বাংলাদেশ বিষয়াবলী বিসিএস পর্ব-০৩ঃ পাকিস্তান শাসন আমলে বাংলা

বিসিএস বাংলাদেশ বিষয়াবলী
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf

বাংলাদেশ বিষয়াবলী বিসিএস -পাকিস্তান শাসন আমলে বাংলা – বিসিএস বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস

১.    বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিকাশের প্রথম পদক্ষেপ- ভাষা আন্দোলন

২.   পাকিস্থানের ৫৬.৪০% লোকের ভাষা ছিল বাংলা। (উর্দু -৩.২৭%)

৩.   উর্দু ভাষা রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়-১৯৪৮ সালে।

৪.   ভাষা আন্দোলনের প্রথম সংগঠন- তমদ্দুন মজলিশ।

৫.   ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর তমদ্দুন মজলিশ এর উদ্যোগে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ প্রকাশিত হয়।

৬.   ১৯৪৭ সালে অক্টোবর মাসে তমদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য গঠিত হয়- ‘রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ’।

৭.   ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিষ্ঠানের- ‘সংস্কৃতি সংসদ’ সৃষ্টি হয়।

৮.   ১৯৫২ সালের শেষদিকে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়- ‘পাকিস্তান সাহিত্য সংসদ’।

৯.   শিক্ষামন্ত্রী ফজলুর রহমান- মানি অর্ডার, ফরম, ডাকটিকিট ও মুদ্রায় ইংরেজি-উর্দুর পাশাপাশি বাংলায় লেখার ঘোষণা দেন।

১০.  আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়।

১১.  পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলা অন্যতম রাষ্ট্রভাষার সাংবিধানিক স্বীকৃতি লাভ করে- ১৯৫৬ সালে।

১২.  ১৯৪৭ সালের ১৪ আগষ্ট পাকিস্তানের অংশ হিসাবে পূর্ব বাংলা নামক প্রদেশের জম্ম হয়।

১৩.  ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়।

১৪.  পূর্ব বাংলার প্রথম মন্ত্রী সভা গঠন করা হয়- ১৪ আগষ্ট, ১৯৪৭ সালে।

১৫.  পূর্ব বাংলার প্রথম গভর্নর- স্যার ফ্রেডারিক বোর্ন।

১৬.  পূর্ব বাংলার জমিদারি প্রথা বিলুপ্তি- ১৯৫০ সালে।

১৭.  পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যবধান ছিল কোন কোন বিষয়ে – ভাষা, নৃতত্ত¡, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক পরিবেশ, খাদ্যাভ্যাসসহ নানা ক্ষেত্রে

১৮.  পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানকে অন্তর্ভুক্ত করে -দেড় হাজার কিলোমিটারের অধিক ব্যবধানে একটি অসম রাষ্ট্র গড়ে তোলা হয়।

১৯.  বাংলার প্রতি পাকিস্থানের বৈষম্য শুরু হয়- ১৯৪৭সালে।

২০.  পাকিস্থানের ৫৬.৪০% লোকের ভাষা ছিল বাংলা।

২১.  শাময়িক শাসন জারি করা হয়-১৯৫৮ সালে ৭ অক্টোবর।

২২.  ১৯৫৬ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা ছিল-৪২০০০ এবং বাঙালি ছিল মাত্র-২৯০০জন।

২৩.  ১৯৬২ সালে পাকিস্তানের মন্ত্রণালয় গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিল-৯৫৪ জন তার মধ্যে বাঙালি ছিল-১১৯জন।

২৪.  পূর্ব পাকিস্তানের(বাংলাদেশ) ওপর পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক শাসনের অন্যতম ক্ষেত্র ছিল-সামরিক বৈষম্য।

২৫.  পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) সামরিক বাহিনী নিয়োগের ক্ষেত্রে কোটা ছিল-৫%এর কম  (পাঞ্জাব-৬০% এবং পাঠান-৩৫%)

২৬.  ১৯৫৫ সালে সামরিক বাহিনীতে ২২১১ জন কর্মকর্তা ছিল তার মধ্যে বাঙালি  মাত্র ৮২জন এবং শীর্ষ ১৭ জন কর্মকর্তার মধ্যে বাঙালি ১জন মাত্র  (সামরিক বাহিনীর মধ্যে ৫% বাঙালি)।

২৭.  আইয়ুব খান সামরিক খাতে মোট বাজেটের ছিল-৬০%

২৮.  পাকিস্তান জম্মলগ্ন থেকে পঞ্চমবার্ষিকী পরিকল্পনা হয়-৩টি।

২৯.  প্রথম বাজেট- পূর্ব পাকিস্তান-১১৩ কোটি রুপি, পশ্চিম পাকিস্তান-৫০০কোটি রুপি।

৩০.  দ্বিতীয় বাজেট-পূর্ব পাকিস্তান-৯৫০কোটি রুপি, পশ্চিম পাকিস্তান-১৩৫০কোটি রুপি।

৩১.  তৃতীয় বাজেট-পূর্ব পাকিস্তান-৩৬% এবং পশ্চিম পাকিস্তান-৬৩%।

৩২.  পূর্ব পাকিস্তানে বাজেটের মোট ব্যয়ের হার ছিল মাত্র-৫.১০%।

৩৩.  ১৯৫৫-১৯৬৭ সালের শিক্ষা খাতে মোট বরাদ্দ ছিল -২৮৮১ মিলিয়ন রুপি (পূর্ব পাকিস্তান-৭৯৭রুপি পশ্চিম পাকিস্তান-২০৮৪ রুপি)।

৩৪.  শিক্ষা খাতে মোট বৃত্তি ছিল-৩৫টি ( পূর্ব পাকিস্তানের বরাদ্দ মাত্র-৫টি বৃত্তি)।

