Oppo Reno 3A: ৪৮ মেগা পিক্সেল ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে চালু হল

oppo reno 3a specification
oppo reno 3a price in bangladesh

চীনা স্মার্টফোন কোম্পানি অপ্পো তাদের মিড রেঞ্জ ফোন Oppo Reno 3A লঞ্চ করলো। এই ফোনটি কোম্পানি জাপানে লঞ্চ করেছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এটি বাংলাদেশ ও ভারতে আসবে।

অপ্পো রেনো ৩এ ফোনের বিশেষ বিশেষ ফিচার

 হল-১। কোয়াড রিয়ার ক্যামেরা,

২। ৪,০২৫ এমএএইচ ব্যাটারি,

৩। স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর আছে।

৪। ৬ জিবি র‍্যাম

৫। ১২৮ জিবি স্টোরেজ

কালারOppo Reno 3A ফোনটি সাদা এবং কালো রঙের পাওয়া যাবে।

ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম ২৮,০০০ টাকার কাছাকাছি। তবে আশা করা হচ্ছে Oppo Reno 3A দাম আরও কমে আসবে।

 অপ্পো রেনো ৩এ স্পেসিফিকেশন : Oppo Reno 3A

অপ্পো রেনো ৩এ ফোনে

১। ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি + AMOLED ডিসপ্লে

২।  যার রেজুলেশন ১০৮০x২৪০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯।

৩। ডিসপ্লে ডিজাইন ওয়াটারড্রপ নচ,

৪। এছাড়া  এফ/২.০ অ্যাপারচারের সাথে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ৫। এটি ডিসি ডিমিং সাপোর্ট

৬। গরিলা গ্লাস ৫ প্রটেকশন ডিসপ্লেটির বিশেষ বৈশিষ্ট্যটি হল ।

Oppo Reno 3A পারফরম্যান্সঃ

oppo reno 3a

 Oppo Reno 3A ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর দেওয়া হয়েছে, এবং যার সাথে ৬ জিবি র‌্যাম আছে। এখানে স্টোরেজ আছে ১২৮ জিবি, ইন্টারনাল স্টোরেজ। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আপনি এর স্টোরেজ বাড়াতে পারবেন। তাছাড়া সিকিউরিটির জন্য এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর(in display finger print sensor)

Oppo Reno 3A ফটোগ্রাফি:

 অপ্পো রেনো ৩এ ফটোগ্রাফির জন্য  খুবই চমৎকার ।
১। অপ্পো রেনো ৩এ ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে।

২। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

৩। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড ColorOS ৭.১ অপারেটিং সিস্টেমে চলে।

৪। অপ্পো রেনো ৩এ ৪,০২৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Oppo Reno 3A রিভিউঃ  ফোনটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত।