Site icon Grand learning School

এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত

এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিতঃ


আপনি এশিয়া মহাদেশ সম্পর্কে জানতে চাইছেন? এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত তা জানতে চাইছেন?

এশিয়ার মধ্যবর্তী সবগুলো দেশের বিবরণসহ জানতে চাইছেন?

আপনার সকল প্রশ্নের উত্তর আমি দিবো।“ জানার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স নেই।“ কথাটি চিরন্তন সত্য। তার উপর এই তথ্য প্রযুক্তির যুগে দিন দিন সব কিছুর পরিবর্তন ঘটছে। আর এই পরিবর্তন বিষয়ে জানতে হলে পড়তে হবে।


যারা বি,সি,এস কিংবা বিভিন্ন চাকুরি বা ভর্তি পরীক্ষা দিবেন তাদের সাধারণ জ্ঞানের ভাণ্ডার আরও বৃদ্ধি করার জন্য আজকের এই লেখা। এখানে আমি এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত এবং এদের বিবরণ দিয়েছি।

বিশ্বের সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ হলো এশিয়া মহাদেশ। এ মহাদেশের আয়তন প্রায় ৪৪,৪৯৩,০০০ বর্গ কিলোমিটার। এই মহাদেশ পৃথিবির উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত। এ মহাদেশে বসবাসকারী জনগণকে এশিয়ান বলে। সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেষ্ট এই এশিয়া মহাদেশেই অবস্থিত। এ মহাদেশে প্রায় ৪৩০ কোটি মানুষ বাস করে।


এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত ও কি কিঃ জেনে নেই


এশিয়া মহাদেশ পৃথীবির প্রায় ৩০ ভাগ অংশ নিয়ে গঠিত। বিশাল এই মহাদেশটি ৪৪টি দেশ বা রাষ্ট্র নিয়ে গঠিত। এই ৪৪টি দেশকে আবার এশিয়া মহাদেশের পার্শ্ব অনুসারে ৫ ভাগে ভাগ করা হয়েছে।এবার আসা যাক সম্পূর্ণ আলোচনায়—


প্রথম ভাগঃ দক্ষিণ এশিয়া


এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত অর্থাৎ ভারতীয় উপমহাদেশ ও তার আশেপাশে অবস্থিত অঞ্চলকে দক্ষিণ এশিয়া বলা হয়ে থাকে। এশিয়ার দক্ষিণাঞ্চলের মধ্যে রয়েছে ৮টি রাষ্ট্র। এইবার আসা যাক এই ৮টি রাষ্ট্রের বর্ণনায়—


১। আফগানিস্তানঃ
আফগানিস্তান কত সালে এবং কাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
১৯১৯ সালের ৮ আগষ্ট যুক্তরাজ্যের কাছে থেকে স্বাধীনতা লাভ করে। তবে ১৯১৯ সালের ১৯ আগষ্ট স্বীকৃতি লাভ করে।
আফগানিস্তানের প্রতিষ্ঠাতা কে?
আহমেদ শাহ দুররানি ১৭৪৭ সালে আধুনিক আফগানিস্তান প্রতিষ্ঠা করেন।
আফগানিস্তানের সরকারি নাম কি?
আফগানিস্তান ইসলামি প্রজাতন্ত্র।
আফগানিস্তানের রাষ্ট্রপতির নাম কি?
আশরাফ গণি।
আফগানিস্তান কিসের উপর অবস্থিত?
একটি ভূ-বেষ্টিত মাল্ভূমির উপর।
আফগানিস্তান আয়তনের দিক থেকে বিশ্বে কততম?
৪০ তম।
আফগানিস্তানের অবস্থান নির্ণয় কর?
এর পূর্বে ও দক্ষিণে পাকিস্তান; উত্তরে তুর্কমেনিস্তান,তাজিকিস্তান ও উজবেকিস্তান; পশ্চিমে ইরান এবং উত্তরপূর্বে গণচীন।
আফগানিস্তানের রাজধানীর নাম কি?
কাবুল।এটি আফগানিস্তানের বৃহত্তম শহর।
আফগানিস্তানের বর্তমান জনসংখ্যা কত?
২০১৯ সালের তথ্য অনুযায়ি প্রায় ৩২,২২৫,৫৬০ জন। জনসংখ্যার দিক দিয়ে এর অবস্থান বিশ্বে ৪৩ তম।
আফগানিস্তানের মুদ্রার নাম কি?
আফগানি।


