Site icon Grand learning School

current affairs may 2020 কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২০

Part -02:

কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২০

২২। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ বা ব্রেক্সিট কার্যকর হয় কবে?

=  ৩১ জানুয়ারী ২০২০

ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য -২৭ টি দেশ।

২৩। 2020 সালের জন্য ওআইসি এর যুব রাজধানী নির্ধারণ করা হয়েছে কোথায়?

=  ঢাকা, বাংলাদেশ

২৪। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘avan-gard’ কোন দেশে তৈরি হয়?

= রাশিয়া

২৫। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে ছিলেন?

=  সব্যসাচী হাজরা

২৭। সার্কের 14 তম মহাসচিব কে

=  এসালা ওয়েরাকুন (শ্রীলংকা)

২৮। ২০১৯ সালে গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?

= নরওয়ে

(গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া,  গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ৮০ তম)

২৯। International Criminal Court (ICC) বর্তমান সদস্য দেশ কতটি?

= ১২৩ টি দেশ

(আইসিসি এর 123 তম সদস্য পদ লাভ করে কিভাবে ফেব্রুয়ারি 2020)

৩০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন করা হবে?

= কিশোর গঞ্জের সদর উপজেলার বাউলাই ইউনিয়নে

৩১। বর্তমান বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি?

=পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

৩২। করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় কত সালে?

= ১৯৬০ সালে

৩৩। বিশ্বের প্রথম ভাসমান পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোন দেশ তৈরি করে ?

= রাশিয়া

৩৪। সম্প্রতি কোন দেশ মহাকাশে একসাথে চারটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে?

= চীন

৩৫। আরব দেশগুলোর মধ্যে প্রথম কোন দেশ পরমাণু চুল্লি নির্মাণ এর লাইসেন্স অনুমোদন দেয়?

=সংযুক্ত আরব আমিরাত

৩৬। শিক্ষা ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার 2020’ কোন প্রতিষ্ঠান লাভ করে?

= ভারতেশ্বরী হোমস

৩৮। বাংলাদেশের প্রথম ছয় লেনের বিশিষ্ট এক্সপ্রেস এর নাম কি>

= ঢাকা – মাওয়া মহাসড়ক

৩৯। বিশ্বের সর্ববৃহৎ চিরহরিৎ বনাঞ্চল কোনটি?

=আমাজন

৪০। আমাজান বন পর্যবেক্ষণের জন্য চীন ও ব্রাজিল সম্প্রতি মহাকাশে কোন স্যাটেলাইট উৎক্ষেপণ করে ?

 CBERS-4A

৪১। আমাজান বন পর্যবেক্ষণের জন্য চীন ও ব্রাজিল সম্প্রতি কবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে ?

 ২০ ডিসেম্বর ২০১৯

৪২। ‘অসমাপ্ত আত্মজীবনী’ মোট কয়টি ভাষায় অনূদিত হয়?

 ১৩ টি

৪৩। ‘অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়?

 ইতালীয়

৪৪। ‘অসমাপ্ত আত্মজীবনী’ ইতালীয় ভাষায় অনুবাদ করেন কে?

  আন্না কোক্কিয়ারেল্লা

৪৫। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন দুটি জাহাজের নাম?

= আবু উবাইদাহ ও ওমর ফারুক

৪৬। দীর্ঘ চল্লিশ মাস পর কোন দেশ সম্প্রতি কমনওয়েলথে পুনরায় যোগদান করে?

= মালদ্বীপ

৪৭। বর্তমান বাংলাদেশের তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি?

=  ৬০ টি

 সর্বশেষ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

৪৮। 2020 সালে যুক্তরাজ্যের কোন নোটে বাংলাদেশি বিজ্ঞানীর মুখের প্রতিচ্ছবি দেখা যাবে?

=  50 পাউন্ড এর মুদ্রায়

( আচার্য জগদীশচন্দ্র বসুর মুখের প্রতিচ্ছবি দেখা যাবে)

৪৯। বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা এজেন্সী গঠন করা হয় কবে?

        ৫ ডিসেম্বর ২০১৯

৫০। বাংলাদেশে প্রথমবারের মত হিউম্যান মিল্ক ব্যাংক যাত্রা শুরু করে কবে?

১ লা ডিসেম্বর ২০১৯

৫১। ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার শুরু হয় কবে?

=  14 ই জানুয়ারি 20২০

Exit mobile version