বাংলাদেশ বিষয়াবলী বিসিএস- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী pdf পর্ব -০৬

বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf,
বাংলাদেশ বিষয়াবলী বিসিএস

বিসিএস সাধারণ জ্ঞান pdf এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী pdf

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী pdf – একনজরে দেখুন

১। বাংলাদেশের ভৌগলিক অবস্থান

২।বাংলাদশের সীমানা- বিসিএস সাধারণ জ্ঞান pdf

৩। বাংলাদেশের সমুদ্র বিজয়ঃ বিসিএস সাধারণ জ্ঞান pdf

৪। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ও সীমান্তবর্তী স্থানঃ বাংলাদেশ বিষয়াবলী বিসিএস

৫। ছিটমহলঃ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী pdf

৬। বাংলাদেশের সর্ব —সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী pdf

৭। বাংলদেশের ভূপ্রকৃতি ও জলবায়ুঃ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী pdf

বাংলাদেশের ভৌগলিক অবস্থান

১.    বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ।

উত্তরঃ ভৌগোলিক অবস্থান ২০°৩৪´ উ থেকে ২৬°৩৮´ উ অক্ষাংশ এবং ৮৮°০১´ পূ থেকে ৯২°৪১´ পূ দ্রাঘিমাংশে।

২.    বাংলাদেশের ভূ-সীমান্ত দৈর্ঘ্যের মধ্যে-

উত্তর- ভারতের সাথে ৯২% এবং মায়ানমারের সাথে ৮% (সূত্র- বাংলাপিডিয়া)

৩.    বাংলাদেশের মোট আয়তন কত?

উত্তরঃ ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার ( ছিটমহল বিনিময়ের ফলে ১,৪৭,৬১০ বর্গকিলোমিটার)

৪.    বাংলাদেশের সাংবিধানিক নাম কী?

উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (The People’s Republic of Bangladesh)

৫.    আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ ৯৫ তম।

বাংলাদশের সীমানা- বিসিএস সাধারণ জ্ঞান pdf

৬.    বাংলাদেশের মোট সীমানা কত?

উত্তরঃ ৫১৩৮ কিলোমিটার (সূত্র – বিজিবি)

৭.    বাংলাদেশের মোট সীমানা কত?

উত্তরঃ ৪৭১২ কিলোমিটার।(সূত্র – মাধ্যমিক ভূগোল )

.    বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তরঃ ৪৪২৭ কিলোমিটার(সূত্র – বিজিবি)

.    বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৭১৬ কিলোমিটার।(সূত্র – মাধ্যমিক ভূগোল )

.   বর্তমান বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কত বর্গ কিলোমিটার?

উত্তরঃ ১,১৮,৮১৩ কিলোমিটার

.   বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।

.   উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল।

.   এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার?

উত্তরঃ ১.৮৫২ কিলোমিটার।

১৫। মহীসোপান এলাকায় বাংলাদেশের অধিকার?

উত্তরঃ ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত

১৬.   বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?

উত্তরঃ ২টি।

১৭.   যে দুইটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুইটির দেশের নাম কি?

উত্তরঃ ভারত, মায়ানমার।

১৮.   ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৪,১৫৬ কিলোমিটার। (সূত্র – বিজিবি)

১৯.   মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত?

উত্তরঃ ২৭১ কিলোমিটার (সূত্র – বিজিবি)

২০.   বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?

উত্তরঃ ৫টি (পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও মণিপুর)।

২১.   বাংলাদেশের উত্তরে অবস্থিত?

উত্তরঃ পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম।

২২.   মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?

উত্তরঃ দক্ষিণ-পূর্ব।

২৩.  সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?

উত্তরঃ মেঘালয়।

২৪.   বাংলাদেশের কোন জেলার নামে ভারতে একটি জেলা আছে?

উত্তরঃ দিনাজপুর জেলা।

pdf

২৫.   কত তারিখে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে?

উত্তরঃ ১৪মার্চ, ২০১২।

২৬.  বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালতের (Permanent Court of Arbitration- PCA ) রায় হয় কোন তারিখে?

উত্তরঃ ৭ জুলাই, ২০১৪ সাল।

২৭.   বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা মীমাংসা হয়েছে কোন আদালতে?

