রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে ‘ইউনিট-এ’ তে ৭৬ টি আসন ফাঁকা থাকায় ,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় আবেদন আহবান করেছে।
আসন ফাঁকা আছে…
ভাষা ও সাহিত্য বিভাগে-১৩ টি
উর্দু বিভাগে- ৩০ টি
সংস্কৃত বিভাগে- ২৩ টি
ইংরেজি বিভাগে-২ টি
মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে- ৭ টি
শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে- ০১ টি
আইন অনুষদের ডিন ড এম আহসান কবির জানান, ‘ইউনিট এ’ এর শিক্ষার্থীদের ২৮ জানু থেকে ৩ ফেব্রুয়ারির দুপুর ২.০০ টার মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রবেশপত্র জমা দিতে হবে ।তারপর মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।
এখানে যারা নির্বাচিত হবে তাদের ৪ -৬ ফ্রেব্রুয়ারি বিকাল ৪.০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নাধ্যমে ভর্তি হতে হবে।