bcs computer mcq |computer mcq for bank exam|bcs preparation |

computer job question and answer
computer mcq questions and answers pdf bangla

১. প্রাচীনকালে গণনার কাজে যে যন্ত্রটি ব্যবহার করা হতো সেটির নাম কী?

ক. Armor.

খ. Sword.

গ. Abacus.

ঘ. stone.

উত্তরঃ গ.

. abacus আবিষ্কার হয় খ্রীস্টপূর্ব কত সালে?

ক. ১২০০ খ্রীস্টপূর্ব।

খ. ১৬০০ খ্রীস্টপূর্ব।

গ. ২০০০ খ্রীস্টপূর্ব।

ঘ. ২৪০০ খ্রীস্টপূর্ব।

উত্তরঃ ঘ.

৩. আ্যাবাকাস (abacus) কোথায় আবিষ্কৃত হয়?

ক. ব্যাবিলনে।

খ. হ্যামিল্টনে।

গ. মিশরে।

ঘ. ভারতে।

উত্তরঃ ক.

৪.   কম্পিউটার শব্দটি কোথা থেকে এসেছে?

ক. গ্রীক শব্দ থেকে।

খ. ফারসি শুব্দ থেকে।

গ. ফরাসি শব্দ থেকে।

ঘ. ইংরেজি শব্দ থেকে।

উত্তরঃ ক.

(ব্যাখ্যাঃ কম্পিউটার শব্দটি এসেছে গ্রীক শব্দ কম্পিউট থেকে।)

৫. বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে কত সালে?

ক. ১৯৫৪ সালে।

খ. ১৯৫৮ সালে।

গ. ১৯৭০ সালে।

ঘ. ১৯৬৪ সালে।

উত্তরঃ ঘ.

৬. পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কী?

ক. নিডল।

খ. আ্যাবাকাস।

গ. এনিয়াক-১।

ঘ. মেনিয়াক।

উত্তরঃ গ.

৭. মাইক্রোপ্রসেসর এর উদ্ভাবন হয় কত সালে?

ক. ১৮৫৪ সালে।

খ. ১৮৯৮ সালে।

গ. ১৯৬২ সালে।

ঘ. ১৯৭১ সালে।

উত্তরঃ ঘ.

(মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার- Altair-880)

. কম্পিউটার বিজ্ঞানের ইতিহাস এর সূত্রপাত হয়েছিলো কোন শতাব্দীতে?

ক. ত্রয়োদশ শতাব্দীতে।

খ. চতুর্দশ শতাব্দীতে।

গ. উনবিংশ শতাব্দীতে।

ঘ. বিংশ শতাব্দীতে।

উত্তরঃ ঘ.

. ১৬১৬ সালে বিখ্যাত গণিতবিদ জন নেপিয়ার গণনার কাজে কিছু দন্ড ব্যবহার করতেন। এগুলো কী নামে পরিচিত ছিলো?

ক. জন নেপিয়ারের খেলনা।

খ. জন নেপিয়ারের অস্থি।

গ. জন নেপিয়ারের বর্গ।

ঘ. জন নেপিয়ারের খুলি।

উত্তরঃ খ.

ব্যাখ্যা- ১৬১৪ সালে জন নেপিয়ার লগারিদম এর উদ্ভাবন করেন। তার এই উদ্ভাবন গুণ,ভাগ,ঘনমূল ও বর্গমূল নির্ণয়ে কাজ অনেক সহজ করে দেয়।

১০. সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন কে?

ক. ব্লেইজ প্যাসকেল।

খ. চার্লস ব্যাবেজ।

গ. রোয়ান এটকিনসন।

ঘ. জন গ্রীন।

উত্তরঃ ক.

(ব্যাখ্যাঃ ফরাসী বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন।)

১১. গণনার কাজে সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার হয় কত সালে?

ক. ১৬১৬ সালে।

খ. ১৬২৬ সালে।

গ. ১৭০১ সালে।

ঘ. ১৬৪২ সালে।

উত্তরঃ ঘ.

(ব্যাখ্যাঃ ১৬৪২ সালে ১৯ বছর বয়সী ফরাসী বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন।)

১২. কম্পিউটারের ইতিহাসকে মোট কয়টি প্রজন্মে ভাগ করা হয়েছে?

ক. ৩ টি প্রজন্মে।

খ. ৫ টি প্রজন্মে।

গ. ৪ টি প্রজন্মে।

ঘ. ৬ টি প্রজন্মে।

উত্তরঃ খ.

(ব্যাখ্যাঃ ১৯৪০ সাল থেকে আজ পর্যন্ত কম্পিউটারের ইতিহাসকে মোট ৫টি প্রজন্মে ভাগ করা হয়েছে।)

১৩. গঠন ও ক্রিয়া নীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক. ২ ভাগে।

খ. ৩ ভাগে।

গ. ৪ ভাগে।

ঘ. ৫ ভাগে।

উত্তরঃ খ.

(ব্যাখ্যাঃ গঠন ও ক্রিয়া নীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ ডিজিটাল, এনালগ ও হাইব্রিড।)

১৪. এনালগ শব্দটি এসেছে analogous শব্দ থেকে যার অর্থ হলো-

ক. সাদৃশ্য।

খ. বৈসদৃশ।

গ. প্রাচীন।

ঘ. সুপ্রাচীন।

উত্তরঃ ক.

ব্যাখ্যাঃ পৃথিবীর ১ম কম্পিউটার প্রোগ্রামার – Lady ada Augusta Lovelace

১৫. প্রথম ডিজিটাল বা ইলেকট্রনিক্স কম্পিউটারের নাম কী?

ক. mark-1

খ. ABC

গ. Digit-1  

ঘ. Digit-10

উত্তরঃ ক.

