ict question for BCS and Bank exam part-06

computer mcq question and answer part -06
computer mcq question and answer part -06

Are you Searching computer job question and answer ? yes, here is the bcs computer mcq question and answer.

*কম্পিউটার প্রকারভেদ (Types Of Computer)

১.কার্যকলাপের ভিত্তিরে নিচের কোনটি কম্পিউটার নয়?

ক.রিমোট

খ.হাইব্রিড

গ.এনালগ

ঘ.ডিজিটাল

উত্তরঃ ক.রিমোট

২. নিচের কোন কম্পিউটারটি ডিজিটাল ডেটার উপর ভিত্তি করে কাজ করে?

ক.রিমোট

খ.হাইব্রিড

গ.এনালগ

ঘ.ডিজিটাল

উত্তরঃ ঘ.ডিজিটাল

ব্যাখ্যাঃডিজিটাল কম্পিউটারে বাইনারি নম্বর (০,১) সিস্টেম ব্যবহার করা হয়।যেগুলোকে বলা হয় বিট।

৩.কোন কম্পিউটার গুলোকে সয়ংক্রিয় ভাবে পরিচালনার জন্য ব্যবহৃত হয়?

ক.রিমোট

খ.হাইব্রিড

গ.এনালগ

ঘ.ডিজিটাল

উত্তরঃ খ.হাইব্রিড

৪.নিচের কোন কম্পিউটার জটিল অ্যাপ্লিকেশন যেমন বিশ্বের আবহাওয়ার পূর্বাভাসের জন্য ব্যবহৃত হয়?

ক.সুপার কম্পিউটার

খ.পাবলিক কম্পিউটার

গ.মোবাইল কম্পিউটার

ঘ.হাইব্রিড কম্পিউটার

উত্তরঃ ক.সুপার কম্পিউটার

৫.কোন কম্পিউটারের আবিষ্কারের ফলে অন্যান্য সল্প মূল্যের কম্পিউটারের জন্ম হয়েছে?

ক.মেইনফ্রেম

খ.মাইক্রোকম্পিউটার

গ.মাইক্রোপ্রসেসর

ঘ.পিডিএ(personal Digital Assistance

উত্তরঃ গ.মাইক্রোপ্রসেসর  (Micro-processor)

৬.নিচের কোনটি একটি “ডেটা মডেল”?

ক.Network Maintenance

খ.Schema Definition

গ.Authorization for data access

ঘ.Routine maintenance

উত্তর: ক.Network Maintenance

৭.”PDA” এর পূর্ণরূপ কি?

ক.Personal Digital Applications

খ.Private Digital Applications

গ.Personal Digital Assistants

ঘ.Private Digital Assistants

উত্তরঃ খ.Private Digital Applications.

৮.নিচের কোনটিকে ”PDA”ও বলা হয়?

ক.পিসি

খ.ট্যাবলেট

গ.লেপটপ

ঘ.হ্যান্ডহেল্ড (হাতেধরা ক্যামেরায় তোলা চলচিত্র

উত্তরঃ ঘ.হ্যান্ডহেল্ড (Handheld) (হাতেধরা ক্যামেরায় তোলা চলচিত্র

৯.নিচের কোন কম্পিউটারটি গতি ও ধারণার ক্ষমতার দিক থেকে মেইনফ্রেম কম্পিউটার থেকে ছোট ?

ক.মিনি

খ.সুপার

গ.মেইনফ্রেম

ঘ.হাইব্রিড

উত্তরঃক.মিনি

১০.নিচের কোন কম্পিউটারটি পরিমাপক হিসেবে কাজ করে?

ক.এনালগ

খ.ডিজিটাল

গ.হাইব্রিড

ঘ.উপরের সব

উত্তরঃ ক.এনালগ

১১.নিচের কোনটি এনালগ কম্পিউটারের মূল বৈশিষ্ট্য?

ক.কম/বেশি পরিমাপ করা

খ.চাপ কম/বেশি হওয়া

গ.পর্যায়ক্রমে উঠানামা করা

ঘ.কোনটিই নয়

উত্তরঃ গ.পর্যায়ক্রমে উঠানামা করা

১২.কোন কাজে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়?

ক.প্রকাশনা

খ.ব্যবসার কাজে

গ.স্কুল কলেজে

ঘ.ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে

উত্তরঃ ঘ.ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে

১৩.আইবিএম-১৬২০ কোন ধরণের কম্পিউটার?

