ছন্দঃ বীর মাইকেল দুইজন বন্দী মহিলা ব্রজঙ্গনা ও তিলোত্তমার নিকট চতুর কবিতা লিখে পাঠাল। (কাব্য)
- বীর- বীরাঙ্গনা (বাংলা সাহিত্যের ১ম পত্রকাব্য)
- বন্দী মহিলা- Captive Lady (ইংরেজিতে রচিত ১ম কাব্য)
- ব্রজঙ্গনা
- তিলোত্তমা সম্ভব
- চতুর্দশপদী কবিতাবলি
ছন্দঃ কিশরি শুপমা (নাটক)
- কৃষ্ণকুমারী
- শর্মিষ্ঠা
- রিজিয়া
- শুভদ্রা
- পদ্মাবতী
- মায়াকানন
মাইকেল মধুসূদন দত্তের জীবন বৃত্তান্তঃ
জন্মঃ ১৮২৪ সালের ২৫ জানুয়ারী
জন্মস্থানঃ যশোর জেলার সাগরদাড়ি গ্রামে
মাইকেল মধুসূদন দত্ত মূলত কি নামে পরিচত?
কবি ও নাট্যকার
মাইকেল মধুসূদন দত্তের রচিত ও প্রকাশিত ১ম গ্রন্থের নাম কি?
Captive Ladie (1849)
মাইকেল মধুসূদন দত্ত রচিত ও প্রকাশিত ১ম বাংলা গ্রন্থের নাম কি?
শর্মিষ্ঠা নাটক (১৮৫৯)
মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসনগুলোর নাম কি?
একেই কি বলে সভ্যতা ও বুড় সালিকের ঘাড়ে রোঁ
“কৃষ্ণকুমারী” কোন জাতীয় রচনা?
বাংলা সাহিত্যে ১ম সার্থক ট্রাজেডি নাটক
মাইকেল মধুসূদন দত্তের রচিত মহাকাব্যের নাম কি?
মেঘনাদবধ কাব্য (১৮৬১)
মেঘনাদবধ কাব্যের কাহিনি কোন মহাকাব্য থেকে গৃহীত হয়েছে?
সংস্কৃত মহাকাব্য ‘রামায়ণ’
ব্রজঙ্গনা কাব্যর কবিতা গুলি কোন জাতীয় কবিতা?
ওড (ode) বা গীতিকবিতা
বাংলা ভাষায় কি রচনায় মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব ১ম?
চতুর্দশপদী কবিতাবলি (১৮৬৬) ,সনেট
মাইকেল মধুসূদন দত্ত কার অনুকরনে চতুর্দশপদী কবিতাবলি বা সনেট রচনা করেন?
ইতালীয় কবি পের্ত্রাক এবং শেক্সপিয়র
মাইকেল মধুসূদন দত্তের হেক্টরবধ গ্রন্থটি কোন উপাখ্যান অবলম্বন করে রচিত?
“ইলিয়াড” (রচয়িতা হোমার)
মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিষট ধর্ম গ্রহন করেন?
১৮৪৩(তখন তাঁর বয়স ছিল ১৯ বছর)
মধুসূদনের ১ম পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থের নাম কি?
যোগীন্দ্রনাথ বসু রচিত “ মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত ” (১৮৯৩)
প্রথমে “ বুড় সালিকের ঘাড়ে রোঁ” প্রহসনের নাম কি ছিল?
ভগ্ন শিবমন্দির
“চতুর্দশপদী কবিতাবলি” কতগুলো সনেটের সমন্বয়ে রচিত ?
১০২ টি
মধুসূদনের অসম্পূর্ণ নাটকের নাম কি?
ইংরেজি নাটক রিজিয়া ( এটি সুলতানা রিজিয়ার বীরত্বপূর্ণ কাহিনি নিয়ে রচিত)
মাইকেল মধুসূদন দত্তের উপাধিগুলো হল —
- বাংলা সাহিত্যের ১ম বিদ্রোহী কবি (কারণ সাহিত্যিক ও সামাজিক বিদ্রোহ তিনিই ১ম করেন)
- ১ম আধুনিক কবি
- ১ম আধুনিক নাট্যকার
- অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
- বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার ১ম রচয়িতা
- ১ম সার্থক ট্রাজিডির রচয়িতা
- ১ম প্রহসন রচয়িতা
- পুরাণকাহিনির ব্যত্যয় ঘটিয়ে আধুনিক সাহিত্যরস সৃষ্টির ১ম শিল্পী
- পাশ্চাত্য ও প্রাচ্যধারার সংমিশ্রণে নতুন ধরনের মহাকাব্য রচয়িতা
বীরাঙ্গনা পত্রকাব্যে কতটি পত্র আছে?
১১ টি
মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম তাঁর কোন কাব্যগ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান?
চতুর্দশপদী কবিতাবলী
মাইকেল মধুসূদন দত্তের ১ম সনেট কবিতা?
বঙ্গভাষা
মাইকেল মধুসূদন দত্ত ১ম কোন নাটকে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন?
পদ্মাবতী
মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দে রচিত ১ম কাব্য?
তিলোত্তমা সম্ভব
তিনি কত সালে মৃত্যুবরণ করেন?
১৮৭৩ সালের ২৯শে জুন (কলকাতা)