Voice change: (বাচ্য) active to passive voice
voice বা বাচ্য হলো ক্রিয়া বা কাজ প্রকাশের ভঙ্গি। কর্তা কাজটি নিজে করছে না কি কর্তার দ্বারা কোন কাজ হচ্ছে সেটা এই প্রকাশভঙ্গি থেকে বোঝা যায়।
Voice এর প্রকারভেদ: Voice দুই প্রকারের হয় ।
যথা 1. Active Voice (কর্তৃবাচ্য) এবং 2. Passive Voice (কর্মবাচ্য)।
sentence এ verb এর Active voice তখনই হবে যখন sentence এ subject নিজে সক্রিয় হয়ে কাজ সম্পন্ন করবে।
Sentence Structure of Active Voice:
Subject + Verb + Object
Example:
I write a letter.
passive voice করার নিয়ম
sentence বা বাক্যে verb এর passive voice তখনই হবে যখন sentence এ subject নিজে কাজটি করে না বরং object এর কাজটি subject দ্বারা সম্পন্ন হবে।
Object + be verb+ verb এর past participle form + by+ subject
Example:
A letter is written by me.
voice change এর সহজ নিয়ম সমূহ নিম্নে বর্ণিত করা হলো :
Rule 1:
a) Active voice এ যেটা subject সেটি passive voice এর object হয়ে যায়।
b) Active voice এর যেটা object সেটি passive voice এর subject এ রুপান্তরিত হয়।
c) মূল verb এর past participle হবে এবং subject ও tense অনুসারে auxiliary verb বা be verb হবে।
Rule 2:
Present indefinite tense যুক্ত active voice to passive voice এ রুপান্তর করার ক্ষেত্রে নিয়ম নিম্নে ব্যাখ্যা করা হলোঃ
Structure: Object এর subject রূপ + am/is/are + verb এর past participle form + by + subject এর object.
Active – I play cricket.
Passive- Cricket is played by me.
Active- He eats rice.
Passive- Rice is eaten by him.
Present continuous tense যুক্ত active to passive voice এ রুপান্তর করার ক্ষেত্রে নিয়ম নিম্নে ব্যাখ্যা করা হলোঃ
Structure:Object এর subject রূপ + am being/is being/are being + verb এর past participle form + by + subject এর object.
Active: I am playing cricket.
Passive: Cricket is being played by me.
Active: She is writing a poem.
Passive: A poem is being written by her.
present perfect tense sentence কে voice change এর সহজ নিয়ম
Structure: Object এর subject রূপ + have been/ has been + verb এর past participle form + by + subject এর object.
Active: She has taken meal.
Passive: Meal has been taken by her.
Active: I have played cricket.
Passive: cricket has been played by me.
past indefinite tense sentence কে voice change এর সহজ নিয়ম
Structure: Object এর subject রূপ + was/were + verb এর past participle form + by + subject এর object
Active: He ate rice.
Passive: Rice was eaten by him.
Active: They played cricket.
Passive: Cricket were played by them.
Past continuous tense sentence কে voice change এর সহজ নিয়ম
Structure:Object এর subject রূপ + was being/were being + verb এর past participle form + by + subject এর object.
Active: She was writing a poem.
Passive: A poem was being written by her.
Active: They were playing football.
Passive: Football were being played by them.
Past perfect tense sentence কে voice change এর সহজ নিয়ম
Structure: Object এর subject রূপ + had been + verb এর past participle form + by + subject এর object.
Active: He had eaten rice.
Passive: Rice had been eaten by him.
Active: They had dug the cannel.
Passive: The cannel had been dug by them.
Future indefinite tense sentence কে voice change এর সহজ নিয়ম
Structure: Object এর subject রূপ + shall be / will be + verb এর past participle + by + subject এর object.
Active: He will drink water.
Passive: Water will be drunk by me.
Active: They will play cricket.
Passive: Cricket will be played by them.
Future continuous tense sentence কে voice change এর সহজ নিয়ম
Structure: Object এর subject রূপ + shall be being/will be being + verb এর past participle form + by + subject এর object.
Active: He will be eating rice.
Passive: Rice will be being eaten by him.
Active: They will be playing Cricket.
Passive: Cricket will be being played by them.
Future perfect tense sentence কে voice change এর সহজ নিয়ম
Structure:Object এর subject রূপ + shall have been /will have been + verb এর past participle form + by + subject এর object.
Active: She will have eaten rice.
Passive: Rice will have been eaten by her.
Active: I will have caught the fish.
Passive: The fish will have been caught by me.
Voice এর ব্যতিক্রম নিয়ম
May, might, must, can, could, going to, ought to ইত্যাদি থাকলে active voice কে passive voice এ রুপান্তর বা active vs passive voice করার নিয়ম নিম্নে ব্যাখ্যা করা হলোঃ
Structure: Object এর subject রূপ + may, might, can, could, must, ought to, going to- এর পরে ‘be’ + verb এর past participle form + by + subject এর object রূপ.
Active: I may help her.
Passive: She may be helped by me.
Active: You must do the homework.
Passive: The homework must be done by you.
Active: We ought to obey our leader.