উত্তরঃ স্থায়ী সালিশি আদালত।

২৮.  বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায়ের ফলে বাংলাদেশ কত কি.মি এ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারছে?

উত্তরঃ ১৯,৪৬৭ বর্গকিলোমিটার।

২৯.   ব্লু-ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

উত্তরঃ সমদ্র অর্থনীতি।

৩০ বাংলাদেশ এবং মায়ানমারের সমুদ্রসীমা মামলার চূড়ান্ত রায় হয়?

উত্তরঃ ১৪মার্চ, ২০১২খ্রি.

৩১। বাংলাদেশ এবং মায়ানমারের সমুদ্রসীমা মামলা পরিচালনা করে ?

উত্তরঃ  ITLOS(International Tribunal for the Law Of Sea).
। ইটলস (ITLOS) সালিশি আদালত কোথায় অবস্থিত ?

উত্তরঃ হামবুর্গ, জার্মানি
। বাংলাদেশ এবং মায়ানমারের সমুদ্রসীমা মামলাটি ছিল ইটলসের কততম মামলা ?

উত্তরঃ ১৬তম মামলা।

ITLOS এর রায়ে বাংলাদেশ কত বর্গকি.মি জায়গা লাভ করে ?

উত্তরঃ ১লাখ ১১হাজার ৬৩১বর্গ কি.মি.
৫। সমুদ্রে বাংলাদেশের ইইজেড (Exclusive Economic Zone)এরিয়া কত ?

উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল।

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ও সীমান্তবর্তী স্থানঃ বাংলাদেশ বিষয়াবলী বিসিএস

৩৬।  ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?

উত্তরঃ ৩০টি।

৩৭.  বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?

উত্তরঃ বান্দরবান  জেলা।

৩৮.  মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত আছে?

উত্তরঃ তিনটি।

৩৯.  বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?

উত্তরঃ রাঙ্গামাটি জেলা।

৪০.   কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমার সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?

উত্তরঃ রাঙ্গামাটি জেলা।

৪১.   কোন জেলা রৌমারি ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত?

উত্তরঃ কুড়িগ্রাম জেলা।

৪২.   বিলোয়ানি সীমান্ত কোন জেলার অন্তর্গত?

উত্তরঃ ফেনী ।

৪৩.  বাংলাদেশের কোন জেলার সীমান্তে পাদুয়া স্থানটি অবস্থিত?

উত্তরঃ সিলেট জেলায়।

ছিটমহলঃ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী pdf

৪৪.   ভারত বাংলাদেশে সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয়?

উত্তরঃ ১ মে, ১৯৭৪ সাল।

৪৫.   কত সালে মুজিব-ইন্দির চুক্তি সম্পাদিত হয়?

উত্তরঃ ১৯৭৪ সালে।

৪৬.  ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ভারতের দিল্লি।

৪৭.   বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় ২০১৫ সালের কোন মাসে?

উত্তরঃ আগষ্ট মাসে।

৪৮.  বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বিল লোকসভায় কবে পাস হয়?

উত্তরঃ ৭ জুলাই, ২০১৫ সাল।

৪৯.   বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল ছিল ?

উত্তরঃ ১১১টি।

৫০.  ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট কয়টি ছিটমহল ছিল ?

উত্তরঃ ১৬২টি।

৫১.   তিনবিঘা করিডোরের আয়তন কত?

উত্তরঃ ১৭৮ মিটার  ৮৫মিটার।

বাংলাদেশের সর্ব —সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী pdf

৫২.   বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

উত্তরঃ পঞ্চগড় জেলা।

৫৩.  বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা (থানা) এর নাম কি?

উত্তরঃ তেঁতুলিয়া।

৫৪.   তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ পঞ্চগড়।

৫৫.  বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে কোন জেলা অবস্থিত?

উত্তরঃ কক্সবাজার।

৫৬.  বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা কোনটি?

উত্তরঃ টেকনাফ।

৫৭.  বাংলাদেশের সর্ব দক্ষিণের শহর কোনটি?

উত্তরঃ টেকনাফ।

৫৮.  বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়নের নাম কি?

উত্তরঃ সেন্টমার্টিন

৫৯.  বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা নাম কি?

উত্তরঃ থানচি।

৬০.  বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলার নাম কি?

