প্রথম বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশ – বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf
hints:
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশ
১. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
উত্তরঃ ভুটান – ৬ ডিসেম্বর, ১৯৭১,তারবার্তার মাধ্যমে ১ম স্বীকৃতি দেন ভুটান- (তথ্যসূত্র- ৯ ডিসেম্বর,২০১৪ দৈনিক প্রথম আলো,-) তৎকালীন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেছেন, ভুটানই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর একটি তারবার্তার মাধ্যমে দেশটি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল
২. ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দান করে?
উত্তরঃ ৬ ডিসেম্বর, ১৯৭১।
৩. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি
উত্তরঃ পূর্ব জার্মানি
(১৯৯০ সালের ১৩ অক্টোবর পূর্ব ও পশ্চিম জার্মানী একত্রিত হয়)
৪. কোন ইউরোপীয় রাষ্ট্র প্রথম বাংলাদেশকে স্বীকৃতিদান করেন?
উত্তরঃ পোল্যান্ড
(১৭৯১ সালে পোল্যান্ডের প্রতিবেশি রাষ্ট্র রাশিয়া ও অস্ট্রিয়া পোল্যান্ড কে অধিকার করে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে শাসন করে , পরবর্তীতে ১ম বিশ্বযুদ্ধের পর পোল্যান্ড দেশটি স্বাধীনতার স্বাদ পায়।)
৫. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি
উত্তরঃ পূর্ব জার্মান।
৬. বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
উত্তরঃ সেনেগাল
(পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট স্বাধীন রাষ্ট্র সেনেগাল- সেনেগালের রাজধানী- ডাকার- মূলতঃ ‘সেনেগাল’ নদীর নাম থেকেই সেনেগাল দেশের নামকরণ করা হয়।)
৭. বাংলাদেশকে কোন অ-আরব মুসলিমদেশ প্রথম স্বীকৃতি প্রদান করে?
উত্তরঃ মালয়েশিয়া
(১৩ টি রাজ্য ও ৩ টি ফেডারেল অঞ্চল নিয়ে মূলত মালয়েশিয়া গঠিত- মালয়েশিয়ার রাজধানী শহর- কুয়ালালামপুর,এবং মালয়েশিয়ার ফেডারেল সরকারের রাজধানী- পুত্রজায়া )
৮. কোন মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করেন?
উত্তরঃ ইরাক ।
৯. মধ্যপ্রাচ্যের কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করেন?
উত্তরঃ ইরাক
(ইরাক বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়ার জন্য সারা বিশ্বের বুকে গৌরবে মহীয়ান। টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা ও ফোরাত) নদীদ্বয়কে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব ৬০০০ বছর আগে গড়ে ওঠে এ সভ্যতা)
১০. উপসাগরীয় দেশ গুলোর মধ্যে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেন?
উত্তরঃ কুয়েত
(কুয়েত একটি ছোট তেল সমৃদ্ধ দেশ এর রাজধানী কুয়েতসিটি।কুয়েতের দক্ষিণে সৌদিআরব ও উত্তরে ইরাক দ্বারা বেষ্টিত কুয়েত দেশটি। ১৯৯০ সালের আগস্টে ইরাক কুয়েত আক্রমণ করে,পরবর্তীতে ইরাকে হটানোর জন্য মার্কিনযুক্তরাষ্ট্র জোট গঠন করে যুদ্ধ করে- যেটা উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত।
১১. চীন কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ১৯৭৫ সালে।
( বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। চীন বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেক বেশি। বাংলাদেশে চীন থেকে ৯ বিলিয়ন ডলারের পণ্য সামগ্রী আমদানির বিপরীতে মাত্র ১ বিলিয়ন ডলারের পণ্যসামগ্রী রপ্তানি করে।)
১২. মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কখন স্বীকৃতি দান করে?