২। বাংলাদেশ


বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কত সালে?
বঙ্গভঙ্গ, বৃটিশ ভারতের সাথে জয়পরাজয়ের পালা শেষ করে অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
বাংলাদেশের রাষ্ট্রীয় নাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
বাংলাদেশের আয়তন কত এবং বিশ্বে আয়তনের দিক থেকেএর অবস্থান কত?
১৪৭,৫৭০ বর্গ কিলোমিটার (৫৭,৫২০ বর্গ মাইল)। আয়তনের দিক থেকে ৯২ তম।
বাংলাদেশের জনসংখ্যা কত এবং বিশ্বে জনসংখ্যায় এর অবস্থান কত?
২০১৭ সালের আদমশুমারী অনুযায়ী ১৬২,৯৫১,৫৬০ জন। বিশ্বে এর স্থান ৭ম। তবে ভাষার দিক দিয়ে এর স্থান বিশ্বে ৮ম।
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ,স্পিকার ও প্রধান বিচারপতির নাম?
রাষ্ট্রপতিঃ আব্দুল হামিদ ; প্রধানমন্ত্রীঃ দেশরত্ন শেখ হাসিনা ; জাতীয় সংসদের স্পীকারঃ শিরীন শারমিন চৌধুরী এবং বিচারপতিঃ সৈয়দ মাহমুদ হোসেন।
বাংলাদেশ সারা বিশ্বে কেন বিখ্যাত?
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন তথা সুন্দরবন বাংলাদেশে অবস্থিত হওয়ায় সারা বিশ্বে বাংলাদেশ বিখ্যাত। আরও আছে পৃথীবির দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার।


৩। ভূটান


ভূটানের রাজধানীর নাম কি?
থিম্পু।এটি ভূটানের সবচেয়ে বড় শহর।
ভূটানের আয়তন ও জনসংখ্যা কত?
৩৮,৩৯৪ বর্গ কিলোমিটার।আয়তনে এটি ১৩৩ তম।জনসংখ্যা ৭৯৭,৭৬৫ জন এবং বিশ্বে ১৬৫ তম।
ভূটানের সরকারি ভাষা ও মুদ্রার নাম কি?
ভাষার নাম জংখা। আর মুদ্রার নাম ভারতীয় রূপি।
ভুটানের সরকার ব্যবস্থা
ঐক্যমূলক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র।


৪। ভারত


ভারত কত সালে স্বাধীনতা লাভ করে?
১৯৪৭ সালের ১৫ই আগষ্ট যুক্তরাজ্য (বৃটেন) থেকে স্বাধীনতা লাভ করে।
ভারতের রাজধানীর নাম কি ? এ দেশের সবচেয়ে বড় শহর কোনটি?
রাজধানী নয়া দিল্লী। এ দেশের সবচেয়ে বড় শহর মুম্বাই।
ভারতের আয়তন ও জনসংখ্যা কত?
১২,৬৯,২১৯ বর্গ মাইল এবং বিশ্বে ৭ম। ভারতের জনসংখ্যা ১,৩৫২,৬৪২,২৮০ জন এবং বিশ্বে এর স্থান ২য়।
ভারত বিখ্যাত হওয়ার কারণ কী?
আগ্রার তাজমহল। ইউনেস্কো এর অসামান্য বিশ্বজনীন মূল্য বিচার করে তাজমহলকে বিশ্ব ঐতিহ্য ভবন বলে ঘোষণা করেছে। এছাড়া ভারতের ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান প্রযুক্তিগত ভাবে ভারতের অগ্রসারমনতা।


৫। মালদ্বীপ


মালদ্বীপ কত সালে স্বাধীনতা লাভ করে?
১৯৬৫ সালের ২৬ জুলাই।
মালদ্বীপের রাজধানীর নাম কী এবং দেশে কোন সরকার ব্যবস্থা প্রচলিত?
রাজধানী মালে। এ দেশে প্রজাতন্ত্র সরকার ব্যবস্থা প্রচলিত।
মালদ্বীপের ভাষার নাম কি
ধীবেহী
মালদ্বীপের জনসংখ্যা কত?
প্রায় ৩৯৩,৫০০ জন। বিশ্বে ১৭৫তম।
মালদ্বীপের আইনসভার নাম কি ?
গণমজলিস।

মালদ্বীপের মুদ্রার নাম কি

এখানে মুদ্রাকে মালদ্বীপীয় রূফিয়া বলা হয়।


৬। নেপাল


নেপালের রাজধানীর নাম কী?

কাঠমুন্ডু

নেপালের মুদ্রার নাম কি?
রুপি ।
নেপালের আয়তন কত? এ দেশে কোন সরকার ব্যবস্থা রয়েছে?
১৪৭,১৮১ বর্গ কিলোমিটার ও বিশ্বে ৯৫ তম। এ দেশে যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র সরকার ব্যবস্থা রয়েছে।
নেপালের জনসংখ্যা কত?
২৮,০৯৫,৭১৪ জন। জনসংখ্যায় বিশ্বে ৪৯ তম।
নেপালে কোন ভাষা ব্যবহার করা হয়?
সরকারি ভাষা তথা দাপ্তরিক ভাষা নেপালি। তবে মৈথিলী ভাষাও প্রচলিত আছে।
নেপালের জাতীয় পাখির নাম কি?
মোনাল।


৭। পাকিস্তান


পাকিস্তান কত সালে স্বাধীনতা লাভ করে?
১৯৪৭ সালের ১৪ই আগষ্ট।
পাকিস্তানের আয়তন ও জনসংখ্যা কত?
আয়তন ৭৯৬,১০০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ২১২,৭৪২,৬৩১ জন। জনসংখ্যায় বিশ্বে ৫ম।
পাকিস্তানের রাজধানীর নাম কী ও বৃহৎ শহর কোনটি?
রাজধানী ইসলামাবাদ। বৃহৎ শহর করাচি।
পাকিস্তান কী জন্য বিখ্যাত?
পৃথীবির ২য় সর্বোচ্চ পর্বত ‘কে২’ পাকিস্তানে অবস্থিত। আরও আছে পৃথীবির সবচেয়ে শীতল কাপ্তানা মরুভূমি, নবম সর্বোচ্চ ‘নাঙ্গা’ পর্বত এবং ‘ডেসাই সমভূমি’ যেটা পৃথীবির ২য় সর্বোচ্চ সমভূমি।


৮। শ্রীলঙ্কা


শ্রীলঙ্কার আয়তন ও জনসংখ্যা কত?
৬৫,৬১০ বর্গ কিলোমিটার। এ দেশের জনসংখ্যা প্রায় ২১,২০৩,০০০ জন।
শ্রীলঙ্কার রাজধানীর নাম কী ও বৃহৎ শহর কোনটি?
প্রশাসনিক রাজধানী শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে এবং বাণিজ্যিক রাজধানী কলম্বো। এ দেশের বৃহত্তর শহর কলম্বো।
শ্রীলঙ্কায় কোন ভাষা ব্যবহৃত হয় ?
এখানে সিংহলি ভাষার পাশাপাশি তামিল ভাষাও প্রচলিত।

শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?

এখানে মুদ্রার নাম শ্রীলঙ্কা রুপি।

দক্ষিণ পূর্ব এশিয়া


দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অধীনে রয়েছে ১১টি রাষ্ট্র। এই ১১টি রাষ্ট্রের বিবরণ—

১। ব্রুনাই


ব্রুনাই কত সালে স্বাধীনতা লাভ করে? এদেশের ভাষা কী?
১৯৮৪ সালের ১লা জানুয়ারি। অনেক আঞ্চলিক ভাষা থাকলেও সরকারি ভাষা মালয়।
এ দেশের আয়তন ও জনসংখ্যা কত?
৫৭৬৫ বর্গ কিলোমিটার। এখানের জনসংখ্যা ৪১৭,২০০ জন।
এ দেশের রাজধানী ও বৃহত্তর শহর কোনটি? এখানে মুদ্রাকে কী বলে?
বন্দর সেরি বেগাওয়ান। মুদ্রাকে ব্রুনাই ডলার বলে।


২। কম্বোডিয়া


কম্বোডিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? এদেশের ভাষা কী?
ফ্রান্সের কাছ থেকে ১৯৫৩ সালের ৯ই নভেম্বর স্বাধীনতা লাভ করে। এদেশে খমের ও ফরাসি ২টি ভাষাই প্রচলিত।
কম্বোডিয়ার রাজধানী ও বড় শহর কোনটি? এদেশের মুদ্রার নাম কী?
ফনম পেন। মুদ্রার নাম রিয়েল।
এ দেশের আয়তন ও জনসংখ্যা কত?
১৮১,০৩৫ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১৫,৪৫৮,৩৩২ জন।


