করোনাভাইরাস মহামারী শেষ হওয়ার পরে জাপান পর্যটকদের আকৃষ্ট করতে বিনামূল্যে ভ্রমণের সুযোগের সাহসী পদক্ষেপ নিতে চলেছে। সরকার ভ্রমণকারীদের জন্য ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছে। তারা ইতিমধ্যে ৮২.২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে, যা পর্যটক ভ্রমণ ব্যয় হ্রাস করতে ব্যবহৃত হবে।
জাপান ট্যুরিজম এজেন্সির প্রধান হিরোশি তাবাতা বলেছেন, নতুন এই পরিকল্পনাটি পর্যটকদের ভ্রমণ ব্যয়ের কমপক্ষে অর্ধেক পূরণ করতে পারবে।
এ বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি জাপান সরকার। তবে স্থানীয় গণমাধ্যম জাপান টাইমস বলেছে যে, এ পরিকল্পনা আগামী জুলাইয়ের শুরু থেকেই কার্যকর হতে পারে।
কয়েকটি দেশের ওপর জাপানে ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েছ এবং কবে নাগাদ এটি তুলে নেয়া হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জাপানে এ পর্যন্ত অন্তত ১৬,৬২৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮৫১ জন। করোনা মহামারির কারণে জাপানে বেশ কিছুদিন লকডাউন থাকার পর গত সোমবার দেশব্যাপী জরুরি অবস্থা তুলে দেয়ার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
এদিকে পর্যটকদের আকর্ষণ করার জন্য প্রায় একই রকম ঘোষণা বা বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিয়েছে ইতালির সিসিলি দ্বীপ কর্তৃপক্ষ ও ।তারাও পর্যটকদের জন্য গত মাসেই বিশেষ ভর্তুকির ঘোষণা করেছে ।
ভর্তুকির মধ্যে অন্তর্ভুক্ত সুবিধা-
- পর্যটকদের প্লেনভাড়ার অর্ধেকটা বহন করা
- আকর্ষণীয় প্রবেশমূল্য
- হোটেলে একরাত বিনামূল্যে থাকার সুবিধা।
- এছাড়া প্রতি তিনরাত বুকিংয়ে একরাতের খরচ মিটিয়ে দেবে ইতালি সরকার।
এ প্রকল্পের জন্য ৫০ মিলিয়ন ইউরো বরাদ্দ হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত সিসিলির ট্যুরিজম ওয়েবসাইটে পাওয়া যাবে।
তথ্যসূত্রঃ ডেইলি মেইল