Site icon Grand learning School

Computer knowledge for bcs and bank job part-08

বিসিএস প্রস্তুতি pdf

computer question and answer pdf

সিলেবাস-  দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি:

computer mcq questions and answers pdf bangla ..Today we will read about—

১। স্মার্টফোন,ফ্যাক্স

২। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World wide web)
৩। ইন্টারনেট (Internet)

৪। নিত্য প্রয়োজনীয় কম্পিউটার প্রযুক্তি- ইমেইল

৫। ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট

Now we will read important 51 computer mcq question for bcs preparation and bank job preparation.

১. কোনটি স্বল্প দূরত্বের নেটওয়ার্ক স্থাপনে ব্যবহার করা হয়?

ক. ক্যাবল

খ. স্যাটেলাইট

গ. উপগ্রহ

ঘ. রেডিওয়েব

সঠিক উত্তর: ক্যাবল

২. অপটিক্যাল ফাইবার জ্যাকেটের ব্যাস কোনটি

ক. 400µm

খ. 200µm

গ. 300µm

ঘ. 100µm

সঠিক উত্তর: 400µm

৩. NIC এর পূর্ণরুপ কী?

ক. New International Card

খ. Network Net Card

গ. Neutal Interface Card

ঘ. Network Interface Card

সঠিক উত্তর: Network Interface Card

৪. ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়ে থাকে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
সঠিক উত্তর: ৫টি

৫. Computer কিংবা অন্য কোনো যন্ত্রের সাহায্যে ডেটাকে(Data) এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করার মাধ্যমেকে কী বলে?
ক. কম্পিউটার নেটওয়ার্ক
খ. ডেটা কমিউনিকেশন
গ. কমিউনিকেশন
ঘ. টপোলজি
সঠিক উত্তর: ডেটা কমিউনিকেশন(Data Communication)

৬. মোবাইল ফোন ডেটা কমিউনিকেশনের কোন পদ্ধতির অন্তর্ভূক্ত?
ক. Simplex Mode
খ. Half Duplex
গ. Full Duplex Mode
ঘ. Simple Mode
সঠিক উত্তর: Full Duplex Mode

৭. ক্লোর, কোডিং, বাফার আবরণ দিয়ে নিম্নের কোনটি তৈরী হয়?
ক. অপটিক্যাল ফাইবার
খ. টুইস্টেড পেয়ার
গ. কো-এক্সিয়াল
ঘ. হাব
সঠিক উত্তর: অপটিক্যাল ফাইবার

৮. টেলিকমিউনিকেশন অর্থ কী?
ক. কাছের যোগাযোগ
খ. দূরবর্তী যোগাযোগ
গ. কথোপকথন
ঘ. যোগাযোগ
সঠিক উত্তর: দূরবর্তী যোগাযোগ

৯. কোনো ডকুমেন্ট মেইলের মাধ্যমে একস্থানে হতে অন্যস্থানে প্রেরণ কোন ধরনের কমিউনিকেশন সিস্টেম?
ক. Optical Communication System
খ. Radioi Communication System
গ. Duplex Communication System
ঘ. Digital Communication System
সঠিক উত্তর: Digital Communication System

১০. কোন কমিউনিকেশনের সিস্টেমের মাধ্যমে তথ্যের প্রেরক ও প্রাপক একই সাথে তথ্য বিনিময় করতে পারে?
ক. কৌশলগত কমিউনিকেশন সিস্টেম
খ. হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
গ. ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
ঘ. রেডিও কমিউনিকেশন সিস্টেম
সঠিক উত্তর: হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম(Half Duplex Communication System)

১১. নিম্নের কোনটি রেডিও সিগন্যালের মাধ্যমে প্রেরণ করা হয়?
ক. অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম
খ. রেডিও কমিউনিকেশন সিস্টেম
গ. ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
ঘ. সবগুলো
সঠিক উত্তর: অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম

১২. ট্রান্সমিশন সিস্টেম হলো?
ক. মাধ্যম
খ. প্রাপক
গ. প্রেরক
ঘ. গন্তব্য
সঠিক উত্তর: প্রেরক

১৩. নিম্নের কোনটি কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থার দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে?
ক. মডুলেটর
খ. ডিমডুলেটর
গ. ডিকোডার
ঘ. মডেম
সঠিক উত্তর: মডুলেটর

১৪. নিম্নের কোনটি তথ্যের উৎস?
ক. কম্পিউটার
খ. টেলিফোন
গ. স্যাটেলাইট
ঘ. টেলিফোন লাইন
সঠিক উত্তর: কম্পিউটার

১৫. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রুপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলে?
ক.রাউটিং
খ. মডুলেশন
গ. সুইচিং
ঘ. নেটওয়ার্কিং
সঠিক উত্তর: মডুলেশন

১৬. কম্পিউটারের পারস্পারিক যোগাযোগ কে কী বলে?
ক. মডেম
খ. নেটওয়ার্ক
গ. ফ্যাক্স
ঘ. হাইওয়ে
উত্তর: নেটওয়ার্ক

