১।. ব্যবহৃত উইন্ডো (Window) থেকে পরবর্তী উইন্ডতে যেতে কোন কোন কী (key) ব্যবহার করতে হবে ?
ক. CTRL+Tab
খ. AIT+tab
গ. AIT+Right key
ঘ. End Key
উত্তর : খ. ALT+tab
২।.ক্লিপবোর্ডে স্ক্রিনের একটি ছবি ক্যাপচার এবং অনুলিপির জন্য ?
ক. PrntScr
খ. CTRL+F9
গ. CTRL+P
ঘ. PRINT window
উত্তর: ক. PrntScr
৩।. পরবর্তী বিকল্প অথবা বিকল্প গ্রুপ কার্যকর করতে-
ক. ALT +Tab
খ. CTRL+Tab
গ. Tab
ঘ. CTRL+RIGHT Arrow
উত্তর: ক. ALT +Tab
৪।. কোনো নথির নিচে যেতে কোন কী (Key)চাপতে হয়
ক. Insert Key
খ. Home Key
গ. CTRL+End key
ঘ. End Key
উত্তর: গ. CTRL+End key
৫। নিচের কোন ডিভাইসটিকে নেটওয়ার্কে ভাগ করা যায় না ?
ক. সিডি ড্রাইভ (CD Drive)
খ. প্রিন্টার (Printer)
গ. মাউস (Mouse)
ঘ. হার্ড ডিস্ক (Hard Disk)
উত্তর : গ. মাউস (Mouse)
৬. সংরক্ষন করা হয়েছে এমন ফাইল বের করতে ও লোড করতে
ক. ক্লোজ কমান্ড (close command)) সিলেক্ট করতে হবে
খ. নিউ কমান্ড (New Command) সিলেক্ট করতে হবে
গ. সেভ কমান্ড (Select Command) সিলেক্ট করতে হবে
ঘ. ওপেন কমান্ড(Open Command) সিলেক্ট করতে হবে
উত্তর: ঘ. ওপেন কমান্ড (Open Command) সিলেক্ট করতে হবে
৭.নিচের কোন কী (Key) গুলি সংখ্যার ইনপুটকে দ্রুত চলমান করে ?
ক. ফাংশন কি (Function Key)
খ. নিউমেরিক কি (Numeric Key)
গ. CTRL+Shift+ALT
ঘ. Alt
উত্তর: খ. নিউমেরিক কি (Numeric key)
৮. সংখা প্যাডকে নির্দেশনামূলক তীর (Directional arrows) হিসেবে কাজ করতে
ক. Num lock
খ. Caps look
গ. Arrows lock
ঘ. Shift
উত্তর: ক. Num lock
৯.নিচের কোন Device টিকে স্ক্রিন বা মনিটর উভয় বলা যেতে পারে-
ক.মুদ্রাকর (Printer)
খ.স্ক্যানার (Scanner)
গ.হার্ড ডিস্ক (Hard Disk)
ঘ.ডিসপ্লে (Display)
উত্তরঃডিসপ্লে (Display)
১০.ওসিআর (OCR- Optical Character Reader) সমর্থন করে-
ক.আয়তন
খ.আকৃতি
গ.রং
ঘ.জায়গা
উত্তরঃআকৃতি
১১.একটি হালকা সংবেদনশীল ডিভাইস যা অংকন,মুদ্রিত পাঠ্য(Printed Text) বা অন্যান্য চিত্রগুলিকে ডিজিটাল আকারে রুপান্তর করে-
ক.কী-বোর্ড (Key board)
খ.প্লটার (plotter)
গ.স্ক্যানার (Scanner)
ঘ.ওএমআর (OMR)
উত্তরঃ গ.স্ক্যানার (Scanner)
১২. নিচের কোনটি ডট ম্যাট্রিক্স(Dot matrix),ডেস্কজেট (Deskjet),ইংকজেট (Inkjet) ও লেজার এর কাছাকাছি?
