computer basic knowledge in bengali ict bcs computer mcq – part 09

ict question for bcs preparation
computer basic knowledge in bengali ict

bcs ict syllabus,ict question for bank exam,bank computer questions and answers ict bcs computer mcq

১. গুগলের প্রতিষ্ঠাতা কে বা কারা?

ক. Larry page & sergey bin.

খ. Xedrick alexander & austin theory.

গ. George R. R. Martin &  David beniof.

 ঘ. Ian bishop & billy bowden.

উত্তরঃ ক.

(ব্যাখ্যাঃ ১৯৯৮ সালে ৪-ই সেপ্টেম্বর   Larry page ও sergey bin গুগল প্রতিষ্ঠা করেন)

২.  গুগল এর প্রধান কার্যালয় কোথায়?

ক. Montreal (Canada)

খ. California (USA)

গ.  Amsterdam (netherland)

ঘ. London (UK)

উত্তরঃ খ.

(গুগলের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে)

 ৩. প্রতিষ্ঠানটির (Google) বর্তমান প্রধান-

ক. Mark william calaway.

খ. Haruki murakami.

গ. Ned edward stark.

ঘ. sundar pichai.

উত্তরঃ ঘ.

(ব্যাখ্যাঃ প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান sundar pichai.)

৪. গুগলের সবচেয়ে জনপ্রিয় এবং প্রধান সেবা কোনটি?

ক. Google chrome.

খ. Gmail.

গ. Google search engine.

ঘ.  Facebook.

উত্তরঃ গ.

(ব্যাখ্যাঃ গুগলের কতিপয় সেবাগুলোর মধ্যে প্রধান ও সবচেয়ে জনপ্রিয় সেবা হলো গুগল সার্চ ইঞ্জিন)

ict bcs computer mcq

   ৫. মাইক্রোসফট কী?

ক. একটি ওয়েবসাইট।

খ. একটি সফটওয়্যার।

গ.  একটি বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি।

ঘ. একটি রাজনৈতিক সংস্থা।

উত্তরঃ গ

৬. মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল-

ক.   ৪-ই এপ্রিল, ১৯৭৫ সালে।

খ. ১লা আগষ্ট, ১৯৮৮ সালে।

গ. ৬-ই মার্চ, ১৯৯৯ সালে।

ঘ. ১০-ই জুন, ২০০১ সালে।

উত্তরঃ ক.

(ব্যাখ্যাঃ মাইক্রোসফটের যাত্রা শুরু হয় ৪-ই এপ্রিল ১৯৭৫ সালে এর প্রতিষ্ঠাতা বিল গেটস ও পল এ্যালেনের হাত ধরে।)

৭. উইন্ডোজ, স্কাইপ, এক্স-বক্স এই সেবাগুলো কোন প্রতিষ্ঠান দিয়ে থাকে?

ক. গুগল।

খ. আই বি এম।

গ. মাইক্রোসফট।

ঘ. বিং।

উত্তরঃ গ.

(ব্যাখ্যাঃ  উইন্ডোজ, মাইক্রোসফট অফিস, এক্স-বক্স, বিং- এই কতিপয় সেবাগুলো মাইক্রোসফট দিয়ে থাকে)

৮.  মাইক্রোসফট(Microsoft) অফিস কী?

ক. একটি অফিস স্যুট।

খ. একটি সার্ভার।

গ. একটি ওয়েবসাইট।

ঘ. একটি প্রতিষ্ঠান।

উত্তরঃ ক.  

(ব্যাখ্যাঃ মাইক্রোসফট অফিস একটি অফিস স্যুট, যেটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার এবং পরিষেবা এবং ম্যাক অপারেটিং সিস্টেমের একটি অফিস স্যুট।)

৯. IBM এর পূর্ণরূপ কী?

ক. International business making corporation.

খ. International brand managing corporation.

গ. international business management.

ঘ. international business machines corporation.

উত্তরঃ ঘ.

( ব্যাখ্যাঃ IBM= International  Business Machines  Corporation.)

 ১০. IBM এর প্রতিষ্ঠাকাল কত?

ক. ১৯৮০ সাল।

খ. ১৯১১ সাল।

গ. ১৯৮৫ সাল।

ঘ. ১৯২৮ সাল।

উত্তরঃ খ.

