Computer knowledge for bcs and bank job part-07

computer job question and answer
computer job question and answer
  1. প্রশ্নঃ- ই-কমার্স(E-commerce) এর পূর্নরূপ কী?

        উত্তরঃ- ই-কমার্স এর পূর্ণ রূপ ইলেকট্রনিক কমার্স(Electronic Commerce)।

  •  প্রশ্নঃ- ই-কমার্স (E-commerce) কী?

         উত্তরঃ- ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিক্রয়, বিপণন বা লেনদেন করাই ই-কমার্স।

  • প্রশ্নঃ- ই-কমার্স কাকে বলে?
           উত্তরঃ- ইন্টারনেট ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে বানিজ্য করতে পারেন, অনলাইনের এই ব্যবসাকে ই-কমার্স বলে।
  • প্রশ্নঃ- 2G(2nd generation) কী?

       উত্তরঃ- দ্বিতীয় প্রজম্মের তারবিহীন টেলিফোন প্রযুক্তি।

  • প্রশ্নঃ- 2G  প্রযুক্তি কোন দেশের সেলুলার টেলিকম নেটওয়ার্ক প্রযুক্তি?
           উত্তরঃ- ফিনল্যান্ডের।
  • প্রশ্নঃ- 2G  প্রযুক্তি কত সালে বাজারে যাত্রা করে?

        উত্তরঃ- ১৯৯১ সালে।

  • প্রশ্নঃ- 2G  প্রযুক্তি নেটওয়ার্ক এর প্রাথমিক সুবিধা কয়টি?

        উত্তরঃ-2G  নেটওয়ার্ক এর তিনটি প্রাথমিক সুবিধা।

  • প্রশ্নঃ- 2G  প্রযুক্তি নেটওয়ার্ক এর প্রাথমিক সুবিধা কী কী?

        উত্তরঃ-(SMS/ ক্ষুদেবার্তা, পিকচার (SMS) এবং মাল্টি-মিডিয়া ম্যাসেজ (MMS)।

  • প্রশ্নঃ- 3G কাকে বলে?

            উত্তরঃ- আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (ITU) এর সংজ্ঞানুসারে, মোবাইল ভিডিও কল ও মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট ট্রান্সপোর্ট নেটওয়ার্ক হচ্ছে 3G।

প্রশ্নঃ- ৫জি এর পূর্বসূরী কোন নেটওয়ার্ক প্রযুক্তি?

            উত্তরঃ- 4জি নেটওয়ার্ক প্রযু্ক্তি

প্রশ্ন: কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?

        উত্তর: Android.

প্রশ্ন: মোবাইল কমিউনিকেশনে 4G–এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

            উত্তর: ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

প্রশ্ন: প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?

            উত্তর: RAM .

প্রশ্নঃ- প্রথম প্রজন্ম (1st Generation) কত সাল থেকে কত সাল পর্যন্ত স্থায়িত্ব ছিল?

            উত্তরঃ- 1980 সাল – 1989 সাল পর্যন্ত।

প্রশ্নঃ- FDMA এর পূর্ণরূপ কী?

        উত্তরঃ- Frequency Division Multiple Access.

প্রশ্নঃ- TDMA এর পূর্ণরূপ কী?

       উত্তরঃ- Time Division Multiple Access.

প্রশ্নঃ- CDMA এর পূর্ণরূপ কী?

    উত্তরঃ- Code Division Multiple Access.

প্রশ্নঃ- কত সালে Handoff সুবিধা চালু হয়?

     উত্তরঃ- দ্বিতীয় প্রজন্মে।

প্রশ্নঃ- GPRS এর স্পিড কত?

            উত্তরঃ- 50Kbit/s

  • প্রশ্নঃ- EDGE এর স্পিড কত?

            উত্তরঃ- 250Kbit/s

  • প্রশ্নঃ- দ্বিতীয় প্রজন্ম (2nd Generation) কত সাল থেকে কত সাল পর্যন্ত স্থায়িত্ব ছিল?

                    উত্তরঃ- 1990 সাল – 2000 সাল পর্যন্ত।

  • প্রশ্নঃ- তৃতীয় প্রজন্ম (3rd Generation) কত সাল থেকে কত সাল পর্যন্ত স্থায়িত্ব ছিল?

                উত্তরঃ- 2001 সাল – ২০০9 সাল পর্যন্ত।

  • প্রশ্নঃ- চতুর্থ প্রজন্ম (4th Generation) কত সাল থেকে কত সাল পর্যন্ত স্থায়িত্ব ছিল?

               উত্তরঃ- ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত।

  • প্রশ্নঃ- ডেটা ট্রান্সমিশন স্পিড 3G এর চেয়ে প্রায় ৫০ গুণ বেশি কোন প্রজন্মের নেটওয়ার্কে?

   উত্তরঃ- ৪র্থ প্রজন্মের নেটওয়ার্কে।

  • প্রশ্নঃ- সেলুলার ডাটা নেটওয়ার্ক(Cellular Data Network) কি কি?

          উত্তরঃ- টুজি(2G),৩জি(3G), ৪জি(4G), ওয়াইম্যাক্স(Wimax) ইত্যাদি

  •  প্রশ্নঃ- কম্পিউটার নেটওয়ার্ক(Computer Network)?

        উত্তরঃ- ল্যান(LAN), ম্যান(MAN), ওয়াই-ফাই(WiFi), ওয়াইম্যাক্স(Wimax) ইত্যাদি।

  • প্রশ্নঃ- আমাজন ডট কম কত সালে শুরু হয়?

