bangladesh army job circular 2020

bangladesh army job circular 2020
bangladesh army job circular 2020

Bangladesh army job circular has been published.Bangladesh army will recruit a lot of young and energetic bangladeshi citizen. Actually Bangladesh army is a desire job sector for a many young students of bangladesh.It’s a great opportunities for the job seekers because bangladesh army job circular 2020 has been published for recruiting the best solider for bangladesh.Bangladesh is a developing country where a lots of problem grabs us.So in this situation if you get the job circular in bangladesh army in your desire post then you should apply to snatch the army job.

bangladesh army job circular 2020
bangladesh army job circular 2020

Bangladesh army job circular 2020

Source: Ittefaq, 07 August 2020

Application Deadline: 31 August 2020

76th DSSC (AMC) Job Circular 2020 Bangladesh Army Job circular

bangladesh army job circular 2020

৭৬তম ডিএসএসসি চাকরির খবর

বয়স- ০১ জানুয়ারী ২০২১ অনূর্ধব ২৮ বছর

আবেদনের সময় – ১০ জুলাই থেকে ০৮ আগস্ট ২০২০

আবেদন ফি- ১০০০ টাকা

বিস্তারিত উপরের সার্কুলারে

আবেদনের লিংক- Apply here

all job circular

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন bangladesh army job circular

২৫ তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসি bangladesh army job circular

যোগ্যতাঃ

বয়সঃ ১০ জুলাই ২০২০ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়) ।

শারীরিক মান (নূন্যতম)

ক্রমিক শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
ওজন* ৫৯ কিলোগ্রাম (১৩০ পাউন্ড) ৪৯.০০ কেজি (১০৯ পাউন্ড)
বুক স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) বিস্তার – ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) স্বাভাবিক – ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) বিস্তার – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
* উচ্চতা ও বয়স সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে যোগ্য নয় বলে বিবেচিত হবেন।
৩। শিক্ষাগত যোগ্যতা (নূন্যতম)ঃ এফসিপিএস (FCPS) / এফআরসিএস (FRCS) / এমএস (MS) / এমডি (MD) অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত যে কোন প্রতিষ্ঠান থেকে।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত।

জাতীয়তাঃ জন্মসূত্রে বাংলাদেশী।

ক্যাটাগরিঃ নিম্নবর্ণিত ক্যাটাগরিসমূহে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন ঃ

A. CARDIOLOGIST                                             B. NUCLEAR MEDICINE

C. RADIATION ONCOLOGIST                         D. MEDICAL ONCOLOGIST

E. SURGICAL ONCOLOGIST                            F. PULMONOLOGIST

G. ORTHOPAEDICSURGEON                           H. INTERNAL MEDICINE

I. GASTROENTEROLOGY                                 J. ENDOCRINOLOGY

K. INTENSIVIST                                                  L. NEURO SURGEON

প্রার্থীর জন্য অযোগ্যতাঃ

১। সেনা / নৌ / বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে অপসারিত/বরখাস্ত।

২। আইএসএসবি (ISSB) কর্তৃক দুই  বার স্ক্রিন্ড আউট / প্রত্যাখ্যাত হলে (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। আবার, পাঁচ বছর আগে দুই বার স্ক্রিন্ড আউট / প্রত্যাখ্যাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।

৩। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার বেশি হলে সেক্ষেত্রে আবেদন প্রার্থীগণ যোগ্য বলে বিবেচিত হবেন না।

৪। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত।

আবেদন করার নিয়মঃ bangladesh army job circular

১। ১২ জুন ২০২০ তারিখ হতে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেইজ এর উপরে ডান কর্ণারে APPLY NOW তে ক্লিক করে 25th DSSC (Special Purpose AMC তে Apply করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ Trust Bank t-cash, VISA / Master Card, bKash, Rocket ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদন করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই নির্ধারিত ওয়েবসাইটে বর্ণিত নিয়ম কানুন অনুসরণ করে আবেদন ফি জমা করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের “কল – আপ লেটার” পাওয়া যায়।

২। অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেয়া কাস্টমার সার্ভিস নম্বরে (+8801713161979) সরাসরি যোগাযোগ করার অনুরোধ রইলো। কাষ্টমার সার্ভিস ব্যাস্ত থাকলে প্রার্থীগণকে অপেক্ষা করার অনুরোধ রইলো।

প্রার্থী নির্বাচন করার নিয়মঃ

মৌখিক পরীক্ষাঃ আগামী ৬ জুলাই ২০২০ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করত: প্রার্থীরা কল – আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষা সময় কল – আপ লেটার নিজের সাথে নিয়ে আসবেন। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট, মার্কসীট এবং বি এম ডি সি এর সার্টিফিকেটসমূহ এর মূলকপি প্রদর্শন করতে হবে, উল্লেখিত কাগজপত্রগুলো না প্রদর্শন করতে পারলে আবেদনকৃত প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।

২। আইএসএসবি পরীক্ষাঃ অংশগ্রহণ প্রয়োজন নেই।

৩। পরীক্ষার ফলাফলঃ  https://joinbangladesharmy.army.mil.bd সাইটে প্রকাশিত হবে।

4চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকাঃ উপরে উল্লেখিত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্য আসন এর অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর, এডজুয়েন্ট জেনারেল শাখা, পারসোনাল এডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা এবং পরবর্তীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।

প্রশিক্ষণ ও কমিশন:

১। বিএমএ প্রশিক্ষণঃ চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরে ট্রেইনিং অফিসার হিসেবে বিএমএ তে দশ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন।

2কমিশন ও এন্টিডেট সিনিয়রিটিঃ কৃতকার্যের সাথে প্রশিক্ষণ প্রাপ্তির পর মেজর পদে কমিশন প্রদান করা হবে। এবং বিএমএ তে যোগদানের তারিখ হতে চার বছর এন্টিডেট সিনিয়রিটি প্রদান করা হবে।

প্রাপ্রাপ্ত সুযোগ সুবিধাঃ

১। বেতন ও ভাতাঃ বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য যাবতীয় সকল সুবিধাদীসহ সশস্ত্র বাহিনী এর বেতনক্রম অনুযায়ী প্রত্যেক অফিসারগণ বেতন ও ভাতা পাবেন।

অন্যান্য বিশেষত্বঃ

ক। বিদেশে প্রশিক্ষণ ও ‍উচ্চতর শিক্ষাঃ ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ।

খ। বাসস্থানঃ নিরাপদ, সুন্দর ও মনোরম পরিবেশে উচ্চ মানসম্পন্ন ও সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযোগ রয়েছে।

গ। চিকিৎসাঃ সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দূরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা।

ঘ। সন্তানদের অধ্যয়নঃ নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (MIST), বাংলাদেশ ইউনিাভার্সিটি অব প্রফেশনালস (BUP) এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল / কলেজ ও ইউনিভার্সিটিতে অধ্যয়নের সুযোগ।

বিশেষ নির্দেশনা:

১. সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে বিএমএ তে ভর্তির পূর্বে প্রার্থীদেরকে সাঁতার শেখার আহ্বান জানানো হলো।

২. বিজ্ঞপ্তির যেকোনো অংশ পরিবর্তনের ক্ষমতা একমাত্র সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।

৩. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদান পত্র প্রদান ও যোগদান পত্র বাতিলের ক্ষমতা সম্পুর্নভাবে সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে

পরিচালক

পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর

অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস

আবেদনের শেষ তারিখঃ ৪ (চার) জুলাই ২০২০

অনলাইনে আবেদন করতে ভিজিট করুন – https://joinbangladesharmy.army.mil.bd

bangladesh army job circular 2020

Border Guard Bangladesh (BGB) Job Circular 2020

1 COMMENT

Comments are closed.