ক.মিনিফ্রেম

খ.মেইনফ্রেম

গ.ডিজিটাল

ঘ.সুপার

উত্তরঃ খ.মেইনফ্রেম

১৪.কোনটিকে মিডরেঞ্জ কম্পিউটার বলা হয়?

ক.সুপার

খ.মেইনফ্রেম

গ.মিনিফ্রেম

ঘ.মাইক্রো

উত্তরঃ গ.মিনিফ্রেম

১৫.বর্তমানে ব্যবহৃত কম্পিউটার গুলো কোন প্রজন্মের?

ক.৫

খ.৪

গ.৩

ঘ.২

উত্তরঃখ.৪

১৬.নিচের কোনটি প্রথম প্রজম্নের কম্পিউটার?

ক.PDP-8

খ.IBM-360

গ.UNIVAC-1

ঘ.GE-600

উত্তর:গ.UNIVAC-1

১৭.PDP-8 কোন ধরণের কম্পিউটার?

ক.সুপার

খ.মিনিফ্রেম

গ.মেইনফ্রেম

ঘ.মাইক্রো

উত্তরঃখ.মিনি mini Computer

*ডেটাবেজ সিস্টেম(Database Management System)

১৮.নিচের কোনটি ডিবিএমএস(Database Management System) এর সাথে সম্পৃক্ত নয়?

ক.End Users

খ.Data

গ.Application Request

ঘ.HTML

উত্তরঃ ঘ.HTML(Hyper Text Mark-up Language)

১৯.ডেটাবেজ মূলত-

ক.সিস্টেম কেন্দ্রিক

খ.ব্যবহারকারী কেন্দ্রিক

গ.কোম্পানি কেন্দ্রিক

ঘ.ডেটা কেন্দ্রিক

উত্তরঃখ.ব্যবহারকারী কেন্দ্রিক

২০.The characteristic of any entity-

ক.Relation

খ.Attribute

গ.parameter

ঘ.constraint

উত্তরঃখ.Attribute

২১.The Full form of IMS

ক.Information Mastering System

খ.Instruction Management System

গ.Instruction manipulating System

ঘ.Information Management System

উত্তরঃঘ.Information Management System

২২.ডেটা এক্সেস করার জন্য ডিবিএমএস(DBMS) কার সেট হিসেবে কাজ করে?

ক.কোড

খ.প্রোগ্রাম

গ.তথ্য

ঘ.মেটাডেটা (ডেটা সেট যা অন্যান্য ডেটার বর্ননা ও সংগ্রহ করে)

উত্তরঃ খ.প্রোগ্রাম

২৩.নিচের কোনটি এবস্ট্রাকশন(অপসারণ) এর স্তর নয়?

ক.Physical

খ.Logical

গ.User

ঘ.View

উত্তরঃ গ.User

২৪.নিচের কোনটি ডেটাবেজের একটি যৌক্তিক কাঠামো?

ক.Schema

খ.Attributable

গ. Parameter

ঘ.Instance

উত্তরঃ ক.Schema

২৫.একটি নির্দিষ্ট সময়ে ডাটাবেজের মূল সামগ্রী কোনটি?

ক. schema
খ. Attribute

গ.Parameter
ঘ.instance (দৃষ্টান্ত)

উত্তরঃ ঘ.instance (দৃষ্টান্ত)- variable for computer program

২৬.নিচের কোনটি অবজেক্ট ভিত্তিক যৌক্তিক মডেল নয়?

ক.ER

খ.Network

গ.Semantic

ঘ.Functional

উত্তরঃ খ.Network

২৭.নিচের কোনটি রিলেশনাল ডেটাবেজের উপাদান নয়?

ক.ব্যবহারকারী

খ.ডেটাবেজ

গ.কুয়েরি ভাষা

ঘ.পৃথক ফাইল

উত্তরঃ ঘ.পৃথক ফাইল

২৮.নিচের কোনটি রিলেশনাল ডেটাবেজ?

ক.dBase IV

খ.FoxPro

গ.Reflex

ঘ.4th dimension

উত্তরঃ গ.Reflex

২৯.ডেটা সংস্থার শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর কোনটি?

