computer bcs question Computer MCQ question for bcs and bank job

history of computer for bcs preparation
history of computer for bcs preparation

computer bcs question Computer MCQ question for bcs and bank job

*Embedded Computer ict question for bcs

১. কোন ব্যাংক সর্বপ্রথম বাংলাদেশে রেডিক্যাশ ব্যবস্থা চালু করে?

ক. জনতা ব্যাংক

খ. সোনালী ব্যাংক

গ. ইসলামি ব্যাংক

ঘ. বাংলাদেশ ব্যাংক

উত্তরঃ ক. জনতা ব্যাংক(Janata bank)

২.নিচের কোনটি ভাসমান বিন্দু (floating point) সংখ্যা গণনা করতে সাহায্য করে?

ক.মাইক্রোপ্রসেসর

খ.মাইক্রোকন্ট্রোলার

গ.কোপ্রসেসর (Coprocessor)

ঘ.কন্ট্রোলার

উত্তরঃ গ.কো-প্রসেসর (Co-processor)

৩.The full form of “ULSI” is—-.

ক.Ultra Large Scale Integration

খ.Under Lower Scale Integration

গ.Under Lower Scale Integration

ঘ.Under Large Scale Integration

উত্তরঃ ক.Ultra Large Scale Integration

৪. Full form of “HLL” ?

ক.High Level Language

খ.High Lyman’s Language

গ.High Level Lesson

ঘ.High Lyman’s Lesson

উত্তরঃ ক.High Level Language

৫.Period Of __  generation was 1952 to 1964

ক.1st

খ.2nd

গ.3th

ঘ.4th

উত্তরঃ খ.2nd

৬.”VLSI”( Very Large Scale Of Integration) মাইক্রোপ্রসেসরটি কোন প্রজন্মের উপর ভিত্তি করে তৈরি করা?

ক.1st

খ.2nd

গ.3rd

ঘ.4th

উত্তরঃ ঘ.4th

৭.কোন প্রজন্ম থেকে টাইম শেয়ারিং,অপারেটিং সিস্টেম বিতরণ করা শুরু হয়েছিলো?

ক.1st

খ.2nd

গ.4th

ঘ.5th

উত্তর: গ.4th

৮.নিচের কোন প্রতিষ্ঠানটি ডেবিট কার্ড প্রদান করে?

ক.অ্য়াম্বাসি

খ.ব্যাংক

গ.স্টক এক্সচেঞ্জ

ঘ. এনবিআর

উত্তর: খ.ব্যাংক (Bank)

৯. ক্রেডিট কার্ড(credit card) কোম্পানি নয় কোনটি?

ক. Master card

খ. American express

গ. Visa

ঘ.Dinners club

উত্তর: ঘ. Dinners club

১০ . কোন ব্যাংক সর্বপ্রথম মাস্টার কার্ড (Master card) চালু করে ?

ক.Rupali bank

খ.Sonali bank

গ.American Express Bank

ঘ.ANZ Grindlays

উত্তর: ঘ. ANZ Grindlays

১১. কোন কার্ডের বিপরীতে ব্যাংক থেকে ঋণ নেয়া যায়?

ক. Credit card

খ. Debit card

গ. ATM Card

ঘ. Master Card

উত্তরঃ ক. Credit card

১২. Full form of “ATM” is…..

ক. Automated Teller Machine

খ. Automated transit Machine

গ. Accurate Transmission Machine

ঘ. Aysnchronous Transit Machine

উত্তরঃ ক. Automated Teller Machine

১৩. নিচের কোনটিকে “ Plastic Money” বলা হয়?

ক. ডেবিট কার্ড

খ. কয়েন

গ. কাগজের মুদ্রা

ঘ. কোনটিই নয়

উত্তরঃ ক. ডেবিট কার্ড (Debit Card)

১৪. নিচের কোনটি Debit card ?

ক. VISA

খ. American Express

গ. ATM card

ঘ. Master card

উত্তরঃ গ. ATM card

১৫.একটি কো-প্রসেসরের দুটি প্রধান উৎস কোনটি?

ক.কন্ট্রোল ইউনিট ও নিউমেরিক (Numeric)কন্ট্রোল ইউনিট

খ.ইনটেজার(পূর্নসংখ্যা) ইউনিট ও কন্ট্রোল ইউনিট

গ.ফ্লটিং পয়েন্ট ইউনিট ও কোপ্রসেসর ইউনিট

ঘ.কোপ্রসেসর ইউনিট ও নিয়মেরিক কন্ট্রোল ইউনিট

উত্তরঃ ক.কন্ট্রোল ইউনিট(control Unit) ও নিউমেরিক (Numeric)কন্ট্রোল ইউনিট

১৬.কোন কম্পিউটারটি ডিজিটাল ডেটার ভিত্তিতে কাজ করে?