        উত্তরঃ- ১৯৯৫ সালে।

  • প্রশ্নঃ- কত সালে প্রথম ইন্ডিয়াতে ই কমার্স সাইট যাত্রা শুরু করে?

           উত্তরঃ- 1996 সালে।

  • প্রশ্নঃ- কত সালে প্রথম বাংলাদেশে ই কমার্স সাইট যাত্রা শুরু করে?

                    উত্তরঃ- 1999 সালে।

  • প্রশ্নঃ- আলীবাবা ডট কম কোন দেশের ই কমার্স সাইট?

উত্তরঃ- চীনের।

  • প্রশ্নঃ- আলীবাবা ডট কম কত সালে যাত্রা শুরু করে?

উত্তরঃ- 1999 সালে।

  • প্রশ্নঃ- আলিবাবা ডট কম কত সালে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়?

উত্তরঃ- 2001 সালে।

  • প্রশ্নঃ- E-commerce ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কী বলে?
         উত্তরঃ- COD (Cash on delivery)
  •  প্রশ্নঃ- বাংলাদেশে আলীবাবা (alibaba)ডট কম চালু হয় কত সালে?

উত্তরঃ- 2017 সালে।

  • প্রশ্নঃ- আলীবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা কে? Who is the founder of alibaba

উত্তরঃ- জ্যাক মা।(jack ma)

  • প্রশ্নঃ- জ্যাক মা।(jack ma)এর আসল নাম কী?

উত্তরঃ- মা ইউয়ান।  Ma Yun

  • প্রশ্নঃ- WAN  এর পূর্ণরূপ  কী?

উত্তরঃ- Wide Area Network

  • প্রশ্নঃ- MAN  এর পূর্ণরূপ  কী?

উত্তরঃ- Metropolitan Area Network

  • প্রশ্নঃ- WLAN  এর পূর্ণরূপ  কী?

উত্তরঃ- Wireless Local Network.

  • প্রশ্নঃ- WMAN  এর পূর্ণরূপ  কী?

উত্তরঃ- Wireless Metropolitan Network.

  • প্রশ্নঃ- LMDS  এর পূর্ণরূপ  কী?

উত্তরঃ- Local Multipoint Distribution Service

  • প্রশ্নঃ- SAN এর পূর্ণরূপ  কী?

উত্তরঃ- Storage Area Network.

  • প্রশ্নঃ- PAN এর পূর্ণরূপ  কী?

উত্তরঃ- Personal Area Network.

  • প্রশ্নঃ- WiMAX এর পূর্ণরূপ  কী?

উত্তরঃ- Worldwide Interoperability for Microwave Access.

  • প্রশ্নঃ- LAN (ল্যান) কি?

উত্তরঃ- যখন একটি নির্দিষ্ট ভৌগলিক এলাকার বা একটি বিল্ডিংয়ের মধ্যে কিছু নেটওয়াকিং ডিভাইসেকে একত্রিত করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে LAN- Local Area Network বলে।

  • প্রশ্নঃ- ওয়াইফাই কোন ষ্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে?

উত্তরঃ- IEEE. 802.11

  • প্রশ্নঃ- ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি?

উত্তরঃ- তারহীন সংযোগ।

  • প্রশ্নঃ- বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী কোনটি?
         উত্তরঃ- সিলেট।
  • প্রশ্নঃ- Wi-Fi র পূর্ণরূপ কী?- wifi stands for?

উত্তরঃ- Wireless Fidelity.

  • প্রশ্নঃ- ওয়াইফাই কত সালে আবিষ্কার হয়?

উত্তরঃ- ১৯৮৫ সালে।

  • প্রশ্নঃ- প্রথম ওয়াইফাই কোম্পানির নাম কী?

উত্তরঃ- Wi-Fi Alliance.

  • প্রশ্নঃ- WLAN  এর প্রতিশব্দে কোন শব্দ ব্যবহার করা হয়?

উত্তরঃ- Wi-Fi.

  • প্রশ্নঃ- GSM এর পূর্ণরুপ কী?

উত্তরঃ- Global System for Mobile.

  • প্রশ্নঃ- IP এর পূর্ণরূপ কী?

উত্তরঃ- Internet Protocol.

প্রশ্নঃ- 3GPP এর পূর্ণরূপ কী?
উত্তরঃ- 3rd Generation Partnership Project.
প্রশ্নঃ- ওয়াইফাই (wifi) এর জনক বা আবিষ্কারক কে?
উত্তরঃ- ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস
প্রশ্নঃ- ওয়াইফাই Wi-Fi অন করলে কোন রেডিয়েশন বের হয়?
উত্তরঃ- ইলেক্ট্রোম্যাগ্নেটিভ রেডিয়েশন।
প্রশ্নঃ- ওয়াইফাই ব্যাবহার এর জন্য কী প্রয়োজন?
       উত্তরঃ- রাউটার।
প্রশ্নঃ- ২০১৯ সালে বের হওয়া ওয়াইফাই এর নাম কী?
উত্তরঃ- 802.11ax ওয়াইফাই প্রযুক্তির নাম হলো WiFi 6.
প্রশ্নঃ- ওয়াইফাই ৫(wifi-5) এর চেয়ে ওয়াইফাই ৬(wifi-6)এর গতি কেমন?
উত্তরঃ- ওয়াইফাই ৫ এর চেয়ে ৪০ শতাংশ বেশি।

1 COMMENT

Comments are closed.