ক.প্রিন্টার (Printer)
খ.সফটওয়্যার (Software)
গ.মনিটর (monitor)
ঘ.কী-বোর্ড (KEY BOARD)
উত্তরঃক.প্রিন্টার (printer)
১৩.নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
ক.কী-বোর্ড
খ.মাউস
গ.স্পিকার (Speaker)
ঘ.স্ক্যানার
উত্তরঃগ.স্পিকার (speaker)
১৪.কোনটি কাটা,কপি এবং পেস্ট করতে নির্বাচন করা হয়?
ক.ফাইল
খ.টুল
গ.স্পেশাল
ঘ.এডিট
উত্তরঃঘঃএডিট
১৫:”Tab” কী ব্যাবহার করা হয়-
ক.Cursorটি স্ক্রিনকে অ্যাক্রোস করতে
খ.অনুচ্ছেদে প্রবেশ করতে
গ.Cursor টি স্ক্রিনের নিচে নামাতে
ঘ.ক ও খ
উত্তরঃখ.অনুচ্ছেদে প্রবেশ করতে
১৬.কোন কী’টি (key) Start Button গুলো চালু করবে?
ক.Esc
খ.Shift
গ.windows
ঘ.Shortcut
উত্তরঃগ. Windows
১৭.পাঠ্যরেখার (Text Line ) শুরুতে যেতে-
ক.Home
খ.A
গ.page up
ঘ.Enter
উত্তরঃক.Home
১৮:একটি নথি নিচে সরানোর জন্য-
ক.হোম কী
খ.Ctrl+হোম কী
গ.End কী
ঘ. Ctrl+End কী
উত্তরঃঘ.Ctrl+End কী
১৯.নিচের কোন ডিভাইসটি MS Office এ কাজ করতে ব্যাবহার করা হয় না?
ক.স্ক্যানার
খ.মাউস
গ.কী-বোর্ড
ঘ.জয়স্টিক
উত্তরঃঘ.জয়স্টিক (Joystick)
২০.উইন্ডোর উপরে থাকা কোন বার যা উইন্ডোটির নাম বহন করে?
ক.Control Panel
খ.Taskbar
গ.Status bar
ঘ.Tittle bar
উত্তরঃঘ.Tittle bar
২১.ডকুমেন্টের শেষ ক্রিয়াটি পূর্বাবস্থায় ফেলার “শর্টকাট কী” টি কি?
ক.Ctrl+X
খ.Ctrl+Z
গ.Ctrl+U
ঘ.Ctrl+Y
উত্তরঃখ.Ctrl+Z
২২.এমএস-এক্সেল(Ms excel) এর ক্ষেত্রে আপনি যদি কোনো ঘরে কোনো এন্ট্রি টাইপ করতে শুরু করেন এবং ঐ ঘরে এন্ট্রি পেতে চাননা তবে?
ক.Erase key চাপুন
খ.Esc চাপুন
গ.Enter বাটন চাপুন
ঘ.Edit formula বাটন চাপুন
উত্তরঃখ.Esc চাপুন
২৩.নিচের কোনটি তথ্য কাট (cut) করবে না?
ক.Ctrl+C চাপলে
খ.মেনু থেকে Edit>Cut সিলেক্ট করলে
গ.Standard cut বাটনে ক্লিক করলে
ঘ.Ctrl+X চাপলে
উত্তরঃক.Ctlr+c চাপলে
২৪.QWERTY এর রেফারেন্স সহ ব্যাবহৃত হয়-
ক.মনিটর
খ.প্রিন্টার
গ.কী-বোর্ড
ঘ.মাউস
উত্তরঃগ.কী-বোর্ড
২৫.কোন “কী” টি ব্যাবহার করে কম্পিউটারে থাকা উইন্ডোজের একটি ডকুমেন্ট মুদ্রণ করা যায়?
