Site icon Grand learning School

verb in bangla | Verb কাকে বলে? verb কত প্রকার ও কি কি?

verb কাকে বলে :যে word দ্বারা কাজ করা ,হওয়া বা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা বোঝায় তাকে verb বা ক্রিয়া বলে। A verb is a word used for doing/saying/telling something about some person or thing or anything else.

একটি বাক্যের ক্রিয়াকেই তার প্রাণ বলা হয়। অন্য কোন parts of speech দ্বারা বাক্য গঠন করা যায় কিন্ত কোন verb ছাড়া বাক্য তৈরি করা যায় না ।

(Verb is called the heart of a sentence. No sentence can be formed without verb.)

verb in bangla example- go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give,help,get,do,behave, etc

He plays football.
They are going to buy some food.
We are happy in his behaviour .
You are doing a good job.

verb কত প্রকার ও কী কী

Verb প্রধানত দুই প্রকারঃ (Mainly verbs are two in types)

a. Finite Verb (সমাপিকা ক্রিয়া)

b. Non Finite verb (অসমাপিকা ক্রিয়া)

Finite verb কাকে বলেঃ

যে সব ক্রিয়া (verb) দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণ ভাবে প্রকাশ করা যায়,তাকে finite verb বলে। finite verb দ্বারা একটি বাক্যের বক্তব্য পরিপূর্ন ভাবে প্রকাশ পায়। (Finite verb works as a main verb in a sentence and it expresses the full expression of the orator.)

finite verb examples list-

He is running through the road.
They are watching movie.

Non Finite verb কাকে বলেঃ

যে verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্নভাবে প্রকাশ পায় না , বাক্যকে সম্পুর্ণ করার জন্য অন্য একটি finite verb এর প্রয়োজন হয়,তাকে non finite verb বলে। Non finite verb কখনও main verb হিসাবে কাজ করে না,nonfinite verb সাধারণত adjective বা adverb হিসাবে কাজ করে । কখনই মূল ক্রিয়া হিসাবে কাজ করে না।

Non finite verb example

Example: going to market, i saw a man running away.
I am doing my job to complete the task.

finite verb কত প্রকার :

Finite verb আবার দুই প্রকার:

1.principal verb কাকে বলে– যে verb অন্য কোনো verb এর সহায়তা ছাড়া নিজেই স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে Principal verb বলে । Principal verb is the main verb of a sentence. such as- he goes to school. He (swims) , Selim (is) a boy.

principal verb কত প্রকার -Principal verbs are two types:

Transitive verb কাকে বলে :(সকর্মক ক্রিয়া)- যে সব verb সম্পূর্ণভাবে একাকী অর্থ প্রকাশ করতে পারে না।এ ক্ষেত্রে তাকে অবশ্যই একটি object গ্রহণ করতে হয় ,তাকে Transitive verb বলে। যেমন- The baby is drinking milk. I have bought a book.

Transitive verb এর বৈশিষ্ট্য– Subject এর পরে বসে- প্রতিটি Verb এর পরে এক বা একাধিকObject থাকে।- Tense ও Subject এর Person, Numberঅনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।

Intransative verb কাকে বলে : যে সমস্ত verb এর object থাকে না বা object এর প্রয়োজন হয় না। উক্ত verb টি সম্পূর্নভাবেই নিজের অর্থ প্রকাশ করতে পারে ,তাকে Intransitive verb বলে।

Intransitive Verb এর বৈশিষ্ট্য :- এরা প্রায়ই Sentence এর শেষে বসে।- এদের পরে কোনো Object থাকে না।- Tense ভেদে Subject এর Person ও Numberঅনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।

2.Auxiliary verb – যে verb কাল বা ভাব প্রকাশ করতে প্রিন্সিপাল verb কে সাহায্য করে তাকে Auxiliary verb বা helping verb বলে . Auxiliary verb is the verb which helps the main verb. Auxiliary verbs are those that help principal verbs in forming their voices,moods, or tense are called auxiliary verb. such as- he is going to school. He (was) catching fish. They (were) writing letters.

non finite verb এর প্রকারভেদ

non finite verb কত প্রকার

Non finite verb আবার তিন প্রকার :

subject এর number, person ইত্যাদি অনুসারে যে verb এর রুপগত কোনো পরিবর্তন হয় না তাকে Non Finite verb বলে। such as- He is too weak (to work ). He had three meetings (to attend).

1.Infinitives– to do,to eat,to play,to run ,to buy (to +verb present form)

2.Participle -(Particliple হচ্ছে verb এর সেই পরিবর্তিত form যা একইসঙ্গে ও adjective এর কাজ করে )going,gone,eating,eaten,doing, done,playing,played,buying ,bought,

present participle কাকে বলে: Present participle is a non finite verb which add ing after verb base form. (মূল Verb এর সাথে ing যুক্ত করে যে সব non finite verb গঠিত হয় ,তাকে Present participle বলে) ঊদাহরণ- A (rolling) stone gathers no moss. here, rolling is present participle. Present participle সব সময় adjective এর মত কাজ করে ।

Past participle কাকে বলেঃ Past participle verb is a non finite verb which add “d,or ed or past participle form” after the main verb (regular verb). যে সমস্ত regular verb এর শেষে d ,or ed যুক্ত হয়ে adjective এর কাজ করে তাকে past participle বলে। উদাহরণ- I saw a written letter on the floor. The broken bottle is on the table.

Perfect participle কাকে বলেঃ Perfect participle এর ক্ষেত্রে প্রথমে having তারপর verb এর 3rd form বসে adjective এর মত কাজ করে । উদাহরণ- Having finished home work,he went to play badminton. Having had a launch, Jui watched the movie.

3.Gerund– (verb + ing) . Gerund works as a noun in a sentence. Gerund কোন বাক্যে noun এর মত কাজ করে ।

(Swimming) is a good exercise.  I like (reading) biography.

playing,walking, swimming, running ,moving (verb +ing) go. went. gone

Causative Verb in english grammar in bangla meaning

Various form of verb list

present formpast formpast participle form
dodiddone
gowentgone
playplayedplayed

Exit mobile version