Dudok|Full Question Solution Assistant Director|28.02.2020|দুদক সহকারী পরিচালক। 100 marks|

Anti Corruption Commission

০১। মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র?

 উত্তরঃ জীবন থেকে নেয়া

০২। সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে?

 উত্তরঃ ৩ নং অনুচ্ছেদে

০৩। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি?

 উত্তরঃ ৪ টি

০৪। ‘আইনের দৃষ্টিতে সবাই সমান’- এটি সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভূক্ত?

 উত্তরঃ ২৭ নং

০৫। জাতীয় যুবানীতি অনুসারে যুবাদের বয়স সীমা কত?

 উত্তরঃ  ১৮-৩৫ বছর

০৬। ২০১৯ সালে স্বাধীনতা পদক পেয়েছেন কতজন?

 উত্তরঃ ১০ জন

০৭। মুজিব শতবর্ষের লগোর ডিজাইনার কে ?

 উত্তরঃ সব্যসাচী হাজরা

০৮। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী ?

 উত্তরঃ  পুণ্ড্র

০৯। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা কত জন?

 উত্তরঃ ২ জন

১০। বাংলাদেশের ১ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল ?

 উত্তরঃ১৯৭৩-১৯৭৮

১১। ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?

 উত্তরঃ বাংলা একাডেমী

১২। ‘মহাসেন’ কার সাথে সম্পর্কিত ?

 উত্তরঃ সাইক্লোন

১৩। ‘তিতাস’ উপজেলা কোন জেলায় অবস্থিত?

 উত্তরঃ ব্রাক্ষণবাড়িয়া

১৪। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন ?

 উত্তরঃ ৬,৫৫০ বর্গ কি.মি.

১৫। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

 উত্তরঃ রাঙামাটি

১৬। ৬ দফা ঘোষিত হয় ?

 উত্তরঃ লাহোরে

১৭। মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী ?

 উত্তরঃ  ১০ নং

১৮। ‘একাত্তরের দিনগুলি’ লিখেছেন ?

 উত্তরঃ জাহানারা ইমাম

১৯। ‘গ্রীসের’ পূর্বনাম কী ?

 উত্তরঃ হেলাস

২০। ‘ব্লাক ফরেস্ট’ কোন দেশে অবস্থিত?

 উত্তরঃ জার্মানী

২১। বালিয়াটি জমিদার বাড়ি কোথায়?

 উত্তরঃ মানিকগঞ্জ

২২। ‘UNESCO’র কততম নির্বাহি সভায় বাংলাদেশের সাথে একসাথে ‘মুজিববর্ষ’ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় ?

 উত্তরঃ ৪০ তম

২৩।  Dead Heart of Africa’কোন দেশ ?

 উত্তরঃ শাদ

২৪। সম্প্রতি জাতিসংঘে ভোটাধিকার বাতিল হয় কোন দেশের ?

 উত্তরঃ ভেনেজুয়েলা

২৫।কলকাতা নদী বন্দরের নতুন নাম কী ?

 উত্তরঃ শ্যামাপ্রসাদ বন্দর

২৬। ‘রেইডার ’ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?

 উত্তরঃ কাবাডি

২৭। নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী কততম বাঙালি?

 উত্তরঃ ৪র্থ

২৮। কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে?

 উত্তরঃ নেপাল

২৯। Wall street কোথায়  ?

 উত্তরঃ নিউইয়র্ক

৩০। City of love & Lights ?

 উত্তরঃ প্যারিস

৩১। পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ?

 উত্তরঃ ভারত

৩২। ইউরোপের প্রবেশদ্বার কোনটি ?

 উত্তরঃ  ভিয়েনা

৩৩। ২০১৯ সালে নিরাপদ নগরীর সূচকে শ্রেষ্ঠ নগরী?

 উত্তরঃ টোকিও

৩৪। What is ‘clouding computing’ ?