ব্যাখ্যাঃ বাণিজিক ভিত্তিতে তৈরি ১ম ইলেকট্রনিক্স কম্পিউটার- ইউনিভ্যাক-১

১৬. ক্ষমতা ও আকৃতির ভিত্তিতে সবচেয়ে বড় কম্পিউটারকে বলা হয়-

ক. হাইব্রিড কম্পিউটার।

খ. কম্পিউটার প্রো।

গ. সুপার কম্পিউটার।

ঘ. জায়েন্ট কম্পিউটার।

উত্তরঃ গ.

ব্যাখ্যাঃ বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার – তিয়ানহে-১ (চীন)

১৭. আকার-আয়তন, কাজ করার ক্ষমতা, স্বৃতি ও সুযোগ ইত্যাদির উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক. ৪ ভাগে।

খ. ৬ ভাগে।

গ. ৮ ভাগে।

ঘ. ১০ ভাগে।

উত্তরঃ ক.

(ব্যাখ্যাঃ ডিজিটাল কম্পিউটারকে ভাগ করা হয়েছে ৪ ভাগে। যথাঃ সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার।)

১৮. ‘পরম’ নামে সুপার কম্পিউটার তৈরি করে কোন দেশ?

ক. বাংলাদেশ।

খ. ভারত।

গ. পাকিস্তান।

ঘ. নেপাল।

উত্তরঃ খ.

১৯. বর্তমান বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হলো-

ক. হোয়াংহো-২ (জাপান)

খ. আলাস্কা-২ (আমেরিকা)

গ. তিয়ানহে-২ (চীন)

ঘ. ইয়াংকে-২ (উত্তর কোরিয়া)

উত্তরঃ গ.

২০. IBM- 1620 মডেলের একটি মেইনফ্রেম কম্পিউটার বাংলাদেশে প্রথম স্থাপিত করা হয়। সেটি কত সালে?

ক. ১৬২০ সালে।

খ. ১৭৭৮ সালে।

গ. ১৮১৯ সালে।

ঘ. ১৯৬৪ সালে।

উত্তরঃ ঘ.

২১. বাংলাদেশের সুপার কম্পিউটারটি হলো-

ক. IBM- RS/6000 SP মডেলের।

খ. IDM- RS/6000 SP মডেলের।

গ. IBM- BDT/6000 SP মডেলের।

ঘ. IDM- BDT\6000 SP মডেলের।

উত্তরঃ ক.

২২. প্রথম মিনি কম্পিউটারের নাম-

ক. জিডিপি-১

খ. বিজিপি-১

গ. সিজিপি-১

ঘ. পিডিপি-১

উত্তরঃ ঘ.

২৩. মাইক্রো কম্পিউটারের অপর নাম কী?

ক. পিপলস কম্পিউটার।

খ. মিনি কম্পিউটার।

গ. পারসোনাল কম্পিউটার।

ঘ. আলট্রা কম্পিউটার।

উত্তরঃ গ.

২৪. PC এর পূর্ণরূপ কী?

ক. peoples choice.

খ. personal choice.

গ. personal computer.

ঘ. peoples computer.

উত্তরঃ গ.

২৫. প্রথম প্রজন্মের কম্পিউটার কোনটি?

ক. Mark-1

খ. Eniac

গ. Univac-1

ঘ. উপরের সবগুলো।

উত্তরঃ ঘ.

(ব্যাখ্যাঃ প্রথম প্রজন্মের কম্পিউটার হলো- Mark-1, Eniac, Edsac, Univac-1)

২৬. প্রথম প্রজন্মের কম্পিউটারে কী ব্যবহার করা হতো?

ক. ট্র্যানজিস্টর।

খ. সেমি কন্ডাকটর মেমোরি।

গ. ভ্যাক্যুয়াম টিউব।

ঘ. মাইক্রোপ্রসেসর।

উত্তরঃ গ.

২৭. ভ্যাকুয়াম টিউব (Vacuum tube) এর পরিবর্তে ট্র্যানজিষ্টর (Transistor)  ব্যবহার করা হতো কোন প্রজন্মের কম্পিউটারে?

ক. প্রথম প্রজন্মের কম্পিউটারে।

খ. দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে।

গ. তৃতীয় প্রজন্মের কম্পিউটারে।

ঘ. চতুর্থ প্রজন্মের কম্পিউটারে।

উত্তরঃ খ.

২৮. IBM-360, PDP-8 কোন প্রজন্মের কম্পিউটার?

ক. প্রথম প্রজন্মের।

খ. দ্বিতীয় প্রজন্মের।

গ. তৃতীয় প্রজন্মের।

ঘ. চতুর্থ প্রজন্মের।

উত্তরঃ গ.

২৯. FORTRAN, COBOL কী?

ক. দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার।

খ. প্রোগ্রামিং ভাষা।

গ. কম্পিউটার টুল।

ঘ. গাণিতিক ভাষা।

উত্তরঃ খ.

৩০. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতজ্ঞ মরিস উইলকিস এবং তার সঙ্গীরা  EDSAC নামক কম্পিউটার তৈরি করে। এটি কত খ্রীস্টাব্দে?

ক. ১৯৪৯ খ্রীস্টাব্দে। 

খ. ১৯৫৪ খ্রীস্টাব্দে। 

গ. ১৯৩২ খ্রীস্টাব্দে। 

ঘ. ১৯৫৫ খ্রীস্টাব্দে।

উত্তরঃ ক.

৩১. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন নামক যন্ত্রটি কত খ্রীস্টাব্দে তৈরি করেন?

ক. ১৮২২ খ্রীস্টাব্দে।

খ. ১৮৩২ খ্রীস্টাব্দে।

গ. ১৮৪২ খ্রীস্টাব্দে।

ঘ. ১৮৫২ খ্রীস্টাব্দে।

উত্তরঃ ক.