উত্তরঃ ৪ এপ্রিল, ১৯৭২
(মার্কিন যুক্তরাষ্ট্রে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র ভিত্তিক সরকার ব্যবস্থা বিদ্যমান।যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান রয়েছে। এদের আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট । যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হাউজ অভ রেপ্রেজেন্টেটিভ্স এবং উচ্চকক্ষের নাম সেনেট। হাউজ অভ রেপ্রেজেন্টেটিভ্স এর সদস্যসংখ্যা ৪৩৫ এবং সিনেটের এর সদস্যসংখ্যা ১০০। ১৭৮৭ সালের ১৭ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয় এবং ১৭৮৯ সালের ৪ঠা মার্চ থেকে এটি কার্যকর করা হয়। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ বিচারালয়।)
১৩. ফ্রান্স কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ?
উত্তরঃ ১৪ ফেব্রুয়ারী, ১৯৭২
(ফ্রান্স একটি নগরভিত্তিক রাষ্ট্র ।দেশটির চার ভাগের তিন ভাগ মানুষই শহরে বাস করে।)
আন্তজার্তিক অঙ্গনে বাংলাদেশঃ বিসিএস বাংলাদেশ বিষয়াবলী
১৪. বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
উত্তরঃ Commonwealth
১৫। বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে কত সালে
উত্তর- ১৯৭২ সালের ১৮ এপ্রিল
১৫. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ?
উত্তরঃ ৩২ তম।
সর্বমোট ৫৪। সর্বশেষ সদস্য রুয়ান্ডা কমনওয়েলথের সর্বমোট সদস্যদেশ ৫৪ টি । সর্বশেষ সদস্য রুয়ান্ডা
১৬. কত তারিখে বাংলাদেশ IMF এর সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৭ জুন, ১৯৭২
(The International Monetary Fund is an international organization headquartered in Washington, D.C consisting of 189 countries working to foster global monetary cooperation, secure financial stability )
১৭. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
১৮. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তরঃ ১৩৬তম সদস্য।
১৯. কত সালে বাংলাদেশ ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৯৭৪ সালে।
২০. বাংলাদেশ কত সালে বিশ্ব বানিজ্য সংস্থার সদস্য হয়?
উত্তরঃ জানুয়ারি, ১৯৫৫
২১. কত সালে বাংলাদেশ বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৯৮০ সালে।
২২. বাংলাদেশ সর্বপ্রথম NAM Summit এ যোগদান করে কবে কোথায় ?
উত্তরঃ আলগ্রিজ, Algiers ১৯৭৩ সালে ।
২৩. বাংলাদেশ কোন আঞ্চলিক সংস্থার সদস্যপদ চাইছে?
উত্তরঃ ASEAN
জাতিসংঘে বাংলাদেশঃ বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf
২৪. জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ২৯ তম।
২৫. কোন রাষ্ট্রনায়ক সর্বপ্রথম জাতিসংঘের বাংলায় ভাষণ প্রদান করেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান।
২৬. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় বাংলায় ভাষণ প্রদান করেন?
উত্তরঃ সাধারণ পরিষদের অধিবেশন।
২৭. জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন?
উত্তরঃ ২৯তম।
২৮. কত সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়?
উত্তরঃ ১৯৮৬ সালে।
২৯. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
উত্তরঃ হুমায়ুন রশীদ চৌধুরী।
৩০. জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে?
উত্তরঃ হুমায়ুন রশীদ চৌধুরী।
৩১. বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের (নিরাপত্তা পরিষদের) সদস্য পদ লাভ করে?
উত্তরঃ ২ বার।
৩২. বাংলাদেশ কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
উত্তরঃ ১৯৭৯-৮০
৩৩. বাংলাদেশ কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে নির্বাচিত হয়েছিল?
উত্তরঃ ২০০০ সালে।
৩৪. জাতিসংঘের মহাসচিব হিসাবে কে প্রথম বাংলাদেশ সফর করেন?