৩। ইন্দোনেশিয়া


ইন্দোনেশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? এদেশের মুদ্রার নাম কী?
১৯৪৯ সালের ২৭ ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। এদেশের মুদ্রার নাম ইন্দোনেশিয়ান রুপিহ।
এ দেশের আয়তন ও জনসংখ্যা কত?
আয়তন ১,৯০৪,৫৬৯ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ২৬১,১১৫,৪৫৬জন।
এদেশের ভাষা কী? এখানে জাতিগোষ্ঠি কত?
ইন্দোনেশিয়ান। ৩০০ এর উপরে।
ইন্দোনেশিয়ার রাজধানী ও বড় শহর কোনটি?
রাজধানী বর্নিও। বড় শহর জাকার্তা।


৪। লাওস


লাওস কত সালে স্বাধীনতা লাভ করে? এদেশের মুদ্রার নাম কী?
১৯৪৯ সালের ১৯ জুলাই ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মুদ্রার নাম কিপ।
লাওসের রাজধানী ও বড় শহর কোনটি? এখানে কোন ধরনের সরকার ব্যবস্থাপনা প্রচলিত?
ভিয়েনতিয়েন। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থাপনা।
এ দেশের আয়তন ও জনসংখ্যা কত? এদেশের ভাষা কী?
২৩৬,৮০০বর্গ কিলোমিটার। এ দেশে জনসংখ্যা ২০১৫ অনুসারে প্রায় ৬,৪৯২,২২৮ জন। এ দেশে লাও ও ফরাসি ভাষা প্রচলিত।


৫। মালয়েশিয়া


মালেশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? এদেশের ভাষা কী?
১৯৫৭ সালের ৩১ আগষ্ট। মালয় ভাষা।
এ দেশের আয়তন ও জনসংখ্যা কত?
৩,২৯,৮৪৫বর্গ কিলোমিটার। এ দেশে জনসংখ্যা ২০০৭ অনুসারে প্রায় ২৭,১৪০,০০০ জন।
মালেশিয়ার রাজধানী ও বড় শহর কোনটি? এখানে মুদ্রাকে কী বলা হয়?
রাজধানী ও বড় শহর কুয়ালালামপুর। মুদ্রাকে রিংগিত বলা হয়।
এ দেশে কোন ধরনের সরকার ব্যবস্থাপনা প্রচলিত?
রাজতন্ত্র সরকার ব্যবস্থাপনা প্রচলিত।


৬। মায়ানমার


মায়ানমার কখন স্বাধীন হয়?
১৯৪৮ সালের ৮ জানুয়ারি স্বাধীন হয়।
এদেশের জনসংখ্যা ও আয়তন কত?
২০১৫ সালের জুলাই অনুযায়ী ৬০,০৭৭,৬৮৯ জন। এদেশের আয়তন ৬,৭৬,৫৭৮ বর্গ কিলোমিটার।
মায়ানমারের ভাষা কি এবং মুদ্রার নাম কি?
ভাষার নাম বর্মী। মুদ্রার নাম ক্যত।
এখানের রাজধানীর নাম কী?এর বড় শহর কোনটি?
নেপিডো হলো রাজধানী। এর বড় শহর ইয়াঙ্গুন।


৭। ফিলিপাইন


ফিলিপাইন কাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে।
ফিলিপাইন এর ভাষা কি এবং মুদ্রার নাম কি?
ভাষা ফিলিপিনো। মুদ্রার নাম পেসো।
এখানের রাজধানীর নাম কী?এর বড় শহর কোনটি?
রাজধানীর নাম ম্যানিলা এবং বড় শহর কেসোন।

সুবিক বে অবস্থিত ফিলিপাইন।


৮। সিঙ্গাপুর


সিঙ্গাপুরের ভাষা কী?
ইংরাজী,সরল চীনা, মালয়, তামিল।
এ দেশের আয়তন ও জনসংখ্যা কত?
২৭৮ বর্গমাইল। জনসংখ্যা ৫৬,০৭,৩০০ জন।
সিঙ্গাপুরের রাজধানী ও বড় শহর কোনটি? এখানে মুদ্রাকে কী বলা হয়?
সিঙ্গাপুর (নগর রাষ্ট্র) ও বড় শহর বিডক। মুদ্রাকে সিঙ্গাপুর ডলার বলে।
এ দেশে কোন ধরনের সরকার ব্যবস্থাপনা প্রচলিত?
একক একদলীয় আধীপত্যমূলক সংসদীয় প্রজাতন্ত্র।

