bcs preparation general knowledge- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি -প্রশ্ন ও উত্তর পর্বঃ ০৪
১. ‘‘দি কনসার্ট ফর বাংলাদেশ’’(Concert for Bangladesh) কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ নিউইয়র্ক
২. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দি কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ম্যাডিসন স্কোয়ার
৩. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দি কনসার্ট ফর বাংলাদেশ কনসার্টের প্রধান শিল্পী কে?
উত্তরঃ জর্জ হ্যারিসন।
৪. জর্জ হ্যারিসন কার আহবানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন?
উত্তরঃ রবি শংকর।
৫. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ‘‘ক্র্যাক প্লাটুন’’ কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তরঃ ২নং সেক্টর
৬. বীর মোস্তাফা কামালকে কোথায় সমাধীস্থ করা হয়েছে? উত্তরঃ আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
৭. শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?
উত্তর ঃ ক্র্যাক প্লাটুন
৮. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ এম মনসুর আলী।
৯. ১৯৭১এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরেন?
উত্তরঃ জর্জ হ্যারিসন, সাইমন ড্রিং, পন্ডিত রবিশংকর।
১০. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিপ অফ স্টাফের দায়িত্ব পালন করেন?
উত্তরঃ কর্ণেল (অব.) এম. এ রব।
১১. ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনীর অভিযানের সাংকেতিক নাম কি ছিল?
উত্তরঃ অপারেশন সার্চ লাইট (Operation Search Light)
১২. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ তাজউদ্দীন আহমেদ।
১৩. মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিলেন?
উত্তরঃ ৭নং সেক্টর।
bcs preparation general knowledge বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির মূলক –
১৪. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিলেন?
উত্তরঃ ৮নং সেক্টর।
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf
১৫. ইউং কমান্ডার এম.কে. বাশার মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন?
উত্তরঃ ৬নং সেক্টর।
১৬. মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর কেবল নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছে ছিল?
উত্তরঃ ১০নং সেক্টর।
১৭. সেক্টর নং ৩ এর কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ মেজর এ. এন.এম নূরুজ্জামান।
১৮. বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তরঃ ২নং সেক্টর।
১৯. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমপর্ণের সময় মুক্তি বাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন?
উত্তরঃ এ.কে খন্দকার।
২০. কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়?
উত্তরঃ কলকাতায়।
২১. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে?
উত্তর ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২২. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের ‘সর্বদলীয় উপদেষ্টা কমিটি’র চেয়ারম্যান ছিলেন কে?
উত্তরঃ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
২৩. ১৯৭১সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌ কমান্ডোদের পরিচালিত অভিযান কী নামে পরিচিত?
উত্তরঃ অপারেশন জ্যাকপট।
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf
২৪. ১৯৭১সালে মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র জমা নেওয়ার অভিযানের নাম কী?
উত্তরঃ অপারেশন ক্লোজ ডোর।
২৫. বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন কখন করা হয়?
উত্তরঃ ২মার্চ, ১৯৭১।
২৬. প্রবাসী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করেন?
উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী।
২৭. বাংলাদেশের রাষ্ট্রীয় লোগো টি কে ডিজাইন করেন?
উত্তরঃ এ.এন.এ সাহা।
২৮. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান।
২৯. কে স্বাধীনতা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন?
উত্তরঃ এম আর আখতার মুকুল।
৩০. পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকের নাম কি?
উত্তরঃ ড. জি.সি.দেব।
৩১. মুজিবনগর সরকারের ত্রান ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ এ.এইচ.এম কামরুজ্জামান।
৩২. মুক্তিযুদ্ধকালীন কোন সময়ে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকান্ড সংগঠিত হয়?
উত্তরঃ ১৪ ডিসেম্বর, ১৯৭১
৩৩. মুজিবনগর কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ মেহেরপুর।
৩৪. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে?
উত্তরঃ মেজর জেনারেল এ.কে.এম শফিউল্লাহ।
৩৫. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কবে?
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১সালে।
৩৬. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী বাহিনী ঢাকার কোন স্থানে আত্মসমর্পণ করেন?
উত্তরঃ তৎকালীন রেসকোর্স ময়দানে।
৩৭. কবে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল?
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
৩৮. বাংলাদেশের বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কি?