(ব্যাখ্যাঃ কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে এ কোম্পানির যাত্রা শুরু হয় ১৯১১ সালে।)

১১. ক্লাউড কম্পিউটিং(Cloud computing) হলো-  

ক. একটি বিশেষ পরিষেবা।

খ. একটি বিশেষ টেকনোলজি।

গ. একটি ভিন্নধর্মী ওয়েবসাইট।

ঘ. একটি সার্ভার।

উত্তরঃ ক.

(ব্যাখ্যাঃ ক্লাউড কম্পিউটিং(Cloud computing)  হলো বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে একটি বিশেষ পরিষেবা।)

১২. ক্লাউড কম্পিউটিংয়ের (Cloud computing)  একটি বৈশিষ্ট্য হলো-

ক. ধীর গতিসম্পন্ন।

খ. যে কেউ এই সেবা গ্রহণ করতে পারেনা।

গ. চাহিবামাত্র এই সেবা গ্রহণ করা যায়।

ঘ. ব্যয়বহুল।

উত্তরঃ গ.

(ব্যাখ্যাঃ ক্লাউড কম্পিউটিংয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো On demand. অর্থাৎ চাহিবামাত্র যে কেউ এই সেবা ব্যবহার করতে পারে।)

১৩. ক্লাউড কম্পিউটিং(cloud computing) সেবা প্রদানকারী নীচের কোনটি?

ক. গুগল সার্চ ইঞ্জিন।

খ. স্ন্যাপচ্যাট।

গ. ড্রপবক্স।

ঘ. ইউটিউব।

উত্তরঃ গ.

(ব্যাখ্যাঃ ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী উৎসগুলো হলোঃ AWS, azure, google cloud, dropbox ইত্যাদি।)

১৪. The rackspace cloud এবং NASA মুক্ত আ্যাপ্লিকেশন ইন্টারফেস ব্যবহার শুরু করে-

ক. ২০০৭ সালে।

খ. ২০০৮ সালে।

গ. ২০০৯ সালে।

ঘ.২০১০ সালে।

উত্তরঃ ঘ.

(ব্যাখ্যাঃ The rackspace cloud ও NASA মুক্ত আ্যাপ্লিকেশন ইন্টারফেস ব্যবহার শুরু করে ২০১০ সালে যার ফলে ক্লাউড কম্পিউটিং জনসাধারণের হাতের মুঠোয় আসতে পারে।)

১৫. ফেসবুকের সদর দপ্তর কোথায়?

ক. মেক্সিকো সিটি, মেক্সিকো।

খ. টেক্সাস, যুক্তরাষ্ট্র৷

গ. ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

ঘ. রোম, ইতালি।

উত্তরঃ গ.

(ব্যাখ্যাঃ ফেসবুকের সদর দপ্তর মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে।)

১৬. ফেসবুকের অধীনস্থ কোম্পানি নীচের কোনটি?

ক. ইন্সটাগ্রাম।

খ. ইউটিউব।

গ. ডুও।

ঘ. স্কাইপ।

উত্তরঃ ক.

(ব্যাখ্যাঃ ফেসবুকের অধীনস্থ কোম্পানিগুলো হলো- ইনস্টাগ্রাম, হোয়াটসআ্যাপ, ম্যাসেঞ্জার, ওকুলাস ভি আর।)

১৭. মার্ক জাকারবার্গ(mark zuckerberg) ব্যতীত নীচের কোন ব্যক্তিটি ফেসবুকের প্রতিষ্ঠাতা?

ক. এন্ড্রু সাইমন্স।

খ. বিল গেটস।

গ. এন্ড্রু ম্যাককালাম।

ঘ. এডাম কোল।

উত্তরঃ গ.

(ব্যাখ্যাঃ ফেসবুকের প্রতিষ্ঠাতাগণ হলেন- মার্ক জাকারবার্গ, এডুয়ার্ড স্যাভেরিন, এন্ড্রু ম্যাককালাম, জাষ্টিন মস্কোভিটজ ও ক্রিস হিউজেস।)

১৮. ফেসবুকের(facebook) আয়ের উৎস-

ক. ওয়েবসাইট।

খ. বিজ্ঞাপন।

গ. ইন্টারনেট।

ঘ. অন্যান্য।

উত্তরঃ খ.

(ব্যাখ্যাঃ ফেসবুকের বেশিরভাগ আয় হয় বিজ্ঞাপন থেকে।)

১৯. টুইটারের (Twitter) প্রতিষ্ঠাকাল কত?

ক. ২০০৪ সাল।

খ.২০০৫ সাল।

গ. ২০০৬ সাল।

ঘ. ২০০৭ সাল।

উত্তরঃ গ.

(ব্যাখ্যাঃ ২১-শে মার্চ ২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠিত হয়।)

২০. টুইটার সর্বোচ্চ কতটি অক্ষর ব্যবহারের মাধ্যমে টুইট করা যায়?

ক. ১০০০ টি।

খ. ৮২০ টি।

গ. ৬৭০ টি।

ঘ. ২৮০ টি।

উত্তরঃ ঘ.

(ব্যাখ্যাঃ টুইটার ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০টি অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন)    

২১. টুইটার(twitter) কী?

ক. একটি বহুজাতিক প্রতিষ্ঠান।

খ. একটি ওয়েবসাইট।

গ. একটি ইন্টারনেট ব্যবস্থা।

ঘ. একটি সামাজিক নেটওয়ার্ক সেবা।

উত্তরঃ ঘ.

(ব্যাখ্যাঃ টুইটার একটি সামাজিক নেটওয়ার্ক সেবা।)

২২. ইন্সটাগ্রাম(Instagram) কী ধরনের পরিষেবা?

ক. ছবি ও ভিডিও শেয়ারিং।

খ. বার্তা শেয়ারিং।

গ. অন্য কম্পিউটারের সাথে কানেক্টেড হওয়ার পন্থা।

ঘ. এটি কোনো পরিষেবা নয়।

উত্তরঃ ক.

(ব্যাখ্যাঃ ইনস্টাগ্রামের মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করা যায়।)

২৩. প্রতিদিন কতজন মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন?

ক. ১০০ মিলিয়নেরও বেশি।

খ. ২০০ মিলিয়নেরও বেশি।

গ. ৩০০ মিলিয়নেরও বেশি।

ঘ. ৪০০ মিলিয়নেরও বেশি।

উত্তরঃ গ.

(ব্যাখ্যাঃ প্রতিদিন প্রায় ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করছেন এবং প্রায় ৭০ মিলিয়ন স্থিরচিত্র ও ভিডিও শেয়ার করা হচ্ছে।)

২৪. ইনস্টাগ্রামের(Instagram) প্রতিষ্ঠাকাল-

ক. ২০০৭ সাল।

খ. ২০০৮ সাল।

গ. ২০০৯ সাল।

ঘ. ২০১০ সাল।

উত্তরঃ ঘ.

(ব্যাখ্যাঃ  ২০১০ সালের ৬-ই অক্টোবর ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করা হয়।)

২৫. ইনস্টাগ্রাম(Instagram) প্রতিষ্ঠা করেন কে?

ক. লরেস ফ্রান্সাস্কো।

খ. সিরিও ফরেল।

গ. কেভিন সাইস্ট্রম।

ঘ. দিভ্রিম ফ্রুঞ্চারিও।

উত্তরঃ গ.

(ব্যাখ্যাঃ ইনস্টাগ্রামের মূল উদ্ভাবকগণ হলেন- কেভিন সাইস্ট্রম ও মাইক ক্রিঞ্জার।)

২৬. রোবোটিকস(Robotics) কী?

ক. একটি সুনামধর্মী প্রতিষ্ঠান।

খ. একটি জনপ্রিয় টিভি সিরিয়াল।

গ. প্রযুক্তির একটি শাখা।

ঘ. একটি সার্ভারের নাম।

উত্তরঃ গ.

(ব্যাখ্যাঃ রোবোটিকস হলো প্রযুক্তির একটি শাখা যেখানে রোবোটের ডিজাইন, নির্মান, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করা হয়।)

২৭. সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন কে?

ক. জর্জ ওয়াশিংটন।

খ. জোসেফ স্টালিন।

গ. আলেক্সান্ডার গ্রাহাম বেল।

ঘ. জর্জ ডেবল।

উত্তরঃ ঘ.

( ব্যাখ্যাঃ জর্জ ডেবল সর্বোপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট তৈরি করেন। এজন্য তাকে রোবোটিক্সের জনকও বলা হয়।)

২৮. রোবোটিক্স (Robotics) শব্দটি এসেছে রোবোটা (Robota) থেকে। উক্ত রোবোটা (Robota) শব্দের অর্থ কী?

ক. রোবোট সম্পর্কিত।

খ. দাস, কর্মী।

গ. সহকারী।

ঘ. ত্রাণকর্তা।

উত্তরঃ খ.

[ব্যাখ্যাঃ Robota শব্দের অর্থ হলো দাস(slave) বা কর্মী(workers)]

২৯. প্রথম প্রোগ্রামেবল রোবট(robot) তৈরি করা হয় কত সালে?