৩২. ১৮৩৩ খ্রীস্টাব্দে চার্লস ব্যাবেজ সম্পূর্ণ নতুন একটি স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করেন। যন্ত্রটির কী নাম দেওয়া হয়?

ক. জেনেটিক্যাল ইঞ্জিন।

খ. টেকনিক্যাল ইঞ্জিন।

গ. আ্যানালিটিক্যল ইঞ্জিন।

ঘ. প্যারাট্রানজিটিক্যাল ইঞ্জিন।

উত্তরঃ গ.

Father of Computer- Sir Charles Babbage

Fatther of Modern Computer – john Von Neumann

৩৩. এনিয়াক (Eniac) আবিষ্কার হয় কত খ্রীস্টাব্দে?

ক. ১৯৩৬ খ্রীস্টাব্দে।

খ. ১৯৪৬ খ্রীস্টাব্দে।

গ. ১৯৫৬ খ্রীস্টাব্দে।

ঘ. ১৯৬৬ খ্রীস্টাব্দে।

উত্তরঃ খ.

(ব্যাখ্যাঃ Mark-1 আবিষ্কারের পরে ১৯৪৬ খ্রীস্টাব্দে Eniac আবিষ্কৃত হয়।)

৩৪. Univac-1 কম্পিউটারটি আবিষ্কার করেন কে বা কারা?

ক. John mauchly & presper eckert.

খ. John moxly & nil jones.

গ. jony cash & kurt anderson.

ঘ. none of them.            

উত্তরঃ ক.

(ব্যাখ্যাঃ ১৯৫১ খ্রীস্টাব্দে জন ম্যাকলি ও প্রেসপার একার্ট Univac-1 কম্পিউটারটি আবিষ্কার করেন।)

৩৫. CPU তে কয়টি ইউনিট থাকে?

ক. ৯টি

খ. ৬টি

গ. ৩টি

ঘ. ১২টি

উত্তরঃ গ.

[ব্যাখ্যাঃ CPU তে মূলত ৩টি ইউনিট থাকে যথাঃ নিয়ন্ত্রণ ইউনিট (control unit),  গাণিতিক যুক্তি ইউনিট (arithmetic logic unit)  ও রেজিস্টার স্বৃতি ইউনিট (register memory unit)]  

৩৬. কম্পিউটারের সংগঠন কয় প্রকার?

ক. ৮ প্রকার।

খ. ৬ প্রকার।

গ. ৪ প্রকার।

ঘ. ২ প্রকার।

উত্তরঃ ঘ.

(ব্যাখ্যাঃ কম্পিউটারের সংগঠন ২ প্রকার, যথা- হার্ডওয়্যার ও সফটওয়্যার।)

৩৭. হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ থাকে?

ক. ২টি।

খ. ৩টি।    

গ. ৪টি।

ঘ. ৫টি।

উত্তরঃ খ.

[ব্যাখ্যাঃ হার্ডওয়্যারের মধ্যে সাধারণত ৩টি অংশ থাকে। যথা- ইনপুট (Input), সিপিইউ (CPU), আউটপুট (Output)]

৩৮. CPU এর পূর্ণরূপ কী?

ক. Central programming unit.

খ. Course programming unit.

গ. Computer programming unit.

ঘ. Central processing unit.

উত্তরঃ ঘ.

৩৯. মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন কে?

ক. হেড টফ।

খ. টেড হফ।

গ. সাইমন টফ।

ঘ. হেইম্যান টফ।

উত্তরঃ খ.

(ব্যাখ্যাঃ মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন টেড হফ ১৯৭১ সালে)

৪০. সেমি কন্ডাকটর মেমোরি কয় প্রকার?

ক. ২ প্রকার।

খ. ৩ প্রকার।

গ. ৪ প্রকার।

ঘ. ৫ প্রকার।

উত্তরঃ ক.

(ব্যাখ্যাঃ সেমি কন্ডাকটর মেমোরি ২ প্রকার: RAM & ROM.)

৪১. সফটওয়্যার (Software) কয় প্রকার?

ক. ২ প্রকার।

খ. ৩ প্রকার।

গ. ৫ প্রকার।

ঘ. ৬ প্রকার।

উত্তরঃ ক.

[ব্যাখ্যাঃ সফটওয়্যার দুই প্রকার, যথা- অপারেটিং সিস্টেম (operating software) ও এপ্লিকেশন প্রোগ্রাম (application software)]        

৪২. মাদারবোর্ড এর অংশ নয় কোনটি?

ক. মেমোরি।

খ. পাওয়ার সাপ্লাই।

গ. রেজিষ্টার।

ঘ. সি পি ইউ।

উত্তরঃ গ.

৪৩. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কী বলা হয়?

ক. RAM board.

খ. System unit.

গ. Motherboard.

ঘ. ROM board.

উত্তরঃ ক.

৪৪. বেশিরভাগ আইবিএম পিসিগুলিতে, সিপিইউ (CPU), ডিভাইস ড্রাইভার (device driver) , মেমরি এক্সপেনশন স্লট (memory expansion slot)  এবং সক্রিয় উপাদানগুলি একটি একক বোর্ডে স্থাপিত করা হয়। এই বোর্ডটির নাম কী?

ক. breadboard.

খ. programming board.

গ. motherboard.

ঘ. dual core board.

উত্তরঃ গ.

৪৫. LAN তৈরি করার জন্য কোন যন্ত্রটি প্রয়োজন?

ক. ROM.

খ. Computer.

গ. speaker.

ঘ. Network interface card.

উত্তরঃ ঘ.

৪৬. LAN card এর সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি?

ক. NIC.

খ. Modem.

গ. Internet card.

ঘ. Net connector.

উত্তরঃ ক.

