Site icon Grand learning School

Army medical job circular 2020

army medical college job circular 2020

army medical college job circular 2020

আর্মি মেডিকেল কলেজ, বগুড়া

Army medical job circular 2020 নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনী কতৃক পরিচালিত আর্মি মেডিকেল কলেজ, বগুড়া শিক্ষক নিয়োগ করা হবে। উক্ত পদে আবেদনের জন্য যোগ্য প্রার্থীদের আহবান করা যাচ্ছে।

ক্রমিক নং পদের নাম বিভাগ ও পদের সংখ্যা বেতন বয়স শিক্ষাগত যোগ্যতা
১. সহকারী রেজিষ্টার মেডিসিন-১ সার্জারী-১ অর্থোপেডিক্্র-১ অত্র মেডিকেল কলেজের বেতন কাঠামো অনুযায়ী অনুর্ধ্ব- ৩৫ বছর বিএমএন্ডডিসি এর নীতিমালা অনুযায়ী পার্ট্-১ সম্পন্ন প্রাথীদের অগ্রাধিকার বিবেচনা করা হবে।
২. প্রভাষক ফামাকোলজী- ২ মাইক্রোবায়োলজী-১ বিএমএন্ডডিসি এর নীতিমালা অনুযায়ী

Army medical job circular 2020 আবেদনের শর্তাবলী:

১. আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩০ জুলাই ২০২০ তারিখ অফিস চলাকালীন সময় এর মধ্যে অধ্যক্ষ, আর্মি মেডিকেল কলেজ, বগুড়া, বগুড়া সেনানিবাস এই ঠিকানায় কুরিয়ার/ডাকযোগে/ব্যক্তিগতভাবে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে:

ক. A4 কাগজে অধ্যক্ষ, আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর দরখাস্ত করতে হবে।

খ. www. Amcbogra.edu.bd ওয়েবসাইট হতে সংগৃহীত ব্যক্তিগত তথ্যাবলী সংক্রান্ত  দুই পাতার নির্ধারিত ফর্মের পূরণকৃত কপি।

গ. শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি।

ঘ. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

ঙ. সম্প্রতি তোল ৫ কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি।

চ. অনলাইন ব্যাংকিং সুবিধা আছে এমন যেকোন তফসিলি ব্যাংক হতে ট্রাষ্ট ব্যাংক লি: বগুড়া সেনানিবাস শাখার অনুকূলে ‘‘চিফ অ্যাডমিনিষ্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট বা প-অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

২. চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃ্পক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।

৩. খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

৪. করোনা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময়সূচি পরবর্তীতে মোবাইলের মাধ্যমে জানানো হবে।

৫. অসম্পূর্ণ্ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং উল্লিখিত তারিখের পর আর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

Exit mobile version