Dhaka University admission test 2020-2021 update
আজ আমরা জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি শুধু ঢাকাতেই হবে নাকি অন্য শহরে ও হতে পারে?
প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এ বছর গুচ্ছ পদ্ধতিতে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে বোঝানোর চেষ্টা করছেন যাতে বাংলাদেশের সকল একই ধরণের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক সাথে ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হয়।
কিন্তু বুয়েট,ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র ভাবে তাদের পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান যায়।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন আপডেট জানব-dhaka university admission information
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে আসবে না তবে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ৫টি বিভাগীয় শহবে তাদের ভর্তি পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করে। ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ডিনস কমিটিতে এ সিন্ধান্ত হয়েছেন
অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুধু ঢাকাতেই হত।
এবারের ভর্তি পরীক্ষায় এস এস সি ও এইচ এস সি এর রেজাল্ট থেকে ভর্তি পরীক্ষার নম্বরের উপর বেশি গুরুত্ব দেয়া হবে। মোট ১০০ নম্বরের মধ্যে ৮০ নম্বরের পরীক্ষা হবে বাকী ২০ নম্বর এস এস সি ও এইচ এস সি এর রেজাল্টের উপর হবে। ৮০ নম্বরের মধ্যে ৩০ নম্বর এম সি কিউ এবং বাকী ৫০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য ৫ টি বিভাগীয় শহরের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।