১৭. ডেটা ট্রান্সমিশন রেটকে কী বলে?
ক. ব্যান্ড
খ. উইডথ
গ. ব্যান্ড উইডথ
ঘ. ভয়েস ব্যান্ড
সঠিক উত্তর: ব্যান্ড উইডথ

১৮. ডেটা ট্রান্সমিশন গতি কত প্রকার?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
সঠিক উত্তর: ৫টি

১৯. নিচের কোনটি কমিউনিকেশন সিস্টেম বহির্ভূত?
ক. যোগাযোগ নেটওয়ার্ক
খ. তথ্য বিনিময় সিস্টেম
গ. তথ্য বিনিময় কেন্দ্র
ঘ. গাড়ি চালানো
সঠিক উত্তর: তথ্য বিনিময় সিস্টেম

২০. ন্যারো ব্যান্ডের গতি-
ক. 9600bps
খ. 45bps
গ. 1 gbps
ঘ. 5 gbps
সঠিক উত্তর: 45bps

২১. Bandwidth এর একক কোনটি?
ক. Hz
খ. Cycle/sec
গ. bit/s
ঘ. m/s
সঠিক উত্তর: bit/s

২২. ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
সঠিক উত্তর: ৩টি

২৩. ডেটা রিসিভার A এর জন্য ব্যবহৃত বাইনারি মান কোনটি?
ক. 10000001
খ. 1000001
গ. 01000010
ঘ. 11000001
সঠিক উত্তর: 1000001

২৪. নিম্নের কোনটির প্রেরক স্টেশনের সাথে একটি প্রাইমারী স্টোরেজের প্রয়োজন হয়?
ক. সিনক্রোনাস ট্রান্সমিশন
খ. আইসোক্রোনাস ট্রান্সমিশন
গ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
ঘ. আইসিক্রোনাস ট্রান্সমিশন
সঠিক উত্তর: সিনক্রোনাস ট্রান্সমিশন

২৫. ডেটা প্রবাহের দিকে উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন(Data Transmission) মোডকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
সঠিক উত্তর: ৩ ভাগে

২৬. প্রেরক থেকে যে ডেটা গ্রাহকের character by character  ট্রান্সমিট হয় তাকে কী বলে?
ক. এসিনক্রোনাস
খ. আইসোক্রোনাস
গ. সিনক্রোনাস
ঘ. বিসিনক্রোনাস
সঠিক উত্তর: এসিনক্রোনাস

২৭. ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে কী বলে?
ক. ট্রান্সমিশন স্পীড
খ. ডেটা কমিউনিকেশন
গ. কম্পিউটার মোড
ঘ. ডেটা ট্রান্সমিশন মোড
সঠিক উত্তর: কম্পিউটার মোড

২৮. ডেটা শুধু এক দিকে প্রেরণ করা যায় কোন মোডে?
ক. হাফ ডুপ্লেক্স
খ. সিমপ্লেক্স
গ. ডুপ্লেক্স
ঘ. ফুল ডুপ্লেক্স মোড
সঠিক উত্তর: সিমপ্লেক্স

২৯. সিমপ্লেক্স মোডের উদাদহরণ-
ক. মোবাইল ফোন
খ. টেলিফোন
গ. ওয়াকিটকি
ঘ. রেডিও
সঠিক উত্তর: রেডিও

৩০.ইন্টারনেটে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডেটা ট্রান্সফারের কোন পদ্ধতিতে?
ক. Synchronous
খ. Isochronous
গ. Asychronous
ঘ. কোনাটিই নয়।
সঠিক উত্তর: Asychronous

৩১. সিনক্রোনাস (Asychronous) ডেটা ট্রান্সমিশনে প্রতি প্যাকেট কমপক্ষে কতটি ক্যারেক্টার থাকে?
ক. ৮০-১৩২ ক্যারেক্টার
খ. ৮০-১২০ ক্যারেক্টার
গ. ১২০-১৩২ ক্যারেক্টার
ঘ. ১০০-১১২ ক্যারেক্টার
সঠিক উত্তর: ৮০-১৩২ ক্যারেক্টার

৩২. নেটওয়ার্ক লাইন ইন্টারফেসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. 5 ভাগে
খ. ৪ ভাগে
গ. ৩ ভাগে
ঘ. ২ ভাগে
সঠিক উত্তর: ২ ভাগে

৩৩. কেবল একদিকে ডেটা প্রেরনের মোডকে কী বলে?
ক. ডুপ্লেক্স
খ. হাফ ডুপ্লেক্স
গ. ফুল ডুপ্লেক্স
ঘ. সিমপ্লেক্স
সঠিক উত্তর: সিমপ্লেক্স

৩৪. টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?
ক. 0-5GHz
খ. 5-10MHz
গ. 0-5MHz
ঘ. 0-5KHz
সঠিক উত্তর: 0-5KHz

৩৫. টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরী করা হয় কী ধরনের উপাদান দিয়ে?
ক. Iron
খ. Copper
গ. Glass
ঘ. Gold
সঠিক উত্তর: Copper