ক.Ctrl+P
খ.Shift+P
গ.Alt+P
ঘ.Ctrl+Alt+p
উত্তরঃক.Ctrl+p
২৬.”Pentium”শব্দটির সাথে সম্পর্কিত-
ক.মাউস
খ.হার্ডডিস্ক
গ.মাইক্রোপ্রসেসর
ঘ.ডিভিডি
উত্তরঃগ.মাইক্রোপ্রসেসর
২৭.নথির ভুল চরিত্র বা সন্নিবেশ বিন্দুর ডানদিকে মুছতে কোন “কী” ব্যাবহার করা হয়?
ক.মাউসের ডান কী চাপুন
খ.মাউসের ডান কী’টি দুইবার চাপুন
গ.Backspace কী’টি চাপুন
ঘ.Delete কী’টি চাপুন
উত্তরঃঘ.Delete কী’টি চাপুন
২৮.কম্পিউটার সিস্টেমে এক্সেস সীমাবদ্ধ করতে ব্যবহৃত সবচেয়ে সাধারণত সরঞ্জামটি কী?
ক.ইউজার লগ ইন
খ.পাসওয়ার্ড
গ.কম্পিউটার কী
ঘ.এক্সেস কন্ট্রোল সফটওয়্যার
উত্তর:খ.পাসওয়ার্ড
২৯.একটি ম্যাসেজ সিকিউর (Secure) বা নিরাপদ করতে ব্যবহৃত হয়-
ক.ক্রিপটোলজি
খ.এনক্রিপশন কী
গ.এনক্রিপশন সফটওয়্যার প্যাকেজ
ঘ.ক্রিপ্টোসিস্টেম
উত্তরঃঘ.ক্রিপোসিস্টেম
৩০.একটি কম্পিউটারের কী-বোর্ডের কোন কী’টিতে এর নামটি মুদ্রিত নেই?
ক.ESC
খ.shift
গ.F1
ঘ.Space
উত্তরঃঘ.Space
৩১.কম্পিউটার অপারেশনের কোন ডিভাইস কী-বোর্ডের সাহায্যে বিতরণ করে?
ক.জয়স্টিক
খ.হালকা কলম
গ.মাউস
ঘ.টচ
উত্তরঃগ.মাউস
৩২.কোন আউটপুট ডিভাইস কম্পিউটার থেকে তথ্য কাগজে চিত্রের আকারে অনুবাদ করার জন্য ব্যবহৃত হয়?
ক.মাউস
খ.প্লটার
গ.টাচ প্যানেল
ঘ.কার্ড খোঁচা
উত্তরঃখ.প্লটার
৩৩.সিগন্যাল রুপান্তর সম্পাদন করে এমন ডিভাইস হলো-
ক.মডুলেটর
খ.মডেম
গ.কী-বোর্ড
ঘ.প্লটার
উত্তরঃক.মডুলেটর
৩৪.কম্পিউটারে ইনপুট করার জন্য হস্তান্তর ছাপগুলিকে “Coded Letter”ও অবস্থানগত স্থানাংকে রুপান্তরের ডিভাইস-
ক.টাচ প্যানেল
খ.মাউস
গ.ওয়ান্ড
ঘ.রাইটিং ট্যাবলেট
উত্তরঃরাইটিং ট্যাবলেট
৩৫.আজকের বহুল ব্যভহৃত ইনপুট ডিভাইসটি হচ্ছে-
ক.মাদারবোর্ড
খ.কী-বোর্ড
গ.মাউস
ঘ.স্ক্যানার
উত্তরঃখ.কী-বোর্ড
৩৬:নিচের কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস নয়?
ক.প্রিন্টার
খ.কি-বোর্ড
গ.ভিডিইউ
উত্তরঃকি-বোর্ড
৩৭.সর্বশেষ পিসি কীবোর্ড গুলি এমন একটি সার্কিট ব্যবহার করে যা এর ক্যাপাসিটেন্স পরিবর্তনের
মাধ্যমে আন্দোলিত হয়-
ক.মেকানিকাল কী-বোর্ড
খ.ডিভোরাক কী-বোর্ড
গ.ক্যাপাসিটেন্স কী-বোর্ড
ঘ.কোয়ার্টি কী-বোর্ড
উত্তরঃগ.ক্যাপাসিটেন্স কী-বোর্ড
৩৮.আপনার কম্পিউটার সিস্টেমে ওয়ার্ড ফাইল সংরক্ষনের জন্য শর্টকাট কী কোনটি?