৪৭. কোনটির দ্বারা একটি কম্পিউটার অপর একটি কম্পিউটারের সাথে সংযুক্ত হতে পারে?

ক. বায়োস।

খ. রোম

গ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড।    

ঘ. কাপলার।

উত্তরঃ গ.

৪৮. কোনও নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের ক্ষেত্রে, 10/100 শব্দটি হচ্ছে-

ক. minimum and maximum server speed.

খ. Megabits per second.

গ. Protocol speed.

ঘ. none.

উত্তরঃ খ.

৪৯. প্রতিটি কম্পিউটারে অবশ্যই থাকা প্রয়োজন-

ক. Control unit.

খ. Primary storage.

গ. ALU.

ঘ. All of above.

উত্তরঃ ঘ.

৫০. কোন ডিভাইস ডেটা এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্য বুঝতে পারে?

ক. micro-processor.

খ. memory.

গ. input device.

ঘ. output device.

উত্তরঃ ক.

৫১. কম্পিউটার সিস্টেমে WORM এর পূর্ণরূপ কী?

ক. Write once read many.

খ. write only read only.

গ. Write only read memory.

ঘ. Write once read memory.

উত্তরঃ ক.

৫২. বাম বা ডানদিকে সরানোর অনুমতি দেওয়ার জন্য যে রেজিস্ট্রার ব্যবহৃত হয়, সেটি-

ক. adder.

খ. loader.

গ. counter.

ঘ. shift register.

উত্তরঃ ঘ.

৫৩. নীচের কোনটি হার্ডওয়্যার (Hardware) নয়?

ক. Monitor.

খ. CPU.

গ. PowerPoint.

ঘ. Mouse.

উত্তরঃ গ.

৫৪. কম্পিউটার তৈরির জন্য নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি প্রয়োজনীয়?

ক. CD-ROM.

খ. RAM.

গ. Floppy disk.

ঘ. printer.

উত্তরঃ খ.

৫৫. কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে?

ক. CPU.

খ. Memory.

গ. RAM.

ঘ. Hard disk.

উত্তরঃ ক. Central processing unit

৫৬. CPU এর অপর নাম কী?

ক. Decode.

খ. Execute.

গ. Micro-chip.

ঘ. Micro-processor.

উত্তরঃ ঘ.

৫৭. কম্পিউটারের সকল কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. Control unit.

খ. Logic circuit unit.

গ. Mathematical unit.

ঘ. Central processing unit.

উত্তরঃ ঘ.

৫৮. কম্পিউটার চালনার জন্য নিচের কোনটি ডিভাইস আবশ্যক?

ক. USB drive.

খ. CPU.

গ. Processor.

ঘ. CD-ROM.

উত্তরঃ গ.

৫৯. Intel pentium একটি-

ক. RAM.

খ. Hard disk.

গ. CD-ROM.

ঘ. processor.

উত্তরঃ ঘ.

৬০. কম্পিউটার কীবোর্ড অনুসারে নীচের কোনটি সেভ বাটন?

ক. F12.

খ. F1.

গ. F6.

ঘ. F8.

উত্তরঃ ক.

৬১. কম্পিউটার সিস্টেমে স্ক্যানার (Scanner) কোন ধরনের যন্ত্র?

ক. Output device.

খ. Input device.

গ. Memory device.

ঘ. None of them.

উত্তরঃ খ.

৬২. MICR এর পূর্ণরূপ কী?

ক. Magnetic ink codes reader.

খ. Magnetic ink code reader.

গ. Magnetic ink character reader.

ঘ. Magnetic ink cases reader.

উত্তরঃ গ.

৬৩. নীচের কোনটিতে বর্তমান বাংলাদেশে MICR টেকনোলজি ব্যবহার হচ্ছে?

ক. পাসপোর্ট।

খ. ব্যাংকের চেকবই।

গ. জাতীয় পরিচয়পত্র।

ঘ. উপরের সবগুলোতেই।

উত্তরঃ খ.

৬৪. কোন ইনপুট ডিভাইসটি গোলক ভরাট করা খাতা পড়তে পারে?

ক. ওয়েব ক্যাম।

খ. বারকোড রিডার।

গ. স্ক্যানার।

ঘ. ও এম আর।

উত্তরঃ ঘ.

৬৫. OMR এর পূর্ণরূপ কী?

ক. Only Mark Reading.

খ. Optical Media Reading.

গ. Optical Mark recognition.

ঘ. Original Mark Recognition.

উত্তরঃ গ.

৬৬. OCR হচ্ছে একটি-

ক. ইনপুট ডিভাইস।

খ. আউটপুট ডিভাইস।

গ. মনিটরের অংশ।

ঘ. কীবোর্ডের অংশ।

উত্তরঃ ক.

৬৭. স্ক্যান টেক্সট-কে সম্পাদনার উপযুক্ত টেক্সট এ পরিণত করে নীচের কোনটি?

ক. OMR.

খ. OCR.

গ. Touch screen.

ঘ. Image scanner.

উত্তরঃ খ.

৬৮. একটি বারকোড রিডার (Barcode reader) থেকে কী বের হয়?

ক. Magnetic fields.

খ. Command.

গ. Sound.

ঘ. Light.

উত্তরঃ ঘ.

৬৯. কম্পিউটার কীবোর্ড (Computer keyboard) কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?      

ক. Output device.

খ. Input device.

গ. Memory.

ঘ. Storage.

উত্তরঃ খ.

৭০. Cursor হলো একটি-

ক. Thin blinking line.

খ. Pointing device.

গ. Pixel.

ঘ. None of these.

উত্তরঃ খ.

৭১. কোন ডিভাইসটি গ্রাফিকাল ব্যবহারকারীদের পরিবেশে স্ট্যান্ডার্ড পয়েন্টিং ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়?

ক. Hard disk.

খ. CD drive.