উত্তরঃ তারামন বিবি ও সেতারা বেগম।
৩৯. কত তারিখে মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?
উত্তরঃ ১৫ ডিসেম্বর, ১৯৭৩।
৪০. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘‘বীর প্রতিক’’ উপাধী লাভ করে কত জন?
উত্তরঃ ৪২৬জন।
৪১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য কতজন বিডিআর সদস্য বীরশ্রেষ্ঠ পুরষ্কারে ভূষিত হয়?
উত্তরঃ ২জন।
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf
৪২. শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তাফা কামাল মৃত্যুবরণ করেন কত তারিখ?
উত্তরঃ ১৮ এপ্রিল, ১৯৭১।
৪৩. বাংলাদেশের মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
উত্তরঃ ৬৭৬ জন ( বর্তমানে ৬৭৭জন)।
৪৪. ২০১৬ সালে কোন নারীকে মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়া হয়েছে?
উত্তরঃ ফেরদৌসী প্রিয়ভাষিণী।
৪৫. বিদেশীদের মধ্যে একমাত্র কে ‘‘বীরপ্রতীক ’’ খেতাবে ভূষিত হয়?
উত্তরঃ উইলিয়াম ওডারল্যান্ড।
৪৬. ক্ষুদ্র-নৃগোষ্ঠির জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র ‘‘বীর বিক্রম’ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
উত্তরঃ উক্যাচিং মারমা (ইউ কে চিং মারমা)।
৪৭. নারী মুক্তিযোদ্ধা কে সর্ব প্রথম বীরপ্রতীক খেতাব পান?
উত্তরঃ ক্যাপ্টেন সেতারা বেগম।
৪৮. বীরশ্রেষ্ঠ রুহুল আমীন কোন কাজ করতেন?
উত্তরঃ নৌ বাহিনীতে।
৪৯. মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন কে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়?
উত্তরঃ ৬৮জন (বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছে মোট ৬৯জন)
৫০. বঙ্গবন্ধু সর্বমোট কতদিন জেলে ছিলেন ?
উত্তরঃ ৩০৫৩ দিন।
৫১. কোন প্রাচীন মসজিদের সামনে বীরশ্রেষ্ঠ মহি উদ্দিন জাহাঙ্গীরের সমাধি অবস্থিত?
উত্তরঃ ছোট সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ
৫২. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কী?
উত্তরঃ অস্তিত্বে আমার দেশ।
৫৩. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘোষণা কোথায় এবং কোন তারিখে দেয়?
উত্তরঃ ৭ই মার্চ, ১৯৭১ সালে, রেসকোর্স ময়দানে।
৫৪. বাংলাদেশের মর্যাদা অনুসারে ৩য় বীরত্ব সূচক খেতাবের নাম কি?
উত্তরঃ বীরবিক্রম।
৫৬. মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কতজনকে সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব দেয়া হয়?
উত্তর ঃ ৭জন।
৫৭. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?
উত্তরঃ সিপাহী।
৫৮. কোথায় প্রথম বাংলাদেশের প্রতাকা উত্তোলন করা হয়?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।
৫৯. মুক্তিযুদ্ধকালীন লন্ডন প্রবাসী বাঙালিদের নেতা কে ছিলেন?
উত্তরঃ আবু সাঈদ চৌধুরী।
৬০. কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ভারত।
৬৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী ওডারল্যান্ড এর নাগরিকতা কি ছিল?
উত্তরঃ ডাচ নেদারলেন্ডের অধিবাসীদের ডাচ বলে)
৬৫. বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ের?
উত্তরঃ খাসিয়া।
৬৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি ছিলেন।
উত্তরঃ ইতালির নাগরিক।
৬৭. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ -এর পদবী কি ছিল?
উত্তরঃ ল্যান্স নায়েক।
৬৮. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন।
উত্তরঃ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার।
৬৯. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জম্মগ্রহন করেন?
উত্তরঃ ভোলা।
৭০. বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন?
উত্তরঃ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ। ৮ এপ্রিল, ১৯৭১
৭১. বীরশ্রেষ্ঠদের মধ্যে শেষ শহীদ হন?
উত্তরঃ মহিউদ্দীন জাহাঙ্গীর। ১৪ ডিসেম্বর, ১৯৭১
৭২. কোন বীরশ্রেষ্ঠের দেহবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে?
