জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর শুভেচ্ছে দূত – তামিম ইকবাল Tamim iqbal
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট টিমের অধিনায়ক তামিম ইকবাল আজ সোমবার (১ জুন ২০২০) তাঁর অফিশিয়াল ফেসবুক পেজের এক লাইভে তিনি জানিয়েছে। বাংলাদেশের জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, ‘আমি জাতিসংঘের সংস্থার WFP(World Food Programme) জাতীয় গুডউইল অ্যামবাসাডর হতে পেরে সম্মানিত বোধ করছি’
আমরা জানি এ সংস্থাটি সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে,বিশেষ করে গ্রামীণ এলাকা গুলোতে।
তামিম ইকবাল আরোও বলেন, চলমান কোভিড-১৯ মহামারী অনেকের জীবনকেই আরো সংকটময় করে তুলেছে। আমি সাধ্যমত চেষ্টা করার আশারাখি যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে সহযোগিতা প্রয়োজন এমন সব পরিবারের পাশে দাঁড়াতে পারে।