গ. Printer.

ঘ. Mouse.

উত্তরঃ ঘ.

৭১. Windows Xp/7 শুরু করার সময় কোনটি press করার মাধ্যমে Extra booting option হিসেবে দেখা যেতে পারে?    

ক. F12.

খ. F8.

গ. F1.

ঘ. F9.

উত্তরঃ খ.

৭২. মোবাইল ফোনের ক্ষেত্রে ইনপুট ডিভাইস কোনটি?

ক. power supply.

খ. Keypad.

গ. camera.

ঘ. touch screen.

উত্তরঃ ক.

৭৩. সাধারণ কীবোর্ড বিন্যাসকে বলা হয়-

ক. QYTRWR.

খ. QWERTY. 

গ. QYWERT.

ঘ. QEWTYR.

উত্তরঃ খ.

৭৪. নীচের কোন বাটনটি অধিকাংশ প্রোগ্রামেই ব্যবহৃত হয়?

ক. ESC.

খ. F10.

গ. F3

ঘ. F1.

উত্তরঃ ঘ.

৭৫. Windows কী?

ক. Anti-virus software.

খ. Programming language.

গ. Operating system.

ঘ. Scanning software.

উত্তরঃ গ.

৭৬. নীচের কোনটি সিস্টেম সফটওয়্যার (System software)?

ক. MS word.

খ. dBASE.

গ. Word perfect.

ঘ. MS windows.

উত্তরঃ ঘ.

৭৭. নীচের কোনটি কম্পিউটার অপারেটিং সিস্টেম (Computer operating system)?

ক. RAM.

খ. ROM.

গ. Xp professional.

ঘ. spreadsheet.

উত্তরঃ গ.

৭৮. Windows- XP মানে?

ক. windows example.

খ. windows experience.

গ. Windows expert.

ঘ. windows exact.

উত্তরঃ খ.

৭৯. নিচের কোনটি এমএস উইন্ডোজের (MS windows) সর্বশেষ সংস্করণ?

ক. windows XP.

খ. windows vista.

গ. Windows 10.

ঘ. windows millennium.

উত্তরঃ গ.

৮০. নিচের কোনটি পিসি’র (PC) জন্য সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম (operating system)?

ক. Fedora.

খ. Apple MAC OS X.

গ. DOS

ঘ. Microsoft windows.

উত্তরঃ ঘ.

৮১. নীচের কোনটি অপারেটিং সিস্টেম (Operating system) নয়?        

ক. Linux.

খ. Windows 98.

গ. BSD unix.

ঘ. Microsoft office XP.

উত্তরঃ ঘ.

৮২. কমান্ডভিত্তিক ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম নীচের কোনটি?

ক. Linux.

খ. Unix.

গ. DOS.

ঘ. All of these.

উত্তরঃ ঘ.

৮৩. ডস (DOS) এবং উইন্ডোজ (Windows) এর অপারেটিং সিস্টেম (Operating system) এর মূল পার্থক্য কোনটি?

ক. Windows graphical user interface ব্যবহার করে।

খ. Windows multi tasking environment.

গ. Windows দ্রুত কাজ করে।

ঘ. Windows আকারে বড়।

উত্তরঃ ক.

৮৪. নীচের কোনটি সিঙ্গেল টাস্কিং (single tasking) অপারেটিং সিস্টেম?

ক. Linux.

খ. DOS.

গ. Windows XP.

ঘ. Windows 7.

উত্তরঃ খ.

৮৫. কোন অপারেটিং সিস্টেমটি ক্লায়েন্ট- সার্ভার নেটওয়ার্ক তৈরির জন্য উপযুক্ত?

ক. MS DOS.

খ. Windows 98.

গ. Windows 2003.

ঘ. All of these.

ঙ. None of these.

উত্তরঃ ঙ.

৮৬. একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে কী বলে?

ক. Networking.

খ. Multitasking.

গ. Integrated.

ঘ. GUI.

উত্তরঃ খ.

৮৬. উন্মুক্ত অপারেটিং সিস্টেম কোনটি?

ক. Windows XP.

খ. Windows 98.

গ. DOS.

ঘ. Redhat Linux.

উত্তরঃ ঘ.

৮৭. উইন্ডোজ সফটওয়্যার (Windows software) এর উদ্ভাবক কে?

ক. Hewlett packard.

খ.  IBM.

গ. Microsoft Corporation.

ঘ. Apple.

উত্তরঃ গ.

৮৮. ফার্মওয়্যার নির্মিত হয় কোনটি ব্যবহার করে?

ক. Cache memory.

খ. RAM.

গ. ROM.

ঘ. Vedio memory.

উত্তরঃ গ.

৮৯. BIOS কী?

ক. Firmware.

খ. Hardware.

গ. Software.

ঘ. Operating system.

উত্তরঃ ক.

৯০. যে প্রোগ্রামগুলি হার্ডওয়্যার হিসাবে স্থায়ী এবং ROM-এ সংরক্ষিত থাকে সেগুলি হলো-

ক. Memory.

খ. Hardware.

গ. Software.

ঘ. Firmware.   

উত্তরঃ ঘ.

৯১. কম্পিউটার পুনঃচালু করাকে কী বলা হয়?

ক. BIOS.

খ. Cache.

গ. Boot.

ঘ. Recycling.

উত্তরঃ গ.

৯২. যখন একটি কম্পিউটার অন করা হয় বা পূনরায় চালু করা হয় তখন একটি বিশেষ ধরনের লোডার (Loader) কার্যক্ষম হয়, তাকে কী বলে?

ক. Boot loader.

খ. Compile & Go loader.

গ. Bootstrap loader.

ঘ. None of these.

উত্তরঃ গ.

৯৩. BIOS এর পূর্ণরূপ কী?

ক. Base interface official system.

খ. Basic input output system.