৩৬. STP ক্যাবলের সর্বোচ্চ ব্যান্ডউইথড কত?
ক. 1Mbps
খ. 10Mbps
গ. 2Mbps
ঘ. 20Mbps
সঠিক উত্তর: 20Mbps

৩৭. UTP ক্যাবলের কতটি কপার তার থাকে?
ক. ২টি
খ. ৪টি
গ. ৮টি
ঘ. ১৬টি
সঠিক উত্তর: ৮টি

৩৮. ডেটা কমিউনিকেশনে কয় প্রকারের মাধ্যম রয়েছে?
ক. ২প্রকার
খ. ৩প্রকার
গ. ৪প্রকার
ঘ. ৫প্রকার
সঠিক উত্তর: ২প্রকার

৩৯. কোনটি স্বল্প দূরত্বের নেটওয়ার্ক স্থাপনে ব্যবহার করা হয়?
ক. উপগ্রহ
খ. রেডিওওয়েভ
গ. ক্যাবল
ঘ. স্যাটেলাইট
সঠিক উত্তর: ক্যাবল

৪০. নিম্নের কোনটির মাধ্যমে একই সময়ে অনেকগুলো দেশের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব?
ক. শেয়ার টুইস্টেড পেয়ার ক্যাবল
খ. টুইস্টেড পেয়ার ক্যাবল
গ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ
ঘ. টেবেস্টোরিয়েল মাইক্রোওয়ব।
সঠিক উত্তর: স্যাটেলাইট মাইক্রোওয়েভ

৪১. STP- এর পূর্ণরুপ কী?
ক. Share Twisted Pair
খ. Shielded Twin Pair
গ. Shielded Tower phone
ঘ. Shielded Twisted Pair
সঠিক উত্তর: Shielded Twisted Pair

৪২. নিম্নে কোনটিতে ডেটা ট্রান্সমিশন হার 100mbps থেকে 2gbps?
ক. টুইস্টেড পেয়ার ক্যাবল
থ. আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
গ. কো-এক্সিয়াল ক্যাবল
ঘ. অপটিক্যাল ফাইবার ক্যাবল।
সঠিক উত্তর: অপটিক্যাল ফাইবার ক্যাবল।

৪৩. বেতার তরঙ্গের সীমা কত?
ক. 20km-30km
খ. 1km-50km
গ. 1mm-10km
ঘ. 50km-100km
সঠিক উত্তর: 1mm-10km

৪৪. ভূ-পৃষ্ঠে ট্রান্সমিটার বসানো থাকে কোন ওয়েভে?
ক. স্যাটেলাইট মাইক্রোওয়েভ
খ. রেডিও মাইক্রোওয়েভ
গ. টিভি মাইক্রোওয়েভ
ঘ. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
সঠিক উত্তর: টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ

৪৫. কোনটি ব্লুটুথ ও ইনফ্রারেডের মাধ্যমে হ্যান্ডসেট বা ল্যাপটপের মধ্যে যোগাযোগের পদ্ধতি-
ক. WWAN
খ. WMAN
গ. WPAN
ঘ. WLAN
সঠিক উত্তর: WPAN

৪৬. কয়েকটি wireless LAN মিলে নিম্নের কোনটি গঠিত হয়?
ক. WWAN
খ. WMAN
গ. WPAN
ঘ. WLAN
সঠিক উত্তর: WMAN

৪৭. কোনটিতে Wi-Max প্রযুক্তি ব্যবহার করা হয়?
ক. WWAN
খ. WMAN
গ. WPAN
ঘ. WLAN
সঠিক উত্তর: WMAN

৪৮. বর্তমানে মোবইল ফোনে ওয়্যারলেস প্রযুক্তিতে বহুল ব্যবহৃত প্রযুক্তি কোনটি?
ক. ওয়াই-ফাই
খ. তার মাধ্যমে
গ. অপটিক্যাল ফাইবার
ঘ. কো-এক্সিয়াল
সঠিক উত্তর: ওয়াই-ফাই

৪৯. LMR-এর পূর্ণরুপ কী?
ক. Local Mobile Radio
খ. Local Mobile Resister
গ. Land Mobile Radio
ঘ. Local Mbality Radio
সঠিক উত্তর: Land Mobile Radio

৫০. SMR- এর পূর্ণরুপ কী?
ক. Specialized Mobile Radio
খ. Speed Mobile Radio
গ. Special Mobile Radio
ঘ. Social Mobile Radio
সঠিক উত্তর: Specialized Mobile Radio

৫১. অপটিক্যাল ফাইবার ক্যাবল কমিউনিকেশন ব্যবস্থায় তিনটি অংশে দুটি হলো প্রেরক যন্ত্র ও গ্রাহক যন্ত্র এবং অপরটি-
ক. মডেম
খ. মাধ্যম
গ. তার
ঘ. ডিটেক্টর
সঠিক উত্তর: মাধ্যম

52. যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে কী বলে?
ক. সিনক্রোনাম ট্রান্সমিশন
খ. এসিনক্রোনাম ট্রান্সমিশন
গ. আইসোক্রানাস ট্রান্সমিশন
ঘ. বিসিনক্রোনাস ট্রান্সমিশন
সঠিক উত্তর: এসিনক্রোনাম ট্রান্সমিশন

Exit mobile version