৯। থাইল্যান্ড


থাইল্যান্ডের রাজধানী কি?
ব্যাংকক। এটি ই থাইল্যান্ডের বড় শহর।
থাইল্যান্ডের ভাষা কি? এখানে মুদ্রার নাম কি?
ভাষা থাই। মুদ্রার নাম থাই বাত।
এদেশের আয়তন কত?
৫১৩,১২০ বর্গ কিলোমিটার।
এদেশের জনসংখ্যা কত?
প্রায় ৬৭,০৯১,১২০ জন।


১০। পূর্ব তিমুর


পূর্ব তিমুরের ভাষা কী?
তেতুম ও পর্তুগিজ।
এদেশের জনসংখ্যা ও আয়তন কত?
প্রায় ১,১৬৭,২৪২ জন।এদেশের আয়তন ১৫,৪১০ বর্গ কিলোমিটার।
পূর্ব তিমুরের মুদ্রার নাম কি?
ইউ,এস,ডলার।
এখানের রাজধানীর নাম কী?এর বড় শহর কোনটি?
রাজধানী ও বড় শহর দিলি।

১১। ভিয়েতনাম


ভিয়েতনাম কত সালে স্বাধীনতা লাভ করে? এদেশের ভাষা কী?
১৯৪৫ সালের ২সেপ্টেম্বর ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ভাষা ভিয়েতনামিজ।
এ দেশের আয়তন ও জনসংখ্যা কত?
৩,৩১,২১০বর্গকিলোমিটার। এদেশের জনসংখ্যা ৯৬,২০৮,৯৮৪ জন। বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে ৪৬ তম।
ভিয়েতনামের রাজধানী ও বড় শহর কোনটি? এখানে মুদ্রাকে কী বলা হয়?
এর রাজধানী হ্যানয় ও বড় শহর হো চি মিন। মুদ্রার নাম ডং।


পূর্ব এশিয়া


পূর্ব এশিয়ার দেশ সংখ্যা ৫টি।এর মধ্যে চীন শুধু পূর্ব এশিয়া নয় এশিয়া মহাদেশে সবচেয়ে বড় রাষ্ট্র এবং বিশ্বে আয়তনে ৩য় ৪র্থ আর জনসংখ্যায় ১ম স্থানে আছে। জেনে নেই ৫টি দেশ সম্পর্কে।


১। চীন


চীন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি কে?
সান ইয়াত-সেন।
চীনকে গণপ্রজাতন্ত্রী চীন ঘোষণা করা হয় কবে?
১৯৪৯ সালের ১লা অক্টোবর।
চীনের ভাষা, রাজধানী ও বড় শহর কোনটি?
চীনের ভাষা সরল চীনা। এর রাজধানী বেইজিং এবং বড় শহর সাংহাই।
চীনের আয়তন ও জনসংখ্যা কত?
আয়তন ৯,৫৯৬,৯৬১ বর্গ কিলোমিটার। আয়তনে বিশ্বে ৩য়। জনসংখ্যা ১,৩৭৬,০৪৯,০০০ জন এবং বিশ্বে ১ম স্থানের অধিকারী।
মুদ্রাকে চীন কী বলে?
রেন্মিন্বি বা চাইনিজ ইয়ান।
চীন কেন বিখ্যাত?
চীনের প্রাচীরের জন্য।
চীনের শাসন ব্যবস্থা কীরূপ?
একদলীয় সাম্যবাদী শাসন ব্যবস্থা।


বাকি দেশগুলো হলো–
২।জাপান , ৩। মঙ্গোলিইয়া, ৪। উত্তর কোরিয়া এবং ৫। দক্ষিণ কোরিয়া ।


মধ্য প্রাচ্য/ পশ্চিম এশিয়া


এশিয়া মহাদেশের সবচেয়ে বড় অংশ হলো মধ্য প্রাচ্য। অর্ধেক এশিয়া দখল করে আছে মধ্য প্রাচ্য। এই অংশে দেশের সংখ্যা ১৫ টি। চলুন দেশগুলোর নাম জেনে নেই।
১। বাহারাইন, ২। ইরাক, ৩। ইসরায়েল, ৪। জর্ডান, ৫। লেবানন, ৬। সৌদি-আরব, ৭। সিরিয়া, ৮। তুরস্ক, ৯। সংযুক্ত আরব আমিরাত, ১০। ইয়েমেন, ১১। ইরান, ১২। কুয়েত, ১৩। ওমান, ১৪। কাতার এবং ১৫। ফিলিস্তিন।