উত্তরঃ শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ

৬১.   বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিমের থানা কোনটি?

উত্তরঃ শ্যামনগর।

বাংলদেশের ভূপ্রকৃতি ও জলবায়ুঃ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী pdf

৬২.  বাংলাদেশের জলবায়ুর নাম কি?

উত্তরঃ ক্রান্তীয় মৌসুমী।

৬৩.  বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?

উত্তরঃ ২৬০ সে.

৬৪.  গ্রীষ্মকালে বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি?

উত্তরঃ ২৮ ডিগ্রি সেন্টিগ্রেড।

৬৫.  বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?

উত্তরঃ  লালপুর, নটোর।

৬৬.  বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?

উত্তরঃ লালখান।

৬৭.  বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?

উত্তরঃ সিলেট।

৬৮.  বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

উত্তরঃ এপ্রিল।

৬৯.  বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

উত্তরঃ জানুয়ারি।

৭০.  বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাপ (প্রায়) কত?

উত্তরঃ ২০৩ সেমি.

৭১.   বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?

উত্তরঃ২০৩০ মি.মি.

৭২.   বাংলাদেশের বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয়?

উত্তরঃ ৮০% ভাগ।

৭৩.  বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়?

উত্তরঃ উত্তর-পূর্বে

৭৪.   বাংলাদেশের কোন জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়?

উত্তরঃ ঢাকা।

৭৫.  বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জায়গায়?

উত্তরঃ লালখান।

৭৬.  বাংলাদেশে কাল-বৈশাখী ঝড় কখন হয়?

উত্তরঃ প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে।

৭৭.  বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র্য ঋতু বলা হয়?

উত্তরঃ বর্ষা।

৭৮.  বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয়।

উত্তরঃ উত্তর-পূর্ব শুল্ক মৌসুমী বায়ুর প্রভাবে।

৭৯.  বাংলাদেশ মহাকাশ গভেষণা ও দুর অনুধাবন কেন্দ্রের নাম কি?

উত্তরঃ SPARRSO

৮০.  স্পারসো কি?

উত্তরঃ  মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা।

৮১.   স্পারসো কোথায় অবস্থিত?

উত্তরঃ ঢাকার আগারগাঁওয়ে।

৮২.  স্পারসো কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৮০ সালে।

৮৩.  স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে?

উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

৮৪.  বাংলাদেশের আবহাওয়া কোন অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?

উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

৮৫.  ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী বাংলাদেশের অপারেশন মান্না কবে পরিচালনা করে?

উত্তরঃ ২৯ এপ্রিল, ১৯৯১।

৮৬.  ‘মহাসেন’ শব্দটি কিসের সাথে সম্পকিত?

উত্তরঃ সাইক্লোন।

৮৭.  বাংলাদেশে সিডর কখন আঘাত হানে?

উত্তরঃ ১৫ নভেম্বর, ২০০৭।

৮৮.  সিডর শব্দের অর্থ কি?

উত্তরঃ চোখ।

৮৯.  ঘুর্ণিঝড় সিডর শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তরঃ সিংহলী।

৯০.  সিডর আক্রান্ত এলাকায় আমেরিকার রিলিফ কার্যক্রমের নাম কি?

উত্তরঃ অপারেশন সি এঞ্জেল-২।

৯১.   আয়লা কিসের নাম?

উত্তরঃ সাইক্লোন।

৯২.   বাংলাদেশে সাইক্লোন কবে আঘাত হানে?

উত্তরঃ ২০০৯ সালে।

৯৩.  Earthquakes is caused by- উত্তর: Earth’s rotation

৯৪.   ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? উত্তরঃ সিস্মোগ্রাফ।

৯৫.  রিক্টার/রিখটার স্কেল দিয়ে কি মাপা হয়? উত্তরঃ ভূমিকম্পির তীব্রতা।

৯৬.  সুনামি কি শব্দ? উত্তরঃ জাপানি।

৯৭.  সুনামি’র কারণ কি? উত্তরঃ সমুদ্র তলদেশে ভূমি কম্পন।

৯৮.  পৃথিবীর মহাসাগরসমূহের কোন অংশে সুনামি হবার সম্ভাবনা সর্বাধিক রয়েছে? উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

৯৯.  ২০০৪ সালে হওয়া ভয়ংকর সুনামির ঢেউয়ের গতি কত ছিল?উত্তরঃ ৭০০ – ৮০০ কি. মি.