Passive: Our leader ought to be obeyed by us.
voice change rules of Imperative sentence:
Imperative sentence কে passive voice করার নিয়ম
A) যখন কিনা মূল verb দিয়ে শুরু যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করতে হবে সে ক্ষেত্রে নিয়মঃ
Structure: Let + object এর subject রূপ + be + verb এর past participle form
Active: Open the door.
Passive: Let the door be Opened.
Do not দিয়ে শুরু active voice কে passive voice এ রুপান্তরের নিয়ম
Structure:Let not + object এর subject রূপ + be + verb এর past participle form
Active: Do not open the door.
Passive: Let not the door be opened.
C) Imperative sentence এর ক্ষেত্রে Let এর পর যদি me, us, you, them, him অথবা her এই ধরণের ব্যক্তিবাচক object থাকে, তাহলে active voice কে passive voice এ রুপান্তর করার ক্ষেত্রে যে নিয়ম তা নিম্নে ব্যাখ্যা করা হলোঃ
Structure: Let + object এর subject রূপ + be + verb এর past participle form + by + ব্যক্তিবাচক object.
Active: Let me play cricket.
Passive: Let the cricket be played by me.
Active: Let us watch a movie.
Passive: let a movie be watched by us.
D) active voice এ Never থাকলে passive voice এ রুপান্তরের নিয়ম
Structure: Let not + object এর subject রূপ + ever be + verb এর past participle form
Active: You should Never tell a lie.
Passive: Let not a lie ever be told by you.
Imperative sentence:
Imperative sentence এর ক্ষেত্রে মূল verb এর পর যদি যদি me, us, you, them, him অথবা her এই ধরণের ব্যক্তিবাচক object থাকে তাহলে active voice কে passive voice এ রুপান্তর করার ক্ষেত্রে যে নিয়ম তা নিম্নে ব্যাখ্যা করা হলোঃ
Structure: Let + direct object (মূল verb এর পর যে object থাকে + be + verb এর past participle form + for + me, us, you, them, him অথবা her এই ধরণের ব্যক্তিবাচক object
Active: Buy me a pen.
Passive: Let a pen be bought for me.
Active: Give me a glass of juice.
Passive: Let a glass of juice be given for me.
Rule 5:
voice change rules of interrogative sentence:
active যদি Interrogative sentence যুক্ত হয় তাহলে passive এর নিয়ম
A) Interrogative sentence কে প্রথমে Assertive sentence এ রুপান্তর করে নিতে হবে। এরপর রুপান্তরিত Assertive sentence এর active voice থেকে passive voice এ রুপান্তর করতে হবে ।এরপর রুপান্তরিত passive voice এর auxiliary verb টিকে প্রথমে বসাতে হবে এবং সব শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। অবশ্যই Tense অনুসারে করতে হবে।
Example 1 :
Active: Have you written a letter?
Assertive: You have written a letter.
Assertive এর passive: A letter has been written by you.
Passive এ রুপান্তর: Has a letter been written by you?
Example 2:
Active: Is she reading a book?
Assertive: She is reading a book.
Assertive এর passive: A book is being read by her.
Passive এ রুপান্তর: Is a book being read by her?
B) active voice এ who যুক্ত থাকলে passive voice এ রুপান্তর করার ক্ষেত্রে নিয়ম নিম্নে ব্যাখ্যা করা হলোঃ
Structure: Who এর পরিবর্তে By whom, তারপর tense ও person অনুযায়ী Auxiliary verb, তারপর object এর subject রূপ হবে , (অনেক সময় tense অনুযায়ী কর্তার পরে be/ being বা been বসাতে হয়) এর পর verb এর past participle form বসবে। সব শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে।
Active: Who is playing cricket?
Passive: BY whom is cricket being played?
Active: Who will do the job?
Passive: By whom will the job be done?
C) active voice এ Whom যুক্ত থাকলে passive voice এ রুপান্তর করার ক্ষেত্রে নিয়ম নিম্নে ব্যাখ্যা করা হলোঃ
Structure: এই ক্ষেত্রে Whom এর পরিবর্তে who হবে + tense ও person অনুযায়ী Auxiliary verb বা be verb হবে + verb এর past participle form + by + subject এর object এবং সব শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে।
Active: Whom did you see in the park?
Passive: Who was seen by you in the park?
D) active voice এ What যুক্ত থাকলে passive voice এ রুপান্তর করার ক্ষেত্রে নিয়ম নিম্নে ব্যাখ্যা করা হলোঃ
Structure: এই ক্ষেত্রে What + tense ও person অনুযায়ী Auxiliary verb বা be verb + verb এর past participle form + by + subject এর object রূপ এবং সব শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে।
Active: What does he want?
Passive: What is wanted by him?
Phrase Verb in Voice chnage
Active– Ratan Called off the Programme.
passive– The programme was called off by ratan
active -He looked after his grandfather
passive -His grand father was looked after by him.
active– They will send him away to school
passive– He will be sent away to school.
Some advanced level ‘To – Infinitive’
be asked to | be supposed to | be told to | be expected to |
be invited to | be scheduled to | be allowed to | be order to |
Raj has been asked to make a routine for the next session.
Kobita is supposed to wear school Uniform.
The official programme is scheduled to start at 10 am.