 উত্তরঃ Internet based service

৩৫। The client of computer server is– ?

 উত্তরঃ  work-station

৩৬। CPU এর অন্তর্ভুক্ত নয়?

 উত্তরঃ Disc

৩৭। কোনটি ইনপুট ডিভাইস নয়?

 উত্তরঃ ক। প্রিন্টার@ খ।স্ক্যানার গ। মাউস ঘ। কী-বোর্ড

৩৮। বর্তমানে ব্যবহ্নত কম্পিউটার কোন প্রজন্মের ?

 উত্তরঃ  ৪র্থ

৩৯। ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে  ?

 উত্তরঃ পেরিস্কোপ

৪০।  উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানিশোষণ করে কোন প্রক্রিয়ায়?

 উত্তরঃ ব্যাপন

৪১। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কী ?

 উত্তরঃ  সেলুলোজ

৪২। কোন রঙ বেশি দূর থেকে দেখা যায়?

 উত্তরঃলাল

৪৩। লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?

 উত্তরঃ গুল্ম

৪৪। কোন শ্রেণির উদ্ভিদে ক্লোরোফিল নেই?

 উত্তরঃ  ছত্রাক

৪৫। উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম ?

 উত্তরঃ অলটিমিটার

৪৬। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা ?

 উত্তরঃ প্ল্যাঙ্ক

৪৭। কোনটি আমাদের জীবনের অত্যাবশ্যকীয় পদার্থ?

 উত্তরঃ  আলো

৪৮। পানিতে কার্বন-ডাই –অক্সাইডের দ্রবণকে বলা হয়?

 উত্তরঃ সোডা- ওয়াটার

৪৯। সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে?

 উত্তরঃ ২০ নং

৫০। চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোন দেশে?

 উত্তরঃ ক। ফ্রান্স খ। নরওয়ে গ। পর্তুগাল ঘ। ফিনল্যান্ড

৫১। who is the author of ‘Istanbul’ ?

 উত্তরঃ Elif Shafak

52। which on of the following is not the synonyms of ‘corruption’?

 উত্তরঃ a. Bribery b. Extortion c. Nepotism d. Despotism @

53। ‘A place of keeping bees’ is–?

 উত্তরঃ  Apiary

54।Which one is correct ?

 উত্তরঃ Lieutenant

55। Verb of the word ‘Simplification’?

 উত্তরঃ Simplify

56। Choose the correct meaning of ‘Greek to’ ?

 উত্তরঃ অজানা

57।Nobel Prize in Literature in 2019?

 উত্তরঃ Peter Handke

58। You must adhere—your principle?

 উত্তরঃ to

59।  ‘Theocracy’ is the rule of–?

 উত্তরঃ Church

60। Which one is incorrect ?

 উত্তরঃ largest,tallest,biggest,hugest(all are right)

6১। The meaning of ‘posterity’ ?

 উত্তরঃ Later Generation

6২। Choose the synonyms of ‘Stubborn’?

 উত্তরঃ  Obdurate

6৩। Which one is correctly spelt ?

 উত্তরঃ tsunami

64। ‘আমার ক্ষুধা নাই’  translate into English?

 উত্তরঃ I have no appetite

65। The meaning of ‘feel at home’?

 উত্তরঃ  calm & Quiet

66। A place where everything is perfect ?

 উত্তরঃ Utopia

67। ‘Howl’ is the sound of?

 উত্তরঃ Dogs

68। A place of keeping dog is— ?

 উত্তরঃ kennel

69। Which one is correctly spelt ?

 উত্তরঃ Superstitious

70। What is the meaning of ‘Draw Up’?

 উত্তরঃ Final

৭১। নিচের কোনটি পর্তুগীজ শব্দ নয়?

উত্তরঃ অজুহাত

৭২। তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি?

উত্তরঃ সাধুরীতিতে

৭৩। ‘ব্যাকরণ মঞ্জুরি’ কার রচনা?

