চর্যাপদ কোন ছন্দে রচিত/Charjapod/ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ

চর্যাপদ কোন ছন্দে রচিত
Charjapod/Bangla Literature/চর্যাপদ/বাংলা সাহিত্যের প্রাচীন যুগ

১।চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?

উত্তরঃ ১৯০৭

২।চর্যাপদ আবিষ্কার করেন কে?

 উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী(ঢাঃবিঃ এর বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ছিলেন)

তাঁর আসল নাম হরপ্রসাদ ভট্টাচার্য

৩।চর্যাপদ প্রকাশিত হয় কোথা থেকে এবং কবে?

উত্তরঃবঙ্গীয় সাহিত্য পরিষদ, ১৯১৬ সালে

৪। চর্যাপদ কি নামে প্রকাশিত হয়?

উত্তরঃহাজার বছরের পুরাণ বাঙ্গলা বৌদ্ধগান ও দোঁহা

৫।চর্যাপদের মূল পুথির পদের সংখ্যা কত?

 উত্তরঃ ৫১ টি

৬।কতটি পদ আবিষ্কৃত হয়?

উত্তরঃ ৪৬ টি পূর্নাঙ্গ ও একটি খন্ডিত পদ

৭।চর্যাপদের রচনাকাল ?

উত্তরঃ সপ্তম – দ্বাদশ শতাব্দী(৬৫০-১২০০ সাল)

৮। চর্যাপদ কোন ভাষায় রচিত?

উত্তরঃ বঙ্গকামরূপী ভাষায় বা সন্ধ্যাভাষা

৯।চর্যাপদ কোথায় পাওয়া যায়?

উত্তরঃ নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে

১০।চর্যাপদ কোন ছন্দে রচিত?

উত্তরঃ মাত্রাবৃত্ত

১১।বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন?

উত্তরঃ চর্যাপদ

১২।চর্যাপদের ভাষা নিয়ে গবেষণা করেছেন?

উত্তরঃ ড.সুনীতি কুমার চট্টোপাধ্যায়

১৩।চর্যাপদের ধর্ম নিয়ে গবেষণা করেছেন?

উত্তরঃড. মুহম্মদ শহীদুল্লাহ

১৪।প্রথম পদ লিখেছেন?

উত্তরঃলুইপাদ

১৫।সর্বাধিক পদ লিখেছেন?

উত্তরঃকাহ্নপাদ ১৩টি ( কিন্তু পাওয়া যায় ১২টি তার ২৪ নং পদটি পাওয়া যায় নি)

১৬।চর্যাপদের প্রতিপাদ্য ?

উত্তরঃ বৌদ্ধ সহজিয়াদের সাধন তন্ত্র

১৭।চর্যাপদের তিব্বতীয় অনুবাদ কে করেন?

উত্তরঃ ড.প্রবোধচন্দ্র বাগচী

১৮।চর্যাপদের কবি সংখ্যা কত জন?

উত্তরঃ ২৪ জন

১৯।চর্যাপদের বাংগালি কবি বলা হয় কাকে?

উত্তরঃ ভুসুকুপাদ(৮টি পদ লিখেছেন)

২০।The origin and Development of bengali Language গ্রন্থটি কে লিখেছেন?

উত্তরঃড.সুনীতি কুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে

পরীক্ষা-

১।কাহ্নপাদ কতটি পদ লিখেছেন—

২। হরপ্রসাদ শাস্ত্রীর আসল নাম কী—–

৩। “The origin and Development Of Bengali Language”  গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়—–

কমেন্টে জানান