ক.F8
খ.F12
গ.F10
ঘ.Ctrl+AlT+O
উত্তরঃগ.F12
৩৯.উইন্ডোতে জুম করার শর্টকাট কী কোনটি?
ক.Shift+ [+]
খ.win+ [+]
গ.win+F4
ঘ.Alt+[+]
উত্তরঃ win+ [+]
৪০:একটি কম্পিউটার কী-বোর্ডে কিছু কী দুবার দেওয়া হয়,কিন্তু নিম্নের কোনগুলি একবার দেওয়া হয়? (কী_বোর্ডের কী সমূহ)
ক.Alt
খ.Shift
গ.Ctrl
ঘ.Tab
উত্তরঃTab
৪১.এক বাইটে কত বিট?
ক.১৬
খ.৮
গ.২৫৫
ঘ.১০
উত্তর :৮
৪২:RTS এর পূর্ণরুপ
ক.Ready to Start
খ.Ready to Switch
গ.Request to send
ঘ.ready to set
উত্তরঃ ঘ.ready to set
৪৩.কিভাবে আপনি টগল কী গুলো চালু ও বন্ধ করবেন?
ক.Num Lock (press for 5 seconds)
খ.Num lock+plus (+)
গ.Ctrl+Asterisk
ঘ.Ctrl+Alt
উত্তরঃ ক.Num Lock (press for 5 seconds)
৪৪.F4 কী ব্যাবহার করা হয়
ক.এক্টিভ লিস্ট প্রদর্শন করতে
খ.”Help” দেখাতে
গ.ডেস্কটপ দেখাতে
ঘ.ডায়ালগ বক্স দেখাতে
উত্তরঃ ক.এক্টিভ লিস্ট প্রদর্শন করতে
৪৫.প্রথম সাবফোল্ডার প্রেস করতে-
কAlt +E
খ. Alt+B
গ.Ctrl+E
ঘ. cTrl+B
উত্তরঃ ঘ. cTrl+B
৪৬.কোন কোন কী ব্যাবহার করে পূর্ববর্তী পাতায় যাওয়া যায়?
ক.CtRl+Shift+Tab
খ.Tab
গ.Shift+Tab
ঘ.None of them
উত্তরঃ গ.Shift+Tab
৪৭:Ctrl+W ব্যবহার করা হয়-
ক.সেভড উইন্ডো খুলতে
খ.নতুন ফাইল খুলতে
গ.নতুন উইন্ডো খুলতে
ঘ. নতুন প্রোগ্রাম খুলতে
উত্তরঃ গ.নতুন উইন্ডো খুলতে
৪৮.Alt+F4 ব্যবহার হয়-
ক.এক্টিভ আইটেম ক্লোজ করতে
খ.একটিভ প্রোগ্রাম বন্ধ করতে
গ.Console ক্লোজ করতে
ঘ.উপরের সব
উত্তরঃ ঘ.উপরের সব
৪৯.Task Manager ওপেন করতে –
ক.Ctrl+Shift+Esc
খ.Ctrl+Alt+Esc
গ.Ctrl+Esc
ঘ.Alt+Rsc
উত্তরঃ ক.Ctrl+Shift+Esc
৫০.Start Menu প্রদর্শন করতে
ক.Alt+S
খ.ctrl+s
গ.ctrl+esc
ঘ.Ctrl+alt+Esc
উত্তরঃ গ.ctrl+esc
Computer MCQ Questions and Answers in Bangla part-02
This Article is very Much essential for bcs preparation,ntrca,bank job preparation. Actually this types of ict questions is important for govt job preparation also for private bank exam preparation. Though this article is prepared according to bcs syllabus.