উত্তরঃ কুর্ট ওয়াল্ডহেইম।
৩৫. জাতিসংঘের মহাসচিব কফি আনান বাংলাদেশ সফর করেন কত সালে ?
উত্তরঃ ২০০১ সালে।
৩৬. কবে জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে বাংলাদেশ আগমন করেন?
উত্তরঃ ১ নভেম্বর, ২০০৮ সালে।
৩৭. কি কারণে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে সুনাম অর্জন করেছে?
উত্তরঃ আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম।
৩৮. কোন সাল থেকে বাংলাদেশ শান্তি রক্ষা মিশনে কাজ করে আসছে?
উত্তরঃ ১৯৮৮ সাল।
৪০. কোন দেশে যুদ্ধে অংশগ্রহনের জন্য বাংলাদেশি সৈন্য পাঠানো হয়েছিল?
উত্তরঃ কুয়েত।
৪২. যে দেশ বাংলাদেশ দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে?
উত্তরঃ নেদারল্যান্ড।
৪৩. বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত?
উত্তরঃ লাইবেরিয়ায়।
৪৪. বাংলাদেশ এভিনিউ কোন শহরে অবস্থিত?
উত্তরঃ নিউইর্য়ক
৪৫. বাংলাদেশ স্ট্রিট নামে সম্প্রতিকোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে?
উত্তরঃ আইভরি কোস্ট।
১৫ আগস্টের নির্মম হত্যাকান্ড, ১৯৯০ এর গণঅভ্যুথান, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটিঃ বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf
৪৬. বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন?
উত্তরঃ ২৫ জানুয়ারী, ১৯৭৫ সালে।
৪৭. জাতীয় শোক দিবস কবে?
উত্তরঃ ১৫ আগস্ট।
৪৮. বাংলাদেশে প্রথম সামরিক আইন কে জারি করেন?
উত্তরঃ খোন্দকার মোশতাক আহমেদ।
৪৯. সামরিক আইন জারি হলে কি হয়?
উত্তরঃ সার্বভৌমত্ব থাকে না।
৫০. ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
উত্তরঃ মেজর জেনারেল কাজী মুহাম্মদ শফিউল্লাহ
৫১. কখন বাংলাদেশ জেলহত্যা সংঘটিত হয়?
উত্তরঃ ১৯৭৫ সালের ৩ নভেম্বর।
৫২. জাতীয় সংহতি ও বিপ্লব দিবস কবে?
উত্তরঃ ৭ নভেম্বর।
৫৩.‘স্বৈরাচার নিপাত যাত-গণতন্ত্র মুক্তি পাক’ এই বাক্য শরীরে লিখে রাস্তায় মিছিলে গিয়ে শহীদ হয়েছেন কে?
উত্তরঃ নূর হোসেন।
৫৫. বাংলাদেশে গঠিত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সংগঠনটিরনাম কী?
উত্তরঃ ঘাতক দালাল নির্মূল কমিটি।
৫৬. একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কে?
উত্তরঃ জাহানারা ইমাম।
৫৭. ঘাতক দালালদের বিচারের জন্য গঠিত গণ আদালতের সঙ্গে কার নাম সম্পৃক্ত?
উত্তরঃ জাহানারা ইমাম।
৫৮. ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৯৯২ সালে।
৫৯. বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?
উত্তরঃ যুদ্ধাপরাধীদের বিচার,সমুদ্রসীমা অর্জন,অর্থনৈতিক প্রবৃদ্ধি ইত্যাদি
৬০. ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের কত জন বিচারের উপস্থিত ছিলেন।
উত্তরঃ ১২ জন।
Download Above content free PDF – bangladesh affairs bcs preparation
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf পর্ব ০৪ বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf – পর্ব ০৩ পাকিস্তান শাসন আমলে বাংলা
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf – পর্ব ০২ – ব্রিটিশ শাসন আমলে বাংলা
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf – পর্ব ০১ -বাঙালি জাতির ইতিহাস