Site icon Grand learning School

শুরু হচ্ছে একাদশ শ্রেনীর ভর্তি কার্যক্রম

গত ৩১শে মে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হয় সারাদেশে একযোগে।এবার করোনার কারনে ফলাফল প্রকাশ বিলম্বিত হয়।ফলাফল প্রকাশের সাথে সাথেই ভর্তি ইচ্ছুকরা সাধারনত নিজের পছন্দমত কলেজে ভর্তির জন্য চেষ্টা শুরু করে।এবারও তার ব্যাতিক্রম নয়।কিন্তু করেনার কারনে ৬তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এবার তা পিছিয়ে যাচ্ছে।গত ২তারিখেই বিভিন্ন কলেজগুলোর আসন সংখ্যা ও ভর্তির যাবতীয় তথ্যাদি প্রকাশিত হয়।কথা ছিলো ৬তারিখ থেকেই ভর্তি শুরু হবে মেধা ও কলেজ আসনের সংখ্যার উপর।কিন্তু করোনার কারনে সমগ্র বিশ্ব ও বাংলাদেশ বিড়ম্বনায় আছে।সঠিক ভাবে তাই ভর্তি কার্যক্রম শুরু হচ্ছেনা সময় মত।সংশ্লিষ্ট দের সাথে কথা বলে জানা যায় যে খুব শিঘ্রই শুরু হবে ভর্তি।বিভিন্ন কলেজের আসন সংখ্যা ও মেধা তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে নির্ধারিত ওয়েবসাইটে।

প্রতিবছরের ন্যায় এবছরও বেশ কিছু নীতি ধার্য করে দেবে বোর্ড।সেসব নিয়ম ও নীতির বাইরে যেয়ে ভর্তির সুযোগ নেই বলেই জানায় একাধিক সুত্র।তাছাড়া ওয়েবসাইটে উল্লেখিত মেধাক্রমকেই সামনে রেখে ভর্তি চালাবে প্রতিটি কলেজ এমন আশাবাদ ব্যাক্ত করেছেন সংশ্লিষ্টরা।নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে গেলেই দেখা মিলবে মেধা তালিকার।ছাত্র ছাত্রীরা ভর্তি ফর্ম পূরনের সময় যে সকল কলেজ তালিকাভুক্তি করবে,মেধাক্রম অনুযায়ী সেগুলোরই যে কোন একটিতে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে।বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরও দেখুন

Exit mobile version