গ. Best input output system.

ঘ. Base interface output system.

উত্তরঃ খ.

৯৪. কম্পিউটার চালু করার সময় প্রথম কোন অংশটি কাজ করে?

ক. Hard disk.

খ. RAM.

গ. BIOS.

ঘ. Magnetic Tape.

উত্তরঃ গ.

৯৫. কম্পিউটার start বা boot করতে যে সফটওয়্যার ব্যবহৃত হয় সেটি কোথায় থাকে?

ক. OS.

খ. BIOS.

গ. DDE.

ঘ. FAT.

উত্তরঃ খ.

৯৬. POST এর অর্থ কী?

ক. preliminary operating system test.

খ. Proprietary operating system test.

গ. Power on start test.

ঘ. Power on self test.

উত্তরঃ ঘ.

৯৭. নীচের কোন নির্দেশ অনুযায়ী কম্পিউটার রিবুট (Reboot) করা যায়?

ক. Crtl+Alt+Del.

খ. Crtl+Alt+Shift.

গ. Crtl+Alt+Tab.

ঘ. Crtl+Shift+Del.

উত্তরঃ ক.

৯৮. কোন Mode-এ উইন্ডোজগুলি কেবলমাত্র core drivers এবং পরিষেবাগুলি শুরু করে?

ক. Normal Mode.

খ. Qiuick Mode.

গ. Safe Mode.

ঘ. Quick Mode.

উত্তরঃ গ.

৯৯. কম্পিউটার সিস্টেমে মেমরি ম্যানেজমেন্ট অপারেশনগুলি কোনটির দ্বারা সঞ্চালিত হয়?

ক. Programmer.

খ. Hardware.

গ. User.

ঘ. Operating system.

উত্তরঃ ঘ.

১০০. নীচের কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?

ক. নেটওয়ার্ক থেকে ফাইল কপি করা।

খ. প্রোগ্রাম সচল রাখা।

গ. হার্ডওয়্যার ডিভাইস নিয়ন্ত্রণ করা।

ঘ. ইউজার ইন্টারফেস সংস্থান করা।

উত্তরঃ ক.

১০১. উইন্ডোজ ভিসতা কী?

ক. মাইক্রোসফটের একটি অপারেটিং সিস্টেম।

খ. একটি সফটওয়্যার যা উইন্ডোজ এক্সপ্লোরারের সাথে সচল থাকে।

গ. একটি সফটওয়্যার যা এম এস অফিসের সাথে সচল থাকে।

ঘ. গুগলের একটি অপারেটিং সিস্টেম।

উত্তরঃ ক.

১০২. সিস্টেম সফটওয়্যার (System software) কোনটি?

ক. নোটপ্যাড।

খ. উইন্ডোজ ৯৮।

গ. ফায়ারফক্স।

ঘ. এভিরা।

উত্তরঃ খ.

১০৩. কম্পিউটার অপারেটিং সিস্টেম নীচের কোনটি?

ক. RAM.

খ. ROM.

গ. Xp professional.

ঘ. Spreadsheet.

উত্তরঃ ঘ.

১০৪. Windows-XP দ্বারা কী বোঝানো হয়?

ক. Windows expert.

খ. Windows exact.

গ. Windows experience.

ঘ. Windows example.

উত্তরঃ গ.

১০৫. মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমের নাম কী?

ক. Windows vista.

খ. Windows Xp.

গ. Windows millennium.

ঘ. Windows 10.

উত্তরঃ ঘ.

১০৬. কখন দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট এর আউটপুট শূন্য হয়?

ক. যে কোনো একটি ইনপুট ‘1’ হলে।

খ. উভয় ইনপুট ‘1’ হলে।

গ. উভয় ইনপুট ‘0’ হলে।

ঘ. যে কোনো একটি ইনপুট ‘0’ হলে।

উত্তরঃ গ.

১০৭. কোন ধরনের গাণিতিক প্রক্রিয়ায় কম্পিউটার তার গাণিতিক কার্যাবলী সম্পাদন করে?

ক. Geometry (জ্যামিতি)

খ. Decimal (ডেসিমাল)

গ. Binary (বাইনারি)

ঘ. Boolean (বুলিয়ান)

উত্তরঃ ঘ.

ব্যাখ্যাঃ বাইনারী সংখ্যা হল – ০ এবং ১

১০৮. প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে নীচের কোনট উচ্চতর ভাষা নয়?

ক. Oracle.

খ. Jave.

গ. Fortran.

ঘ. C++

উত্তরঃ ক.

১০৯. নীচের কোনটি আ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application software) নয়?

ক. MS exel.

খ. MS word.

গ. Java.

ঘ. Accounting package.

উত্তরঃ গ.

১১০. কোন প্রোগ্রামটি উচ্চতর ভাষাকে মেশিনের ভাষায় প্রকাশ করে?

ক. Assembler.

খ. Interpreter.

গ. Compiler.

ঘ. Both খ & গ.

ঙ. None of these.

উত্তরঃ ঘ.

১১১. কম্পাইলার (Compiler) এর অর্থ কী?

ক. Key punch operator.

খ. A person who compiles source programmes.

গ. The same thing as a programmer.

ঘ. None of these.

উত্তরঃ খ.

১১২. যে সিদ্ধান্তক্রমের ধাপসমূহ কম্পিউটার অনুসরণ করে তাকে কী বলে?

ক. Algorithm.

খ. Instruction.

গ. Application software.

ঘ. Flowcharts.

উত্তরঃ ক.

১১৩. কম্পিউটার বাগ কাকে বলে?

ক. হার্ডওয়্যারের অন্তর্নিহিত ভুল।

খ. সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল।

গ. হার্ডওয়্যার ও সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল।

ঘ. কোনোটিই নয়।

উত্তরঃ খ.