ক.রিমোট

খ.হাইব্রিড

গ.এনালগ

ঘ.ডিজিটাল

উত্তরঃ ঘ.ডিজিটাল (Digital Computer)

১৭.নিচের কোনটির গঠন তুলনামূলক জটিল?

ক.SPARC

খ.8086

গ.MC6803

ঘ.MC6802

উত্তরঃ ক.SPARC

২০.ফ্ল্যাশ মেমোরি (Flash Memory) আবিষ্কার করেছেন কে?

ক.ড.ফুজিওমাসুওকা

খ.জন এলিস

গ.জন ফিশার

ঘ.জন রুটেনবার্গ

উত্তরঃ ক.ড.ফুজিওমাসুওকা

১৯. নিচের কোনটি  Credit card নয়?

ক. VISA

খ. MASTER CARD

গ. AMERICAN EXPRESS

ঘ. ATM CARD

উত্তরঃ ঘ. ATM CARD

২১.কোন মেমোরিতে সিগনাল সমূহ বহুবিধ?

ক. DRAM

খ.SRAM

গ.EPROM

ঘ.EEPROM

উত্তরঃখ.SRAM

২৩.এদের মধ্যে কোনটির “Programmable Hardware” আছে?

ক.মাইক্রোকন্ট্রোলার

খ.মাইক্রোপ্রসেসর

গ.কোপ্রসেসর

ঘ.এফপিজিএ (FPGA)

উত্তরঃঘ.এফপিজিএ (FPGA)

২৪.The inventor of Tre media Processor-

ক.Intel

খ.IBM

গ.Apple

ঘ.NXP semiconductor

উত্তরঃ ঘ. NXP semi conductor

২৬.নিচের কোনটি “tristate” নামে পরিচিত?

ক.আউটপুট পোর্ট

খ.ইনপুট পোর্ট

গ.সমান্তরাল পোর্ট

ঘ.আউটপুট-ইনপুট পোর্ট

উত্তরঃ ক. আউটপুট পোর্ট

 (tristate is digital computer chip having high, low, and floating output states)

২৭.মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকম্পিউটারের অন্যান্য অংশের মধ্যে একটি শারীরিক সংযোগ রয়েছে,সেটি কি?

ক.Path

খ.Address bus

গ.Route

ঘ.All of them

উত্তরঃ Address bus

২৯.নিচের কোনটি সম্ভাব্য নকশার সেট বিশ্লেষণের প্রক্রিয়া?

ক.Design Space Exploration

খ.scheduling

গ.compilation

ঘ.hardware

উত্তরঃ ক.Design Space Exploration

৩০.ডিজাইনের কোন কাজটি হার্ডওয়্যারে ম্যাপিং অপারেশনের দ্বায়িত্বে থাকে?

ক.শিডিউলিং

খ.হাই-লেভেল ট্রান্সফরমেশন

গ.হার্ডওয়্যার/সফটওয়্যার পার্টিশনিং

ঘ.সংকলন

উত্তরঃ গ.হার্ডওয়্যার/সফটওয়্যার পার্টিশনিং

*History of computer (ict question for bcs)

৩১. কম্পিউটারকে বলা হয়——।

ক. সমস্যা সমাধান করার যন্ত্র

খ. সিদ্ধান্ত গ্রহন করার যন্ত্র

গ. গ্ণনাকারী যন্ত্র

ঘ. হিসাব নিকাশ পরিক্ষার যন্ত্র

উত্তরঃ গ. গ্ণনাকারী যন্ত্র

৩২.১ম প্রজন্মের উদাহরণ কোনটি?

ক.EDVAC

খ.EDSAC

গ.ENIAC

ঘ.UNIVAC

উত্তরঃ গ.ENIAC

৩৩.কোন প্রজন্মের কম্পিউটার সর্বপ্রথম সিডি রোম ব্যবহার করেন?

ক.দ্বিতীয়

খ.তৃতীয়

গ.চতুর্থ

ঘ.পঞ্চম

উত্তরঃ ঘ.পঞ্চম

৩৪.নিচের কোনটিকে “Direct Entry Input Device” বলা হয়?

ক.অপটিকাল স্ক্যানার

খ.মাউজ

গ.লাইট পেন (Light Pen)

ঘ.সবগুলো

উত্তরঃঘ.সবগুলো

৩৫.সঠিকভাবে সাজানো ডেটাকে বলা হয়-

ক.ফিল্ড

খ.শব্দগুলো

গ.তথ্য

ঘ.ফাইল

উত্তরঃগ.তথ্য

৩৬.একটি কম্পিউটার গঠিত হয়-

ক.সিপিইউ(Central Processing Unit)দ্বারা

খ.মেমোরি

গ.ইনপুট,আউটপুট ইউনিট

ঘ.উপরের সব

উত্তরঃঘ.উপরের সব

৩৭ . কম্পিউটারের নেই—–।

ক. নিভূলতা

খ. স্মৃতি

গ. দ্রুত গতি

ঘ. বুদ্ধি

উত্তরঃ ঘ. বুদ্ধি

৩৮.মেশিন ভাষা্র অসুবিধা কোনটি?