ক.ডেটাবেজ

খ.ডেটা রেকর্ড

গ.ডেটা ব্যাংক

ঘ.ডেটা ফাইল

উত্তরঃ ক.ডেটাবেজ

৩০.DBMS পদ্ধতির মধ্যে এপ্লিকেশন প্রোগ্রাম সঞ্চালন করে-

ক.স্টোরেজ ফাংশন

খ.এক্সেস কন্ট্রোল

গ.প্রসেসিং ফাংশন

ঘ.উপরের সব

উত্তরঃ গ.প্রসেসিং ফাংশন

৩১.বড় ধরণের ফাইল সংগ্রহ করা কার কাজ?

ক.সেক্টর

খ.ডেটাবেজ

গ.ফিল্ড

ঘ.রেকর্ড

উত্তরঃ খ.ডেটাবেজ

৩২.একটি রেকর্ড ম্যানেজমেন্টের পদ্ধতি সরুপ-

ক.একটি ব্যবসায়িক ফর্ম

খ.হস্তাক্ষর তালিকা

গ.রোলডেক্স(Rolodex) কার্ড ফাইল

ঘ.উপরের সব

উত্তরঃ ঘ.উপরের সব

৩৩.Where the Metadata stored in mySQL?

ক.In Database meta

খ.in Database Meta SQL

গ.In database Metadata

ঘ.In database mySQL

উত্তরঃ In database mySQL

৩৪.নিচের কোনটি নিয়ে একটি ডেটাবেজ তৈরি হয়?

ক.কী (key)

খ.রেকর্ড

গ.টেবিল

ঘ.ফাইল

উত্তরঃ গ.টেবিল

৩৫.নিচের কোনটি স্কিমা(Schema) নয়?

ক.Logical

খ.Database

গ.Physical

ঘ.Critical

উত্তরঃ Critical

৩৬.নিচের কোনটি ডেটাবেজের ভাষা নয়?

ক.Data Definition Language

খ. Data manipulating language

গ.Data query Language

ঘ.All of them

উত্তরঃ ঘ.All of them

৩৭ .এগুলো ব্যাটারির সাহায্যে চলতে পারে,যার কারনে ভ্রমণকারীদের কাছেও অধিক জনপ্রিয়,কোন ডিভাইসটির কথা বলা হয়েছে?

ক.মেইনফ্রেম

খ.মাইক্রোপ্রসেসর

গ.ল্যাপটপ

ঘ.হাইব্রিড

উত্তরঃ গ.ল্যাপটপ

ব্যাখ্যাঃল্যাপটপ ব্যবহার শেষে এর স্ক্রিনটি ভাঁজ হয়ে যায়।

৩৮.নিচের কোনটি “DBS”(Database Access) এর ফাংশন নয়?

ক.Authorization for data access

খ.Network maintenance

গ.Routine maintenance

ঘ.Schema definition

উত্তরঃ খ.Network maintenance

*কম্পিউটার প্রোগ্রাম:ভাইরাস ও ফায়ারওয়াল (Computer program virus and firewall)

৩৯.নিচের কোনটি ভাইরাসের অন্তর্ভুক্ত ?

ক.Boot sector

খ.polymorphic

গ.multipartite

ঘ.Trojans

উত্তরঃ Trojans

৪০.নিচের কোনটি ভাইরাস ছড়িয়ে দেওয়ার উওয়ায় নয়?

ক.Infected Website

খ.Emails

গ.Official antivirus CDs

ঘ.USBs

উত্তরঃ গ. Official antivirus CDs

৪১. কত সালে “Apple ll” অস্তিত্ব পেয়েছে?

ক.1979

খ.1980

গ.1981

ঘ.1982

উত্তরঃ গ.1981 The Apple II is an 8-bit home computer and one of the world’s first highly successful mass-produced microcomputer products

৪৩.The “Direct Action” virus is also known as

ক.Non resident virus

খ.Boot sector Virus

গ.polymorphic virus

ঘ.multipartite virus

উত্তরঃ ক.Non resident virus

৪৪.নিচের কোনটি “কেভিটি ভাইরাস” হিসেবেও পরিচিত?

ক. Non-resident virus
খ. Overwrite Virus
গ Polymorphic Virus
ঘ. Space-filler Virus

উত্তরঃ ঘ. Space-filler Virus

৪৫.Proxy firewall filters at-

ক. Physical layer
খ.Data link layer
গ. Network layer

ঘ.Application layer

উত্তরঃ ঘ.Application layer

bcs computer question pdf computer mcq questions and answers pdf bangla

Also see the Computer question and answer part -05

Computer question and answer part -04

Computer question and answer part -03

Computer question and answer part -02

Computer question and answer part -01

Computer question and answer input and output in details

2 COMMENTS

Comments are closed.