১১৪. একজন ভালো কম্পিউটার প্রোগ্রামারের কোন প্রাথমিক গুণাবলী-টি থাকা প্রয়োজন?

ক. Logical instruction.

খ. Logical programme.

গ. Logical thought.

ঘ. Logical mind.

উত্তরঃ ঘ.

১১৫. কোন ভাষায় প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন?

ক. মেশিনের ভাষায়।

খ. উচ্চতর ভাষায়।

গ. প্যাকেজের ভাষায়।

ঘ. এসেম্বলির ভাষায়।

উত্তরঃ ক.

১১৬. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কী বলে?

ক. কম্পাইলার।

খ. এসেম্বলি।

গ. অবজেক্ট প্রোগ্রাম।

ঘ. ডেটাবেস।

উত্তরঃ গ.

১১৭. সারাবিশ্বের কম্পিউটার নতুন সহস্রাব্দজনিত একটি সমস্যার মুখোমুখি হয় ২০০০ সালের এক জানুয়ারি, সমস্যাটি কী?

ক. 2KY.

খ. K2Y.

গ. 2YK.

ঘ. Y2K.

উত্তরঃ ঘ.

১১৮. Y2K বাগ কাকে বলে?

ক. নতুন সহস্রাব্দের কম্পিউটার।

খ. একটি কম্পিউটার ভাইরাসের নাম।

গ. ২০০০ সালের শুরুর মূহুর্তে সারা বিশ্বে কম্পিউটার বিপর্যয়ের কারণ।

ঘ. কম্পিউটারের একটি নতুন অপারেটিং সিস্টেম।

উত্তরঃ গ.

১১৯. কোন ডিভাইস ডেটা ব্যাকআপ করতে ব্যবহৃত হয়?

ক. Tape

খ. Floppy disk.

গ. Network drive.

ঘ. All of these.

উত্তরঃ ঘ.

১২০. একটি কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে নীচের কোনটি?

ক. Firewall.

খ. Anti-virus.Cu

গ. Back up.

ঘ. Sort.

উত্তরঃ ক.

১২১. সমস্ত তথ্য সিস্টেমের প্রক্রিয়া এবং সংস্থানগুলির যথার্থতা, অখণ্ডতা এবং সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য কার?

ক. Cyber theft এর।

খ. Firewalls এর।

গ. Security management এর।

ঘ. Encryption এর।

উত্তরঃ খ.

১২২. নীচের কোনটি একটি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বাস্তবায়নে উপযুক্ত?

ক. Windows 98.

খ. Windows 2003.

গ. MS DOS.

ঘ. None of these.

উত্তরঃ ঘ.

১২৩. কম্পিউটার টার্মিনালে সাধারণত কী থাকে?

ক. স্ক্রীন।

খ. কীবোর্ড।

গ. স্ক্রীন এবং কীবোর্ড।

ঘ. স্ক্রীন, কীবোর্ড এবং কম্পিউটার সং্যোগে ব্যবহৃত যন্ত্রাংশ ও ডেটা প্রসেসর।

উত্তরঃ গ.

১২৪. নীচের কোনটির জন্য প্রক্সি সার্ভার (Proxy server) ইউজ করা হয়?

ক. To provide security Against unauthorized users.

খ. To process client requests For database cases.

গ. To process client requests for web pages.

ঘ. None of these.

উত্তরঃ গ.

১২৫. কোনটি প্রসেসিংয়ে ব্যবহৃত হয় না কিন্তু ডেটা এন্ট্রি ও সংরক্ষণে ব্যবহৃত হয়?

ক. Dedicated data entry system.

খ. Micro Computer.

গ. Dumb terminal.

ঘ. Mouse.

উত্তরঃ গ.

১২৬. ডেটাবেজ ল্যাংগুয়েজ (Database language) নীচের কোনটি?

ক. MS word.

খ. C.

গ. Oracle.

ঘ. নীচের কোনোটিই নয়।

উত্তরঃ ঘ.

১২৭. কম্পিউটারের ভাষায় ‘Encryption of data’ এর অর্থ কী?

ক. Data is kept locked in Special room.

খ. Data cannot be sent over the Internet.

গ. Data is encoded So it cannot be read without decode software.

ঘ. None of these.

উত্তরঃ গ.

১২৮. নীচের কোনটি ডেটার সঠিকতা ও সম্পূর্ণতাকে বোঝায়?

ক. Data security.

খ. Data integrity.

গ. Data independence.

ঘ. Data contrains.

উত্তরঃ খ.

১২৯. কেন্দ্রীভূত ডাটাবেস সিস্টেমে কোনও ব্যাংকে সামনের অফিসের ভূমিকাটি হ’ল-

ক. Internet fibers.

খ. Assessment & approval.

গ. Customer dealing.

ঘ. IT management.

উত্তরঃ গ.

১৩০. SQL এর পূর্ণরূপ হলো-

ক. Suitable query language.

খ. Standard query language.

গ. Standard query learning.

ঘ. Structured query language.

উত্তরঃ ঘ.

এটা  একটি Database language

১৩১. অযাচিত এবং ভূয়া মেইল জমা হয় কোথায়?

ক. Inbox.

খ. Sent box.

গ. Spam.

ঘ. Draft box.

উত্তরঃ গ.

১৩২. অযাচিত বাণিজভিত্তিক ইমেইল সাধারণত কী নামে পরিচিত?

ক. Hoaxes.

খ. Hypertext.

গ. Junk.

ঘ. Spam.

উত্তরঃ ঘ.

১৩৩. ইন্টারনেটের অপব্যবহার করে অন্য ব্যক্তির ডেটা চুরি করা বা ধ্বংস করাকে কী বলে?

ক. Browsing.

খ. Hacking.

গ. Searching.

ঘ. Chatting.

উত্তরঃ খ.