ক.যন্ত্র নির্ভর

খ.প্রোগ্রাম অসুবিধা

গ.মোবাইলের ত্রুটি

ঘ.উপরের সব

উত্তরঃঘ.উপরের সব

৩৯. ১ বাইট = — বিট

ক.১

খ.৪

গ.৮

ঘ.১৬

উত্তরঃ গ.৮

৪০.Full form of “UNIVAS” ?

ক.Universal Automatic Computer

খ.Universal Array Computer

গ.Unique automatic computer

ঘ.unvalued automatic computer

উত্তরঃ ক.Universal Automatic Computer

৪১. কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে-

ক.ALU (Algorithm Logic Unit)

খ.Memory

গ.CPU

ঘ.All of them

উত্তরঃগ.CPU

৪২. কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয়—–।

ক. ঘণ্টায়

খ. মিনিটে

গ. সেকেন্ডে

ঘ. ন্যানোসেকেন্ডে

উত্তরঃ ঘ. ন্যানোসেকেন্ডে

ict question for bcs

৪৩. ন্যানোসেকেন্ড হলো এক সেকেন্ডের——-।

ক. একশত কোটি ভাগের এক ভাগ

খ. দশ লক্ষ কোটি ভাগের এক ভাগ

গ. দশ লক্ষ ভাগের এক ভাগ

ঘ. দশ হাজার  ভাগের এক ভাগ

উত্তরঃ ক. একশত কোটি ভাগের এক ভাগ

৪৪.অ্যাবাকাস হলো প্রথম

ক.ইলেকট্রনিক কম্পিউটার

খ.মেকানিকাল কম্পিউটার

গ.ইলেকট্রনিক ক্যালকুলেটর

ঘ.মেকানিকাল ক্যালকুলেটর

উত্তরঃ ঘ.মেকানিকাল ক্যালকুলেটর

৪৫. একই নির্দেশনা বার বার সম্পন্ন করার প্রক্রিয়াকে কম্পিউটার সিস্টেমে কি বলে?

ক. হিয়ারারচিক্যাল চার্টটিং(Hierarchical Charting)

খ. ছারকুলেটিং (Circulating)

গ. লুপিং (Looping)

ঘ. ব্রাঞ্চিং (Branching)

উত্তরঃ গ. লুপিং (Looping)

৪৬.নিচের কোনটি প্রথম প্রজন্মের জনপ্রিয় কম্পিউটার?

ক.IBM 1650

খ.IBM 360

গ.IBM 1130

ঘ.None of them

উত্তরঃ ক.IBM 1650

৪৬. একটি সাধারণ যোগ  করতে যদি কম্পিউটারে ১০০ ন্যানোসেকেন্ড সময় লাগে ,তবে ১ সেকেন্ডে কতটি যোগ করা যাবে?

ক. ১ কোটি

খ. ২কোটি

গ. ৩কোটি

ঘ. ৪কোটি

উত্তরঃ ক. ১ কোটি

৪৭. ১ পিকো সেকেন্ড =—- ?

ক.১০-৬

খ.১০-৩

গ.১০-৯

ঘ.১০-১২

উত্তরঃ ঘ.১০-১২

৪৮. Which name is closely connected with “Apple”

ক. Steve Jobs

খ. Philip Kotler

গ. Bill gates

ঘ. William Johnson

উত্তরঃ ক. Steve Jobs

৪৯.নিচের কোনটি ‘মধ্য পরিসীমার’( Mid range) কম্পিউটার?

ক. মেইনফ্রেম

খ.মিনি কম্পিউটার

গ.মাইক্রোকম্পিউটার

ঘ.সুপারকম্পিউটার

উত্তরঃ খ.মিনি কম্পিউটার

৫০. Who is the founder of“ Oracle Computer”

ক. Bill Gates

খ. Andrew S Grove

গ. Lawrence J Ellison

ঘ. Tim Cook

উত্তরঃ গ. Lawrence J Ellison

আরো দেখুন

ict question for bcs – Computer Operating System – part 04

ict Question for bcs – Computer Number system – part 03

ict Question for bcs – CPU ,ALU and Hard Disk part 02

ict question for bcs – Keyboard, Mouse and OCR – part 01

4 COMMENTS

Comments are closed.