উত্তরঃ সিপাহী হামিদুর রহমান।
৭৩. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে?
উত্তরঃ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
৭৪. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল?
উত্তরঃ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
৭৫. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি কোথায়?
উত্তরঃ ঢাকা।
৭৬. ১৯৭১সালে রাজাকার বাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তরঃ গোলাম আযম।
৭৭. মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনী’র মতো পশ্চিম পাকিস্তানিদের সহায়তাকারী বাহিনীর নাম কী?
উত্তরঃ আল বদর, আল শামস
৭৮. কত তারিখ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ?
উত্তরঃ ২১ নভেম্বর।
৭৯. কোথায় প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে?
উত্তরঃ ইউকোসুক।
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf
৮০. মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৮১. জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো প্রদান করে ?
উত্তরঃ চীন।
৮২. ১৯৭১সালে বাংলাদেশের জন্য কনসার্ট (Concert for bangladesh)-খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য?
উত্তরঃ বিটলস।
৮৩. রবিশংকর একজন বিখ্যাত।
উত্তরঃ সেতার বাদক
রবিশংকরের পৈত্রিক নিবাস
উত্তর – নড়াইল জেলায়
৮৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সবপ্রথম কোন এলাকা মুক্ত হয়?
উত্তরঃ যশোর
“বাঙালি বীরযোদ্ধারা ১৯৭১ সালের ৬ ডিসেম্বর যশোর কালেক্টরেটের সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে যশোরবাসী শপথ গ্রহণ করে।
শহরবাসী জেলের তালা ভেঙে যশোরের কারাগারে থাকা তৎকালীন প্রখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড অমল সেনসহ বহু রাজবন্দী ও সাধারণ বন্দীদের মুক্ত করে”
৮৫. জেনারেল নিয়াজী কোথায় আত্মসমর্পণ করেন?
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যানে।
৮৬. মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণকারী সৈন্য সংখ্যা কত ছিল?
উত্তরঃ ৯৩ হাজার।
৮৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ লে. জেনারেল জগজিৎ সিং আরোরা।
৮৮. বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান কে?
উত্তরঃ ইন্দিরা গান্ধি।
৮৯. ১৯৭১সালের ডিসেম্বরে দুই লক্ষাধিক ভারতীয় সেনা (মিন্ত্র বাহিনী) আমাদের মুক্তি বাহিনীর সাথে বাংলাদেশের প্রবেশ করে। উক্ত ভারতীয় সেনা কতদিন বাংলাদেশে অবস্থান করেছিল?
উত্তরঃ প্রায় তিন মাস।
৯০. ভারত-বাংলাদেশের মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?
উত্তরঃ ১৯৭২সালের ১৯ মার্চ।
৯১. ভারত-বাংলাদেশের সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭২সালে।
৯২. বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হাট চালু হয় কবে?
উত্তরঃ২৩ জুলাই, ২০১১।
৯৩. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?
উত্তরঃ বীর উত্তম।
৯৪. মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১
৯৫. ‘‘সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে’’ গানের শিল্পী কে?
উত্তরঃ আব্দুল জব্বার
৯৬. ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ ১৯৭১ সালের ৭ই মার্চ ভাষণ কোথায় লিপিবদ্ধ করেন?
উত্তরঃ মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’
৯৭. বাংলাদেশের প্রথম অস্থায় প্রেসিডেন্ট কে?
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম।
৯৮. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
উত্তরঃ ১১টি।
৯৯. মুক্তিযুদ্ধের অর্থ সংগ্রহের উদ্দেশ্য কোন কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়?
উত্তরঃ দি কনসার্ট ফর বাংলাদেশ।
১০০. তারামন বিবি কে ?
উত্তরঃ একজন বীর মুক্তিযোদ্ধা।
আরো জানুন –
bcs preparation general knowledge- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি -প্রশ্ন ও উত্তর পর্বঃ ০৪
bcs preparation general knowledge সাধারণ জ্ঞান- বাংলাদেশ বিষয়াবলি ব্রিটিশ শাসন আমলে বাংলা -পর্বঃ০২
bcs preparation general knowledge সাধারণ জ্ঞান- বাংলাদেশ বিষয়াবলি বাঙালি জাতির ইতিহাস – পর্ব-০১