যেকোনো চাকরিপ্রার্থীদের জন্য কাজী নজরুল ইসলাম সম্পর্কে A to Z।

যেকোনো চাকরিপ্রার্থীদের জন্য  কাজী নজরুল ইসলাম সম্পর্কে A to Z।

 প্রথমেই আসি তার বাল্যকাল

 জন্মঃ  পশ্চিমবঙ্গের বর্ধমান আসানসোলের চুরুলিয়া গ্রামের 1899 সালের 24 মে। বাংলা 11 জ্যৈষ্ঠ 13০৬

তিনি 12 বছর বয়সে লেটো গানের দলে যোগ দেন এবং সেখানে তিনি “পালা গান” রচনা করতেন

আসানসোলে একটি রুটির দোকানে কাজ করার অবস্থায় আসানসোল থানার দারোগা কাজী রফিজ উদ্দিন তার গান শুনে মুগ্ধ হয়েছিল এবং তিনি তাকে তার নিজের বাড়ি ময়মনসিংহের কাজী সিমলা গ্রামে নিয়ে গিয়ে দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করিয়ে দেন।

কাজী নজরুল ইসলাম 1917 সালে দশম শ্রেণীতে পড়া অবস্থায় বাঙালি সেনাবাহিনীতে যোগ দেন।

 এখন দেখি কাজী নজরুল ইসলাম কোন কোন পত্রিকার সাথে সম্পর্কিত ছিলেন

নজরুলের লাঙলটি নবযুগের ধুমকেতুর মত।

১ম প্রকাশিত পত্রিকা- নবযুগ (১৯২০-দৈনিক পত্রিকা)

ধুমকেতু – (১৯২২) অর্ধসাপ্তাহিক পত্রিকা

লাঙল- (১৯২৫) সাপ্তাহিক পত্রিকা

কাজী নজরুল ইসলাম

 এখন দেখি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম

উপন্যাস- কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাঁধনহারা হয়ে গেল

১ম প্রকাশিত উপন্যাস- বাঁধনহারা (১৯২৭)

১ম প্রকাশিত নাটক- ঝিলিমিলি

১ম প্রকাশিত প্রবন্ধ- তুর্কি মহিলার ঘোমটা খোলা

১ম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ- যুগবাণী(১৯২২)

১ম প্রকাশিত গ্রন্থের নাম- ব্যথার দান (১৯২২)

১ম প্রকাশিত কবিতা- মুক্তি

১ম প্রকাশিত গল্পের নাম- বাউন্ডেলের আত্মকাহিনী

১ম প্রকাশিত কাব্যগ্রন্থ- অগ্নিবীণা (সেপ্টেম্বর , ১৯২২)(২য় প্রকাশিত গ্রন্থ)

কাজী নজরুলের ১ম নিষিদ্ধকৃত গ্রন্থ- বিষের বাঁশি

কাজী নজরুল ইসলামের নিষিদ্ধকৃত গ্রন্থ পাঁচটি-

 বিষের বাঁশি

ভাঙার গান

প্রলয় শিখা

 চন্দ্রবিন্দু

যুগবাণী ।

 অনেকেই বলে থাকে অগ্নিবীণা ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল কিন্তু একথা সত্য নয় অগ্নিবীণা গ্রন্থটি কোনদিনও নিষিদ্ধ হয়নি।

তথ্য সূত্র

অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রলয়োল্লাস

 এবং ২য় কবিতা বিদ্রোহী। বিদ্রোহী কবিতার জন্যই কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করা হয়।

অগ্নিবীণা কাকে উৎসর্গ করেন- বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে

নজরুল জেলে বসে রচনা করেন- রাজবন্দীর জবানবন্দী

নজরুল বাংলাদেশের কোন সংগীতের রচয়িতা-  রণ সংগীত

 রণ সংগীত হিসাবে মূল কবিতাটির কত চরণ গ্রহণ করা হয়েছে-২১ চরণ

রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গীতিনাট্য টি উৎসর্গ করেন-বসন্ত

কোন কবিতা প্রকাশিত হলে কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন- আনন্দময়ীর আগমনে (১ বছরের কারাদণ্ড হয়)

কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়-১৯৭৪

কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি দেন-১৯৭৪

কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ সরকার একুশে পদক প্রদান করেন-১৯৭৬

কাজী নজরুল ইসলাম মৃত্যু বরন করেন-  1976 সালের 29 আগস্ট ( বাংলা 12 ভাদ্র 1383)