মধ্য এশিয়া


এশিয়া মহাদেশের সবচেয়ে কম পরিচিত অংশ হলো মধ্য এশিয়া। মধ্য এশিয়াতে দেশ মাত্র ৫টি।আর এই ৫টি দেশও খুব বেশি পরিচিত নয়।দেশগুলো হলো–
১। কাজাকিস্তান, ২। কিরগিজিস্তান, ৩। তাজিকিস্তান, ৪। তুর্কমেনিস্তান এবং ৫। উজবেকিস্তান (রাজধানী- তাসখন্দ)।
সবশেষে,
পুরো লিখাটি পড়া শেষ করার পরে আশা করছি এশিয়া মহাদেশ সম্পর্কে এবং এই মহাদেশে অবস্থিত সকল দেশ সম্পর্কে বিশাদ বিবরণ পেয়েছেন। আমি চেষ্টা করেছি , সংক্ষেপে এশিয়া মহাদেশ ও এর অন্তর্ভুক্ত সব দেশের গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনাদের কাছে উপস্থাপণ করতে।
এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত – এ বিষয়ে আপনাদের যত প্রশ্ন আছে , তার সবগুলোর উত্তর নিশ্চই আপনারা পেয়েছেন।
অনেক ধন্যবাদ, ধৈয্য নিয়ে লিখাটি পড়ার জন্য। আপনার সর্বাঙ্গিন শুভ কামনা করি।
মেটা
এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত? আপনি কি এশিয়া মহাদেশের দেশগুলো সম্পর্কে একসাথে জানার জন্য কোনো আর্টিকেল খুঁজছেন? তাহলে আপনি সঠিকটাই বেছে নিয়েছেন। বিশদ জানতে সম্পূর্ণ পড়ুন।

Model Test- এশিয়া মহাদেশ

Time- 12 min                                                                  Mark- 20

১. উজবেকিস্তানের রাজধানীর নাম কী  ?

ক. তাসখন্দ খ. আমতানা গ. আশখাবাদ ঘ. দুশানবে

২. “সুবিক বে ” কোথায় অবস্থিত ?

ক.জাপান  খ. সিঙ্গাপুর গ.ফিলিপাইন  ঘ.জার্মানী  

৩. দূরপ্রচ্যের দেশ কয়টি ?

ক. ৫টি খ. ৬ টি গ. ৭ টি ঘ. ১১ টি  

৪. ‘পানমুনজাম’ কী?

ক. তাইওয়ানের রাজধানী  খ. মুদ্রার নাম গ. দুই কোরিয়ার মধ্যের এক গ্রাম ঘ. কোন একটি সদর দপ্তুর  

৫. বিখ্যাত ‘সামুরাই’ শব্দটি ব্যবহৃত হয় ?

ক. চীন খ. জাপান গ. দক্ষিণ কোরিয়া ঘ. ভিয়েতনাম

৬. ‘দালাইলামার’ আসল নাম কী ?

ক.তেনজিন গিয়াতমো   খ. তেনজিং নরগে গ. লামা গিয়াতোমা ঘ. নামজান পিকং

৭. ‘এক দেশ দুই নীতি’ চালু থাকবে কত সাল পর্যন্ত  ?

ক.  ২০৩৫ খ. ২০৪৯ গ. ২০২৯ ঘ.২০৩৯

৮. ইরান-ইরাক যুদ্ধ শুরু হয় কবে?

ক. ১৯৭৯  খ. ১৯৮০ গ. ১৯৮৮ ঘ. ১৯৭৮

৯. ‘wailing wall’ কোথায় অবস্থিত ?

ক. বার্লিন খ. রোম গ. চীন ঘ. জেরুজালেম

১০. স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ ?

ক. সিরিয়া খ. আলবেনিয়া গ. আলজেরিয়া ঘ. নাইজেরিয়া  

Ans- ১। ক ২। গ ৩। খ ৪। গ ৫। খ ৬। ক ৭। খ ৮। খ ৯। ঘ ১০। গ

Exit mobile version