১০০. একপি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশষ্কা থাকে? উত্তরঃ সুনামি।

১০১.  বাংলাদেশের অন্যতম দূর্যোগ কি? উত্তরঃ বন্যা।

১০২. পাহাড়ি এলাকায় কি ধরনের বন্যা হয়? উত্তরঃ আকস্মিক বন্যা।

১০৩. পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়? উত্তরঃ নিম্নক্ষয়।

১০৪. Highest amount in volcanic gas is- উত্তর: CO2 

১০৫. কোনটি সুপ্ত আগ্নেয়গিরি? উত্তরঃ ফুজিয়ামা।

১০৬. ভিসুভিয়াস কি? উত্তরঃ আগ্নেয়গিরি।

১০৭. পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? উত্তরঃ কোটোপ্যাক্সি, ইকুয়েডর

১০৮. সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি কি হয়েছে? উত্তরঃ হাওয়াই দ্বীপপুঞ্জ।

১০৯. লাভা গঠিত মালভূমি কোনটি? উত্তরঃ দাক্ষিণাত্য,ভারত

১১০.  হিমবাহ কি? উত্তরঃ এক ধরনের চলন্ত বরফ স্তুপ।

১১১.  সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? উত্তরঃ কাশ্মীর।

১১২.  লা নিনা শব্দ টি কোন ভাষার থেকে এসেছে এর অর্থ কী ?

উত্তরঃ স্পেনীয়

১১২। “ লা নিনা শব্দটি অর্থ কী?

 উত্তরঃ দূরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা কে বোঝায়

১১৩. সাইক্লোন শব্দটি কোন শব্দ হতে এসেছে? উত্তরঃ গ্রিক শব্দ কাইক্লোস।

১১৪.  সাইক্লোন শব্দের অর্থ কি? উত্তরঃ কুন্ডলী পাকানো সর্প।

১১৫.  তুফান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তরঃ চীনা শব্দ টাইফুন

১১৬. ঘূণিঝড়ের উৎপত্তি স্থল কোথায়? উত্তরঃ আন্দামান দ্বীপপুঞ্জ।

১১৭.  ঘূণিঝড়ের ব্যাস কত কি.মি? উত্তরঃ ৩০০ – ৬০০ কিমি

১১৮. ভূগর্ভস্থ জলস্তরের কত মিটার উচ্চস্তরের মধ্যে আর্সেনিকের কেন্দ্রীভবন? উত্তরঃ ১০০ মিটার।

১১৯.  আইলা কিসের নাম? উত্তরঃ সাইক্লোন।

১২০. ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর বাংলাদেশের অপারেশন মান্না কবে পরিচালনা করি? উত্তরঃ ২৯ এপ্রিল, ১৯১১ ।

১২১.  প্রবল জোয়ারের কারণ ও সময় কি? উত্তরঃ সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে।

১২২. সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারের কত?উত্তরঃ ১০ নিউটন।

১২৩. সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি? উত্তরঃ বায়ুপ্রবাহের প্রভাব।

১২৪. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? উত্তরঃ পুনর্বাসন পর্যায়ে।

১২৫. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? উত্তরঃ বান্দরবান।

১২৬. বাংলাদেশে কখন কালবৈশাখির ঝড় হয়? উত্তরঃ প্রাক- মৌসুমী বায়ু ঋতুতে।

১২৭. কোন গ্রহের তাপমাত্র তুলনামূলত অধিক? উত্তরঃ শুক্র।

১২৮. কীসের ¯স্রোতে নদীখাত গভীর হয়? উত্তরঃ জোয়ার ভাটার ¯স্রোতে।

১২৯. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

বাংলাদেশ বিষায়াবলি বিসিএস pdf

বাংলাদেশ বিষয়াবলি- বাংলাদেশ ও বহির্বিশ্ব- পর্ব-০৫

বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf পর্ব ০৪ বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf – পর্ব ০৩ পাকিস্তান শাসন আমলে বাংলা

বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf – পর্ব ০২ – ব্রিটিশ শাসন আমলে বাংলা

বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf – পর্ব ০১ -বাঙালি জাতির ইতিহাস