৩৫.  কৃষি, চিকিৎসা, বিজ্ঞান ও শিল্প গবেষণা এমন মোট  ১৬টি কেন্দ্রের মধ্যে ১৩টিই অবস্থিত ছিল পশ্চিম পাকিস্তানে।

৩৬.  ১৯৭০ সালে নির্বাচনের একটি পোষ্টারের অর্থনৈতিক বৈষম্যের চিত্রঃ

বৈষম্যের বিষয় বাংলাদেশ পশ্চিম পাকিস্তান
রাজস্ব খাতে ব্যয় ১৫০০ কোটি টাকা ৫০০০ কোটি টাকা
উন্নয়ন খাতে ব্যয় ৩০০০ কোটি টাকা ৬০০০ কোটি টাকা
বৈদেশিক সাহায্য ২০% ৮০ %
বৈদেশিক দ্রব্য আমদানী  ২৫% ৭৫ %
কেন্দ্রীয় সরকারের চাকরি ১৫ % ৮৫ %
সামরি বিভাগে চাকরি ১০ % ৯০ %
চাউল (মণ প্রতি) ৫০ টাকা ২৫ টাকা
আটা (মণ প্রতি) ৩০ টাকা ১৫ টাকা
সরিষার তৈল  (সের প্রতি) ৫ টাকা ২.৫ টাকা
স্বর্ণ প্রতি ভরি ১৭০ টাকা ১৩৫ টাকা

৩৭.  পাকিস্তানি শাসকদের শাসন, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে পূর্ব বাংলায় দ্বিতীয় প্রতিবাদ ছিল ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন।

৩৮.  ১৯৬২ সালে আইয়ুব খানের সংবিধানের বিরুদ্ধে আইয়ুব বিরোধী আন্দোলনের সূচনা হয়।

৩৯.  পাকিস্তানি সরকার কর্তৃক শাসন ও শোষণের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ছিল ১৯৬৬ সালে ছয় দফা দাবি উত্থাপন।

৪০.  পাকিস্তানি শাসকদের ছয় বছরের শোষণের বিরুদ্ধে ১৯৫২এর নির্বাচন ‘ব্যালট বিপ্লব’ নামে পরিচিত।

৪১.  শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন- কৃষক-শ্রমিক পার্টি।

৪২.  মওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন- নেজামই-ইসলামী ।

৪৩.  হাজী দানেশের নেতৃত্বাধীন বামপন্থী গণতন্ত্রী দল।

৪৪.  ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন- আবুল মনসুর আহমদ।

৪৫.  ১৯৫৪ সালের ৮ মার্চের নির্বাচনে শতকরা ৩৭.১৯ ভাগ ভোটার ভোট দেয়। ( মোট ভোটার-১,৯৭,৩৯,০৮৬ জন)।

৪৬.  ফলাফল প্রকাশ করা হয় ১৯৫৪ সালে ২রা এপ্রিল। মোট  আসন সংখ্যা ছিল- ৩০৯টি  (যুক্তফ্রন্ট লাভ করে- ২২৩টি আসন(স্বতন্ত্রসমর্থন ৮টিসহ), মুসলিম লীগ পায় -৯টি আসন, পাকিস্তান জাতীয় কংগ্রেস -২৪টি, ফেডারেশন -২৭টি, খেলাফতে রব্বানী -২টি, খ্রিস্টান -১টি, বৌদ্ধ -১টি, কম্যুনিস্ট পার্টি -৪টি।)

৪৭.  ১৯৫৬ সালে প্রথম সংবিধান রচিত হয় যা চালু ছিল মাত্র- ২ বছর।

৪৮.  ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হন-২৩ মার্চ,১৯৫৬  ।

৪৯.  ১৯৫৯ সালের অক্টোবর মাসে আইয়ুব খান নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন। তাঁর এই নির্বাচনের মূলভিত্তি ছিল ‘মৌলিক গণতন্ত্র।

৫০.  সোহরাওয়ার্দীকে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়-১৯৬২ সালের ৩০ জানুয়ারি।

৫১.  শেখ মুজিবুর রহমানকে দেশরক্ষা আইনে গ্রেফতার করা হয়-১৯৬৬ সালের ৮ মে।

৫২.  আগরতলা ষড়যন্ত্রমামলা প্রত্যাহার – ১৯৬৯ সালে ২২ ফেব্রুয়ারী।

৫৩.  শেখ মুজিবুর রহমানকে ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে এক বিরল গণসংবর্ধনায় ‘বঙ্গবন্ধু’ খেতাবে ভূষিত করা হয়-২৩ ফেব্রুয়ারি

৫৪.  জয় বাংলা শ্লোগানের উদ্ভব ঘটে- রেসকোর্স ময়দানে ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ সালে।

৫৫.  ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ তারিখে রেসকোর্স ময়দানে লোক সংখ্যা ছিল-৫ লক্ষ।

৫৬.  শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে স্বাধীন বাংলাদেশ অস্থায়ী সরকার গঠিত হয়-১৯৭১ সালে ১০ এপ্রিল। (উপরাষ্ট্রপতি-সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী- তাজউদ্দীন আহমদ)।

৫৭.  মুজিবনগর সরকার শপথ গ্রহন করে- ১৭ এপ্রিল, মেহেরপুর জেলার, বৈদ্যনাথ তলায়।

৫৮.  ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে।

বাংলাদেশ বিষয়াবলী বিসিএস প্রস্তুতির জন্য – বিসিএস বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস

বাংলাদেশ বিষয়াবলী বিসিএস প্রস্তুতি পর্ব-০১

বাংলাদেশ বিষয়াবলী বিসিএস প্রস্তুতি পর্ব-০২

3 COMMENTS

Comments are closed.