুলোঃ
দেবদাসের বউ ও মেয়ে চরিত্রহীন মশাইয়ের সাথে গৃহের দেনা পাওনা শেষ করে পথে এসে বসল।
দেবদাস
বিরাজ বউ
বামুনের মেয়ে
চরিত্রহীন
পন্ডিতমশাই
গৃহদাহ
দেনা পাওনা
শেষের পরিচয়
শেষ প্রশ্ন
পথের দাবী (১৯২৬)
৮। “পথের দাবী” কোন ধরনের উপন্যাস?
রাজনৈতিক উপন্যাস
৯। তাঁর কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়?
পথের দাবী
১০। তার কথা সাহিত্যে কোন দিকটি উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে?
গার্হস্থ্য ও সমাজজীবনের প্রতিচ্ছবি
১১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
শ্রীকান্ত
১৩। শেষের কবিতা ও শেষের পরিচয় উপন্যাসের রচয়িতা যথাক্রমে —–
রবিন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪। তাঁর প্রবন্ধ গ্রন্থের নাম কী?
তরুণের বিদ্রোহ (১৯২৯) এবং স্বদেশ ও সাহিত্য (১৯২৩)
১৫। তিনি কোন উপন্যাস রচনার মধ্যমে খ্যাতি অর্জন করেন?
বড়দিদি (১৯০৭)
১৬। কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্দনামে লিখতেন?
অনিলাদেবী( গ্রন্থটির নাম নারীর মূল্য)
১৭। শরৎচন্দ্র কোন কোন উপন্যাস মৃত্যুর পূর্বে অসমাপ্ত রেখে যান?
“শেষের পরিচয়” “আগামীকাল” “জাগরন”
১৮। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিনী স্বর্ণপদক’ পুরস্কার লাভ করেন?
(১৯২৩)
১৯। তিনি কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট উপাধি লাভ করেন
১৯৩৬ সালে
২০। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
কলকাতায় ১৯৩৮ সালের ১৬ই জানুয়ারি