উত্তরঃ ড. মোহাম্মদ এনামুল হক

৭৪। ‘কাজটি ভাল দেখায় না’ এ বাক্যে দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?

উত্তরঃ কর্মবাচ্যের ধাতু

৭৫। ‘মুখচন্দ্র’ কোন সমাস?

উত্তরঃ উপমিত কর্মধারয়

৭৬। ‘আমার পরিচয়’ কার লেখা ?

উত্তরঃ সৈয়দ শামসুল হক

৭৭। ‘স্বাধীনতা তুমি’কাব্যটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তরঃ বন্দী শিবির থেকে

৭৮। ‘বৃত্তি’ অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত কোন শব্দ ?

উত্তরঃ পোদ্দারি

৭৯। ‘বাবা’ কোন ভাষা থেকে আগত?

উত্তরঃ  তুর্কি

৮০। ‘আমি বাংলায় গান গাই,আমি বাংলার গান গাই’ গানের সুরকার ও গীতিকার?

উত্তরঃ  প্রতুল মুখোপাধ্যায়

৮১। দ্বারা,দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি ?

উত্তরঃ তৃতীয়া

৮২। মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ ?

উত্তরঃ যখন উদ্যত সঙ্গীন

৮৩। ‘শরতের শিশির’ বাগধারার অর্থ?

উত্তরঃ সুসময়ের বন্ধু

৮৪। ‘সর্বাঙ্গীন’ শব্দের প্রকৃতি-প্রত্যয় ?

উত্তরঃ সর্বাঙ্গ+ঈন

৮৫। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?

উত্তরঃ  ঐচ্ছিক-অনাবশ্যিক

৮৬। ‘প্রোষিতভর্তৃকা’ এর অর্থ?

উত্তরঃ  যে নারীর স্বামী বিদেশে থাকে

৮৭। নিচের কোনটি বাগধারা?

উত্তরঃ  শিরে-সংক্রান্তি

৮৮।‘ইত্যাকার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ ?

উত্তরঃ ইতি+ আকার

৮৯। কোনটি শুদ্ধ বানান ?

উত্তরঃ  পসারিণী

৯০। ‘মাতৃভাষায় যায় ভক্তি নাই, সে মানুষ নহে’- কার উক্তি ?

উত্তরঃ মীর মশাররফ হোসেন

৯১। একজন ব্যক্তি তাঁর সম্পদের ১২% স্ত্রীকে ৫৮% পুত্রকে দান করেন এবং অবশিষ্ঠ ৪,৮০,০০০ টাকা কন্যাকে দান করেন। পুত্রের সম্পদের পরিমাণ কত? = ৯২৮,০০০ টাকা

৯২। একটি সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণের পার্থক্য ২০ ডিগ্রী হলে ,ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রী? =৩৫ ডিগ্রী

৯৩। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি।ঘরের পরিসীমা ৩২ মিটার হলে এর ক্ষেত্রফল কত? = ৬০ বর্গ মিটার

৯৪। একটি গাড়ির চাকা প্রতিমিনিটে ৯০ বার ঘোরে ।এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?= ৫৪০

 ৯৫। সবচেয়ে বড় সংখ্যা কোনটি

 ক। .০০৯৯ খ। ০.১০০@ গ.৯/১০০ ঘ। ৯/১০০০

৯৬। ১+২+৩+——৫০= কত?=৪২,৯২৫

৯৭।  ৯,৩৬,৮১,১৪৪—– এর পরবর্তী সংখ্যা কত?= ২২৫

৯৮।  a+b+c=35 এবং a2+b2+c2 =825 হলে ab+bc+ca =? == ২০০

৯9. কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে? = ১১৫ মিটার

১০০।একটি রম্বসের কর্ণদ্বয় ৪০ সে.মি. ও ৬০ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত? = ১২০০ বর্গ সে.মি.