কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২০ current affairs january to may 2020

current affairs 2020 may । current affairs 2020 bangla

কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২০ current affairs january to may 2020. পার্ট-০1

১।  বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করে?

 = ১১৯

১৯৯৮ সালে বিশ্বে ১ম ই-পাসপোর্ট চালু করে মালয়েশিয়া

২। 2020 সালের বর্ষপণ্য কোনটি?

=  লাইটিং ইঞ্জিনিয়ারিং পণ্য

২০১৯- কৃষি ও কৃষিজাত পণ্য

২০১৮- ওষুধ পণ্য

৩। Asian Infrastructure Investment Bank (AIIB) এর বর্তমান সদস্য কতটি?

= ৭৮ টি

৪। Asian Infrastructure Investment Bank (AIIB) এর সর্বশেষ সদস্য দেশ?

= আলজেরিয়া  

 (সদস্য পদ লাভ- ২৮ ডিসেম্বর ২০১৯)

৫। 2020 সালের ‘ফিন্যান্স মিনিস্টার অফ দ্যা ইয়ার’ ভূষিত হন কে?

= বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

দ্যা ব্যাংকার- ম্যাগাজিনের

৬। ঢাকা বিশ্ববিদ্যালয় মরণোত্তর ‘ডক্টর অফ লজ’ ডিগ্রী প্রদান করবে কাকে?

=বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে

(মূলত 5 সেপ্টেম্বর 20২০  ঢাকা  বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে এ ডিগ্রী প্রদান করার কথা রয়েছে)

৭। ADB(Asian Development Bank) বর্তমান প্রেসিডেন্টের নাম কী ?

= মাসাতসুগু আসাকাওয়া

(১৭ জানুয়ারী ২০২০ দায়িত্ব গ্রহণ করেন । উনি মূলত একজন জাপানি)

৮। 2020 সালে 59 তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

=  ৩রা নভেম্বর

৯। Traffic Index 2020 অনুসারে যানজটে বিশ্বের শীর্ষ শহর?

=  লাগোস, নাইজেরিয়া

Traffic Index 2020 অনুসারে যানজটে বিশ্বের ২য় শীর্ষ শহর?

= কলম্বো, শ্রীলংকা

( এ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দশম)

১০।  2020 সালে বিশ্বে অস্ত্র উৎপাদনে ২য় শীর্ষ দেশ?

= চীন

১ম-  যুক্তরাষ্ট্র

২য়- চীন

৩য়- রাশিয়া

১১। করোনা ভাইরাস আক্রান্ত বা সন্দেহভাজন রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার পদ্ধতিকে কী বলা হয়?
উত্তরঃ কন্ট্যাক্ট ট্রেসিং (Contact Tracing)।

১২। করোনার চিকিৎসায় যুক্তরাষ্ট্র -এর ওষুধ প্রশাসন সম্প্রতি কোন ওষুধ ব্যবহারের অনুমোদন দেয়?

= রেমডেসিভি

( ওষুধ প্রয়োগের ফলে করোনা রোগী 11 থেকে 15 দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।)

১২। সম্প্রতি কোন দেশ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তাদের সাধারণ নির্বাচন পিছিয়ে দিয়েছে?

=  পোল্যান্ড

১৩। বিশ্বজুড়ে সর্বাধিক কথিত  ভাষার তালিকায় শীর্ষ ভাষা?

= ইংরেজি

১৪। বিশ্বজুড়ে সর্বাধিক কথিত  ভাষার তালিকায় ২য় শীর্ষ ভাষা?

= মান্দারিন

১৫। বিশ্বজুড়ে সর্বাধিক কথিত  ভাষার তালিকায় বাংলা ভাষার অবস্থান কততম?

=৭ম

 কানাডা ভিত্তিক ওয়েবসাইট – visual capitalist এর প্রতিবেদন অনুসারে।

এ প্রতিবেদনে বিশ্বের 100 সর্বাধিক কথিত ভাষার তালিকা বাংলাদেশের চট্টগ্রাম  ও সিলেট অঞ্চলের ভাষা রয়েছে

16।সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীর পোস্ট পর্যালোচনা করার জন্য যে বিচারক প্যানেল গঠন করা হয়েছে তার নাম কি?

= ফেসবুক সুপ্রিম কোর্ট

১৬। 2020 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী পালিত হয়?

= ১৫৯ তম

১৭। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয় কবে?

= ২০১৮ সালে

১৮। ‘র‍্যাপলার’ কোন দেশের সামাজিক নিউজ নেটওয়ার্ক?

= ফিলিপাইন

১৯। বাংলাদেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এর নাম কি?

=  Association of Bankers Bangladesh

 Present Chairman- আলী রেজা ইফতেখার

২০।চীনে  প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় কবে?

=  7 জানুয়ারি 2020

২১। বেলজিয়াম ভিত্তিক বেসরকারি সংস্থা “shipbreaking platform”এর প্রতিবেদন অনুসারে জাহাজভাঙায় শীর্ষ দেশ?

= বাংলাদেশ  

2 COMMENTS

  1. বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? কি কি?

Comments are closed.