ক. ১৯৫৪ সালে।

খ. ১৮৫৪ সালে।

গ.১৯৬৪ সালে।

ঘ. ১৮৬৪ সালে।

উত্তরঃ ক.

(ব্যাখ্যাঃ জর্জ ডেবল সর্বপ্রথম প্রোগ্রামেবল রোবট তৈরি করেন ১৯৫৪ সালে।)

৩০. প্রথম রোবট ইন্ডাস্ট্রি কোনটি?

ক. animation.

খ. unimation.

গ. duo lingo.  

ঘ. netflix.

উত্তরঃ খ.

(ব্যাখ্যাঃ কয়েকজন ইঞ্জিনিয়ার নিয়ে গঠিত হয় প্রথম রোবট ইন্ডাস্ট্রি- Unimation.)

৩১. Unimation কত সালে গঠিত হয়?

ক. ১৯৭২ সালে।

খ. ১৯৬৬ সালে।

গ. ১৯৫৬ সালে।

ঘ. ১৯৪২ সালে।

উত্তরঃ গ.

(ব্যাখ্যাঃ ১৯৫৬ সালে ডেভল কয়েকজন ইঞ্জিনিয়ার নিয়ে Unimation গঠন করেন।)

৩২. সাইবার অপরাধ(Cyber crime) কীসের সাথে সম্পর্কিত?

ক. কম্পিউটার নেটওয়ার্কের সাথে।

খ. ব্যক্তির নিজস্ব জীবনের সাথে।

গ. একটি নির্দিষ্ট ওয়েবসাইটের সাথে।

ঘ. সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে।

উত্তরঃ ক.

(ব্যাখ্যাঃ সাইবার অপরাধ(Cyber crime) এমন একটি অপরাধ যা কম্পিউটার নেটওয়ার্কের সাথে সম্পর্কিত।)

৩৩. অনলাইনে ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি একটি অন্যতম সাইবার অপরাধ। এই জালিয়াতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ১.৫ বিলিয়ন ডলার হারিয়ে যায়। এটি কত সালে?

ক.২০০৯ সালে।

খ. ২০১০ সালে।

গ. ২০১১ সালে।

ঘ. ২০১২ সালে।

উত্তরঃ ঘ.

(ব্যাখ্যাঃ ২০১২ সালে অনলাইন ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ১.৫ বিলিয়ন ডলার হারিয়ে যায়।)

৩৪.  দেশে সাইবার অপরাধীদের(cyber crime) জন্য যে আইন রয়েছে তা কী নামে পরিচিত?

ক. সাইবার অপরাধ আইন।

খ. ক্র্যাকিং আইন।

গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন।

ঘ. সামাজিক যোগাযোগ মাধ্যম আইন।

উত্তরঃ গ.

(ব্যাখ্যাঃ সাইবার অপরাধ প্রতিরোধে দেশে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন।) 

৩৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬(ict act) (সংশোধিত ২০১৩) এর ৫৪ ধারা অনুযায়ী সাইবার অপরাধীর সর্বোচ্চ শাস্তি কী?

ক. ৫ বছর কারাদন্ড।

খ. ৭ বছর কারাদন্ড।

গ. ১০ বছর কারাদন্ড।

ঘ. ১৪ বছর কারাদন্ড।

উত্তরঃ ঘ.

(ব্যাখ্যাঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন(ict act) এর ৫৪ ধারা অনুযায়ী একজন সাইবার অপরাধীর সর্বোচ্চ শাস্তি ১৪ বছর কারাদন্ড।)

৩৬. হ্যাকিং একটি অন্যতম সাইবার অপরাধ। হ্যাকিং অপরাধের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাস্তি কী?

ক. ১৪ বছর কারাদন্ড।

খ. ১৩ বছর কারাদন্ড।

গ. ১২ বছর কারাদন্ড।

ঘ. ১১ বছর কারাদন্ড।

উত্তরঃ ক.

(ব্যাখ্যাঃ হ্যাকিং অপরাধের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনের(ict act) ৫৭ ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ১৪ বছর কারাদন্ড।)

bcs preparation ict mcq part 08

bcs preparation ict mcq part 07

bcs preparation ict mcq part 06

bcs preparation ict mcq part 05

bcs preparation ict mcq part 04

bcs preparation ict mcq part 03

bcs preparation ict mcq part 02

bcs preparation ict mcq part 01

bcs preparation ict mcq Computer input and output

1 COMMENT

Comments are closed.