১৩৪. নিচের কোনটি আপনাকে আপনার LAN security উন্নত করতে সহায়তা করবে?

ক. Using a proxy.

খ. Installing a spyware programme.

গ. Changing password frequently.

ঘ. All of these.

উত্তরঃ ঘ.

১৩৫. ইন্টারনেট ব্যবহারের সাথে সম্পর্কিত Spam আসলে কী?

ক. Unsolicited email.

খ. Search engine.

গ. Web browser.

ঘ. Web bug.

উত্তরঃ ক.

১৩৬. যে ব্যক্তি তার দক্ষতা মানুষের কম্পিউটারে অ্যাক্সেস পেতে অবৈধভাবে তথ্য পেতে বা ক্ষতি করতে ব্যবহার করে তাকে কী বলে?

ক. Spammer.

খ. Programmer.

গ. Analyst.

ঘ. Hacker.

উত্তরঃ ঘ.

১৩৭. Optical fiber cable এ ডেটা আদান প্রদানের প্রধান মাধ্যম কোনটি?

ক. আলো।

খ. বিদ্যুৎ।

গ. বিদ্যুৎ ও আলো উভয়ই।

ঘ. ইলেক্ট্রা ম্যাগনেটিক ওয়েভ।

উত্তরঃ ক.

১৩৮. আলোর কোন ঘটনাটি অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে ঘটে?

ক. বিচ্ছুরণ।

খ. অভ্যন্তরীণ প্রতিফলন।

গ. প্রতিসরণ।

ঘ. অপবর্তন।

উত্তরঃ খ.

১৩৯. নীচের কোনটি অপটিক্যাল ফাইবার তৈরি করতে ব্যবহৃত হয়?

ক. প্লাস্টিক কোর ও গ্লাস ক্লাড।

খ. কপার কোর ও গ্লাস ক্লাড।

গ. গ্লাস কোর ও প্লাস্টিক ক্লাড।

ঘ. গ্লাস কোর ও আ্যালুমিনিয়াম ক্লাড।

উত্তরঃ গ.

১৪০. কোথায় ‘সাবমেরিন ক্যাবল’ শব্দটি ব্যবহৃত হয়?

ক. Education system.

খ. Data transformation.

গ. Information technology.

ঘ. Communication system.

উত্তরঃ গ.

১৪১. নিম্নের কোন ধরণের মাধ্যমটি সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে ব্যবহৃত হয়?

ক. অপটিক্যাল ফাইবার।

খ. চুম্বক তরঙ্গ।

গ. শব্দ তরঙ্গ।

ঘ. VAST.

উত্তরঃ ক.

১৪২. কোন ক্ষেত্রে সাবমেরিন ক্যাবল ব্যবহৃত হয়?

ক. নৌ চলাচলের বিপদ সংকেত।

খ. জাহাজ চলাচলের সুবিধা।

গ. ইন্টারনেট সংযোগ।

ঘ. উপরের কোনোটিই নয়।

উত্তরঃ গ.

১৪৩. বাংলাদেশের কোন এলাকায় সাবমেরিন ল্যান্ডিং ষ্টেশন স্থাপন করা হয়?

ক. খুলনা।

খ. চট্টগ্রাম।

গ. সেন্টমার্টিন।

ঘ. কক্সবাজার।

উত্তরঃ ঘ.

১৪৪. সাবমেরিন ক্যাবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের অধীনে পড়ে?

ক. বিজ্ঞান ও প্রযুক্তি।

খ. অর্থ মন্ত্রণালয়।

গ. ডাক ও টেলি যোগাযোগ।

ঘ. পররাষ্ট্র মন্ত্রণালয়।

উত্তরঃ গ.

১৪৫. Wi MAX এর পূর্ণরূপ হলো-

ক. Worldwide internet for microwave access.

খ. Worldwide interconnection for microwave access.

গ. Worldwide interoperability for microwave access.

ঘ. None of these.

উত্তরঃ গ.

১৪৬. Wi MAX কী?

ক. ব্যান্ডেড ঘড়ি।

খ. ডিভিডি প্লেয়ার।

গ. স্মার্টফোন।

ঘ. ওয়ারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি।

উত্তরঃ ঘ.

১৪৭. Wifi কাকে বলে?

ক. Worldwide inter network for fastest internet.

খ. Worldwide interconnection for fibre optic.

গ. Wireless Fidelity.

ঘ. World internet frequency initiative.

উত্তরঃ গ.

১৪৮. নীচের কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে Wifi কাজ করে?

ক. IEEE: 806.11

খ. IEEE: 803.11

গ. IEEE: 802.11

ঘ. IEEE: 804.11

উত্তরঃ গ.

১৪৯. তারবিহীন দ্রতগতির ইন্টারনেট সংযোগের জন্য নীচের কোনটি উপযুক্ত?

ক. Wifi.

খ. Broadband.

গ. Bluetooth.

ঘ. Wi MAX.

উত্তরঃ ঘ.

১৫০. সাধারণত ইনফ্রারেড ডিভাইস (Infrared device) ব্যবহার করা হয় নীচের কোনটি?

ক. Satellite communication.

খ. WAN.

গ. MAN.

ঘ. টিভির রিমোট কন্ট্রোল।

উত্তরঃ ঘ.

bcs ict question computer mcq for bcs preparation and bank exam preparation part -09

bcs ict question computer mcq for bcs preparation and bank exam preparation part -08

bcs ict question computer mcq for bcs preparation and bank exam preparation part -07

bcs preparation ict mcq part 07

bcs preparation ict mcq part 06

bcs preparation ict mcq part 05

bcs preparation ict mcq part 04

bcs preparation ict mcq part 03

bcs preparation ict mcq part 02

bcs preparation ict mcq part 01
bcs preparation ict mcq Computer input and output