cpp job circular 2020, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে নিয়োগ

CPP Job Circular 2020 PDF
CPP Job Circular 2020 PDF Download cpp.gov.bd

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) cpp bangladesh

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (RCS) এর যৌথ কর্মসূচী

cpp job circular 2020 – নিয়োগ বিজ্ঞপ্তি

ঘূর্ণিঝড় প্রস্তুতিকর্মসূটি (সিপিপি) বা Cyclone Preparedness Programme (cpp) নিম্নোক্ত পদগুলো পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ-

ক্র. নং পদের নাম বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা
০১ জুনিয়র সহকারী পরিচালক টাকা – ২৩০০০ – ৫৫৪৭০ (গ্রেড – ৮ম) ১১ সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক ডিগ্রি
০২ বেতার প্রকৌশলী টাকা – ২৩০০০ – ৫৫৪৭০ (গ্রেড – ৮ম) ০১ সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) স্নাতক ডিগ্রি
০৩ আউট বোর্ড প্রকৌশলী টাকা – ২৩০০০ – ৫৫৪৭০ (গ্রেড – ৮ম) ০১ সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি
০৪ রেডিওটেকনিশিয়ান টাকা – ১৬০০০ – ৩৮৬৪০ (গ্রেড – ১০ম) ০৩ সরকার স্বীকৃত পলিটেকনিক্যাল কলেজ থেকে ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা
০৫ ষ্টোর কিপার টাকা – ১২৫০০ – ৩০২৩০ (গ্রেড – ১১ম) ০১ সরকার স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
০৬ ষ্টেনো টাইপিষ্ট টাকা – ১১৩০০ – ২৭৩০০ (গ্রেড – ১২ম) ০১ সরকার স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
০৭ কম্পিউটার অপারেটর টাকা – ১১০০০ – ২৬৫৯০ (গ্রেড – ১৩ম) ০১ সরকার স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজী ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ টাই করার গতি থাকতে হবে।
০৮ টাইপিষ্ট টাকা – ১১০০০ – ২৬৫৯০ (গ্রেড – ১৩ম) ০১ সরকার স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজী ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ টাই করার গতি থাকতে হবে।
০৯ সহকারী কাম রেডিও অপারেটর টাকা – ১০২০০ – ২৪৬৮০ (গ্রেড – ১৪ম) ১৯ সরকার স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ
১০ রেডিও ওয়ার্কসপ সহকারী টাকা – ১০২০০ – ২৪৬৮০ (গ্রেড – ১৪ম) ০৩ (ক) সরকার স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) সংশ্লিষ্ট বিষয়ে দুই বৎসর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ।
১১ হিসাব সহকারী কাম টাইপিষ্ট টাকা – ১০২০০ – ২৪৬৮০ (গ্রেড – ১৪ম) ০১ সরকার স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজী ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ টাই করার গতি থাকতে হবে।
১২ মাষ্ট ক্রাইমার টাকা – ১০২০০ – ২৪৬৮০ (গ্রেড – ১৪ম) ০২ সরকার স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্থ ও সবল দেহের অধিকারী হতে হবে। সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১৩ জিপ ড্রাইভার টাকা – ৯৩০০ – ২২৪৯০ (গ্রেড – ১৬ম) ০৪ (ক) সরকার স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও গাড়ি চালানোর আবেদনের তিন বছর পূর্বের বৈধ লাইসেন্স থাকতে হবে। (খ) হালকা ও ভারী যানবাহনায় চালনায় পারদর্শী হতে হবে।
১৪ স্পিড বোট ড্রাইভার টাকা – ৮৮০০ – ২১৩১০ (গ্রেড – ১৮ম) ১১ (ক) সরকার স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) স্পিড বোট অপারেটর সনদধারী হতে হবে। (গ) স্পিড বোট ড্রাইভার হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১৫ অফিস পিয়ন টাকা – ৮২৫০ – ২০০১০ (গ্রেড – ২০ম) ১০ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ
১৬ এমসিজি টাকা – ৮২৫০ – ২০০১০ (গ্রেড – ২০ম) ২০ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ
১৭ নৈশ প্রহরী টাকা – ৮২৫০ – ২০০১০ (গ্রেড – ২০ম) ১৭ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ
১৮ সুইপার টাকা – ৮২৫০ – ২০০১০ (গ্রেড – ২০ম) ০১ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ

Cyclone Preparedness Programme – CPP Job Circular 2020 CPP Job Circular 2020 PDF Download cpp.gov.bd,cpp job circular

০১। সকল পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৬ বৎসর হতে হবে।

০২। বিজ্ঞাপনদাতা বরাবরে সাদা কাগজে আবেদন পত্র দাখিল করতে হবে। আবেদন পত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (কর্মকর্তা এর নাম ও সীলযুক্ত) কর্তৃক সত্যায়িত করে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। (ক) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙ্গিন ছবি। (খ) জাতীয় পরিচয় পত্র / জন্ম সনদের ফটোকপি। (গ) সকল ধরনের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর ফটোকপি। (ঘ) প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের ফটোকপি। (ঙ) নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌর মেয়র / ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্বের সনদের ফটোকপি। (চ) চারিত্রিক সনদ পত্র।

০৩। খামের উপর বাম দিকে পদের নাম উল্লেখ করতে হবে। প্রাপকের স্থানে বিজ্ঞাপন দাতা, জিপিও বক্স নং- ২৯৫৮ ঢাকা ১০০০ লিখতে হবে।

০৪। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সিপিপিতে কর্মরতদের অগ্রাধিকার প্রদান করা হবে।

০৫। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে নিয়োগের ক্ষেত্রে অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র (নির্ধারিত সময়র পর) গ্রহণ করা হবেনা বা বাতিল বলে গণ্য হবে।

০৬। প্রার্থীকে তার বর্তমান ঠিকানা (খামের ডান পাশে) সম্বলিত দশ টাকার ডাকটিকিটসহ ৯x ৪ ইঞ্চি সাইজের ১টি ফেরৎ খাম আবেদন পত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে।

০৭। ক্রমিক নং ০৯ থেকে ১৮  নং ক্রমিক পর্যন্ত (গ্রেড ১৪ হতে গ্রেড ২০) পর্যন্ত কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ বিষয়ে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করা হবে।

০৮। আগামী ২৯ – ০৬ – ২০২০ তারিখের মধ্যে বিজ্ঞাপন দাতা, জিপিও বক্স নং – ২৯৫৮, ঢাকা – ১০০০ বরাবার আবেদন পৌঁছাতে হবে।

০৯। ক্রমিক নং  ০১ থেকে ০৩ নং এ বর্ণিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং ক্রমিক নং  ০৪ থেকে ১৮ নং এ বর্ণিত পদের জন্য ১০০/- (দুইশত) টাকা হারে (অফেরতযোগ্য)  পে – অর্ডার / ব্যাংক ড্রাফট পরিচালক (প্রশাসন), ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর অনুকূলে আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।

১০। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদ পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

১১। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের লিখিত / মৌখিক / ব্যাবহারিক (প্রযোজ্য ক্ষেত্র)পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ডাকা হবে।

১২। প্রার্থীগণকে উপকূলীয় অঞ্চলে / দ্বীপাঞ্চলে কাজ করার মানসিকতা হতে হবে।

১৩। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা বহন করেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশতঃ নিয়োগ প্রক্রিয়ায় যে কোনপর্যায়ে স্থগিত বা বাতিল করার ক্ষমতা বহন করেন। নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

১৪। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা দেয়া হবে না।

Cpp job circular 2020 – at a glance

Total Post- 108

Cost – 200 and 100 according to post(see the details in above )

application deadline- 29-06-2020

   CPP job application website – apply here –www.cpp.gov.bd

download Full pdf of cpp job circular 2020

আরো দেখুন ১৯০১ টি পদে নিয়োগ

2 COMMENTS

Comments are closed.