টিভিতে প্রচারিত নতুন ক্লাস রুটিন ২০২০|৬ষ্ঠ থেকে দশম শ্রেনী

New Routine class 6-10

কলনা ভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী এক মহামারী সৃষ্টি হয়েছে আর এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রেখেছে এবং ছেলেমেয়েদের পড়াশোনা যেন ক্ষতি না হয় সেজন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেয়ার কার্যক্রম শুরু হচ্ছে। এ ক্লাস শুরু হবে 29 মার্চ থেকে।

এখানে একটি বিষয় শিক্ষার্থীদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যে ক্লাসগুলো প্রচারিত হবে সেই ক্লাস গুলোর উপর ভিত্তি করেই প্রতিদিন ক্লাসে পড়া দেওয়া হবে এবং এই পড়াগুলো বাসার কাজ হিসেবে সম্পন্ন করতে হবে । যেদিন স্কুল খুলবে সংশ্লিষ্ট শিক্ষককে এগুলো দেখাতে হবে তার উপর পরীক্ষা নেয়া হবে মার্কিং করা হবে।

তাই অনলাইন ক্লাসটা শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ । নিচে রুটিন দেয়া হল্‌…।

Download PDf file

20 COMMENTS

  1. If we dont do our home work how can it will be a problem for us?
    Please explain us😯😯

Comments are closed.